ETV Bharat / bharat

2028 সালের মধ্যে মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী - GAGANYAAN MISSION

2028 সালের মধ্যেই মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত । তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের উত্তরে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

Union Minister Dr Jitendra Singh in Rajya Sabha
রাজ্যসভায় গগনযান মিশন নিয়ে বলছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (ছবি সৌজন্য: কেন্দ্রীয় মন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Feb 13, 2025, 10:45 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: আর মাত্র কয়েকটা বছরতারপরই নভশ্চর নিয়ে মহাকাশে পাড়ি দেবে ভারতীয় যান। 2028 সালের মধ্যেই ঘটতে পারে এমনটা ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ গগনযান মিশনের পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করা হয়েছে বলে তাঁর দাবি ৷

এই প্রসঙ্গে মহাকাশ গবেষণার দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক প্রশ্নের লিখিত উত্তরে জানান, গগনযান মিশনের আওতায় আটটি প্রোগ্রাম রয়েছে ৷ এর মধ্যে দু'টি মানুষ-সহ এবং 6টি মানবহীন মহাকাশযাত্রা ৷ তিনি আরও জানান, এর আগে গগনযান মিশনে একটি মানব-সহ মিশন এবং দু'টি মানবহীন মিশনের পরিকল্পনা করা হয়েছিল ৷ এবার মিশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷

এই পরিবর্ধিত গগনযান মিশনের জন্য 20 হাজার 193 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ মিশনের আওতায় ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের উন্নয়নও অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এই মুহূর্তে গগনযান মিশনের জন্য প্রয়োজনীয় অর্থও ধরা হয়েছে ৷

GAGANYAAN MISSION
গগনযান মিশনের প্রস্তুতি চলছে (ছবি সৌজন্য: ইসরোর এক্স হ্যান্ডেল)

2019 সালে গগনযান প্রজেক্টের কথা ঘোষণা করা হয় ৷ এরপর 2022 সালে প্রথমে মহাকাশচারী-সহ মহাকাশ যাত্রার পরিকল্পনা করা হয় ৷ জিতেন্দ্র সিং জানান, করোনার কারণে সব ধরনের কাজকর্মেই দেরি হয়েছে ৷ প্রভাব পড়েছে গগনযান মিশনের কাজেও ৷ এই মিশনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটে ৷ স্বভাবত, ওই কাঁচামাল থেকে উৎপাদিত প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরিতেও দেরি হয় ৷ নিজস্ব পদ্ধতিতে লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করেছে ভারত। এই কাজেও দেরি হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ এই লাইফ সাপোর্ট সিস্টেম বাইরে থেকে অন্য কোনওভাবে তৈরি করা সম্ভব নয় ৷ এর আগে গত বছরের 27 ফেব্রুয়ারি গগনযান মিশনের জন্য মনোনীত চার মহাকাশচারীর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: আর মাত্র কয়েকটা বছরতারপরই নভশ্চর নিয়ে মহাকাশে পাড়ি দেবে ভারতীয় যান। 2028 সালের মধ্যেই ঘটতে পারে এমনটা ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ গগনযান মিশনের পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করা হয়েছে বলে তাঁর দাবি ৷

এই প্রসঙ্গে মহাকাশ গবেষণার দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক প্রশ্নের লিখিত উত্তরে জানান, গগনযান মিশনের আওতায় আটটি প্রোগ্রাম রয়েছে ৷ এর মধ্যে দু'টি মানুষ-সহ এবং 6টি মানবহীন মহাকাশযাত্রা ৷ তিনি আরও জানান, এর আগে গগনযান মিশনে একটি মানব-সহ মিশন এবং দু'টি মানবহীন মিশনের পরিকল্পনা করা হয়েছিল ৷ এবার মিশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷

এই পরিবর্ধিত গগনযান মিশনের জন্য 20 হাজার 193 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ মিশনের আওতায় ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের উন্নয়নও অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এই মুহূর্তে গগনযান মিশনের জন্য প্রয়োজনীয় অর্থও ধরা হয়েছে ৷

GAGANYAAN MISSION
গগনযান মিশনের প্রস্তুতি চলছে (ছবি সৌজন্য: ইসরোর এক্স হ্যান্ডেল)

2019 সালে গগনযান প্রজেক্টের কথা ঘোষণা করা হয় ৷ এরপর 2022 সালে প্রথমে মহাকাশচারী-সহ মহাকাশ যাত্রার পরিকল্পনা করা হয় ৷ জিতেন্দ্র সিং জানান, করোনার কারণে সব ধরনের কাজকর্মেই দেরি হয়েছে ৷ প্রভাব পড়েছে গগনযান মিশনের কাজেও ৷ এই মিশনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটে ৷ স্বভাবত, ওই কাঁচামাল থেকে উৎপাদিত প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরিতেও দেরি হয় ৷ নিজস্ব পদ্ধতিতে লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করেছে ভারত। এই কাজেও দেরি হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ এই লাইফ সাপোর্ট সিস্টেম বাইরে থেকে অন্য কোনওভাবে তৈরি করা সম্ভব নয় ৷ এর আগে গত বছরের 27 ফেব্রুয়ারি গগনযান মিশনের জন্য মনোনীত চার মহাকাশচারীর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.