ETV Bharat / sports

প্রস্তাব পেলে বাংলার কোচের দায়িত্ব নিতে রাজি: ঋদ্ধিমান - WRIDDHIMAN SAHA

তারকাসুলভ প্রেক্ষাপটেও ঋদ্ধিমান সাহা সবসময় মাটিতে পা দিয়ে চলা মানুষ । রাজনীতি বা অন্য কোনও জীবনে ঝাঁপ নয়, পরবর্তী প্রজন্ম তৈরিতে ব্যস্ত ‘ঋদ্ধিম্যান’ ।

Wriddhiman Saha
ঋদ্ধিমান সাহা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 13, 2025, 10:28 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: প্রস্তাব পেলে বাংলার কোচ হতে রাজি ঋদ্ধিমান সাহা । বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এসে বাংলার কোচের দায়িত্ব নেওয়া নিয়ে অকপট সদ্য প্রাক্তন বঙ্গ উইকেটরক্ষক । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া । স্ত্রী রোমি এবং কন্যা আনভিকে নিয়ে ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে ঋদ্ধিমান ধরা দিলেন সম্পূর্ণ ভিন্নরূপে । যেখানে অবসরোত্তর জীবনের রুটিন সামনে এল ।

ঋদ্ধিমান বলছেন, এখনও তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যান । দীর্ঘ ক্রিকেট জীবনের ব্যস্ততায় পরিবারকে সময় না-দিতে পারার খামতি এবার মেটাতে চান । তবে বাইশ গজ থেকে ব্যাট তুলে নিলেও নতুন ঋদ্ধিমান সাহা পরবর্তী প্রজন্ম তৈরিতে ব্যস্ত রয়েছেন । সেই ব্যস্ততা শুরু হয়েছিল অবসরগ্রহণের আগে । যা এখন আরও বড়ভাবে করতে চান তিনি । তবে দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা ক্রিকেটের প্রয়োজনে কাজে লাগাতে চান সদ্য প্রাক্তন স্টাম্পার-ব্যাটার । ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন । এমনকী কলকাতা নাইট রাইডার্সও ঋদ্ধিমানকে সহকারী কোচ হিসেবে চেয়েছিল । কিন্তু ডাগ-আউটে বসার অভ্যাসে আরও একটু সড়গড় না-হয়ে সেই প্রস্তাবে হ্যাঁ বলতে রাজি হননি । বর্তমান প্রেক্ষাপটে অবস্থান বিচার করে পদক্ষেপ নিতে পছন্দ করা ঋদ্ধিমান জানিয়েছেন, প্রস্তাব পেলে বাংলার কোচ হতে রাজি ।

অবসরের পরে ক্রীড়াবিদদের বায়োপিক হয়ে থাকে । ঋদ্ধিমান সাহার কাছে সেই প্রস্তাব এসেছে কি ? প্রশ্নটি শুনেই তাঁর সপাটে উত্তর, “আমাকে নিয়ে সিনেমা কেউ বানাতে চাইবে না ।” তারকাসুলভ প্রেক্ষাপট সঙ্গে থাকলেও ঋদ্ধিমান সবসময় মাটিতে পা দিয়ে চলা মানুষ । তাই রাজনীতি বা অন্য কোনও জীবনে ঝাঁপ দেওয়ার ইচ্ছে নেই । যা চিরকালই বলে এসেছেন ।

পাঁচদিনের ক্রিকেটে দেশের অন্যতম সেরা স্টাম্পার সামনে আর বর্তমান ক্রিকেট নিয়ে প্রশ্ন হবে না, তা হয় না । দেশের মাটিতে সদ্য ইংল্যান্ড সিরিজ শেষ হয়েছে । দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি । কতটা সুযোগ রয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ? বুমরার অনুপস্থিতি কি ভারতীয় দলের জন্য ধাক্কা ? ঋদ্ধিমান বলছেন, ‘‘বুমরার না-থাকা অবশ্যই বড় ধাক্কা । তবে পারফরম্যান্সের জন্য কেবলমাত্র কোচ এবং অধিনায়ক নয়, সকলকেই দায়িত্ব নিতে হয় ।’’ উইকেটরক্ষার দায়িত্বে নিজের ভোট ঋষভ পন্থের দিকে থাকলেও বিষয়টি টিম ম্যানেজমেন্টের ওপর ছাড়তে চান । কারণ, দলের প্রয়োজনে যে উপযোগী তাঁরই খেলা উচিত বলে মনে করেন । একইভাবে হর্ষিত রানার নির্বাচন নিয়েও উপযোগীতার কথা ঋদ্ধিমানের মুখে । সব মিলিয়ে ভারতীয় দলের সাফল্য নিয়ে আশাবাদী ।

অবসর জীবনে ঘরোয়া ঋদ্ধিমানকে পাওয়ার কথা স্ত্রী রোমির মুখে । আপাত শান্ত ঋদ্ধিমান মানসিকভাবে প্রচণ্ড শক্তপোক্ত বলে জানিয়েছেন । মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার গুণ রয়েছে । তবে চান, স্বামী মাঠের সঙ্গে জড়িয়ে থাকুন । প্রয়োজনীয় সময়ে ক্রিকেটের স্বার্থ দেখতে গিয়ে স্ত্রী’র হাতে সংসারের যাবতীয় দায়িত্ব তুলে দিতে বাধ্য হয়েছিলেন । সেই কঠিন সময় সামলানোর জন্য স্ত্রী’কে ধন্যবাদ দিলেন সদ্য অবসরে যাওয়া ভারতীয় দলের উইকেটরক্ষক ।

আরও পড়ুন

কলকাতা, 13 ফেব্রুয়ারি: প্রস্তাব পেলে বাংলার কোচ হতে রাজি ঋদ্ধিমান সাহা । বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এসে বাংলার কোচের দায়িত্ব নেওয়া নিয়ে অকপট সদ্য প্রাক্তন বঙ্গ উইকেটরক্ষক । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া । স্ত্রী রোমি এবং কন্যা আনভিকে নিয়ে ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে ঋদ্ধিমান ধরা দিলেন সম্পূর্ণ ভিন্নরূপে । যেখানে অবসরোত্তর জীবনের রুটিন সামনে এল ।

ঋদ্ধিমান বলছেন, এখনও তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যান । দীর্ঘ ক্রিকেট জীবনের ব্যস্ততায় পরিবারকে সময় না-দিতে পারার খামতি এবার মেটাতে চান । তবে বাইশ গজ থেকে ব্যাট তুলে নিলেও নতুন ঋদ্ধিমান সাহা পরবর্তী প্রজন্ম তৈরিতে ব্যস্ত রয়েছেন । সেই ব্যস্ততা শুরু হয়েছিল অবসরগ্রহণের আগে । যা এখন আরও বড়ভাবে করতে চান তিনি । তবে দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা ক্রিকেটের প্রয়োজনে কাজে লাগাতে চান সদ্য প্রাক্তন স্টাম্পার-ব্যাটার । ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন । এমনকী কলকাতা নাইট রাইডার্সও ঋদ্ধিমানকে সহকারী কোচ হিসেবে চেয়েছিল । কিন্তু ডাগ-আউটে বসার অভ্যাসে আরও একটু সড়গড় না-হয়ে সেই প্রস্তাবে হ্যাঁ বলতে রাজি হননি । বর্তমান প্রেক্ষাপটে অবস্থান বিচার করে পদক্ষেপ নিতে পছন্দ করা ঋদ্ধিমান জানিয়েছেন, প্রস্তাব পেলে বাংলার কোচ হতে রাজি ।

অবসরের পরে ক্রীড়াবিদদের বায়োপিক হয়ে থাকে । ঋদ্ধিমান সাহার কাছে সেই প্রস্তাব এসেছে কি ? প্রশ্নটি শুনেই তাঁর সপাটে উত্তর, “আমাকে নিয়ে সিনেমা কেউ বানাতে চাইবে না ।” তারকাসুলভ প্রেক্ষাপট সঙ্গে থাকলেও ঋদ্ধিমান সবসময় মাটিতে পা দিয়ে চলা মানুষ । তাই রাজনীতি বা অন্য কোনও জীবনে ঝাঁপ দেওয়ার ইচ্ছে নেই । যা চিরকালই বলে এসেছেন ।

পাঁচদিনের ক্রিকেটে দেশের অন্যতম সেরা স্টাম্পার সামনে আর বর্তমান ক্রিকেট নিয়ে প্রশ্ন হবে না, তা হয় না । দেশের মাটিতে সদ্য ইংল্যান্ড সিরিজ শেষ হয়েছে । দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি । কতটা সুযোগ রয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ? বুমরার অনুপস্থিতি কি ভারতীয় দলের জন্য ধাক্কা ? ঋদ্ধিমান বলছেন, ‘‘বুমরার না-থাকা অবশ্যই বড় ধাক্কা । তবে পারফরম্যান্সের জন্য কেবলমাত্র কোচ এবং অধিনায়ক নয়, সকলকেই দায়িত্ব নিতে হয় ।’’ উইকেটরক্ষার দায়িত্বে নিজের ভোট ঋষভ পন্থের দিকে থাকলেও বিষয়টি টিম ম্যানেজমেন্টের ওপর ছাড়তে চান । কারণ, দলের প্রয়োজনে যে উপযোগী তাঁরই খেলা উচিত বলে মনে করেন । একইভাবে হর্ষিত রানার নির্বাচন নিয়েও উপযোগীতার কথা ঋদ্ধিমানের মুখে । সব মিলিয়ে ভারতীয় দলের সাফল্য নিয়ে আশাবাদী ।

অবসর জীবনে ঘরোয়া ঋদ্ধিমানকে পাওয়ার কথা স্ত্রী রোমির মুখে । আপাত শান্ত ঋদ্ধিমান মানসিকভাবে প্রচণ্ড শক্তপোক্ত বলে জানিয়েছেন । মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার গুণ রয়েছে । তবে চান, স্বামী মাঠের সঙ্গে জড়িয়ে থাকুন । প্রয়োজনীয় সময়ে ক্রিকেটের স্বার্থ দেখতে গিয়ে স্ত্রী’র হাতে সংসারের যাবতীয় দায়িত্ব তুলে দিতে বাধ্য হয়েছিলেন । সেই কঠিন সময় সামলানোর জন্য স্ত্রী’কে ধন্যবাদ দিলেন সদ্য অবসরে যাওয়া ভারতীয় দলের উইকেটরক্ষক ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.