কোচবিহার, 13 ফেব্রুয়ারি: গোষ্ঠীকোন্দল চরমে ৷ তার জেরে তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরের বিরুদ্ধে বৃহস্পতিবার অনাস্থা পাশ হল । তৃণমূলের 12 জন কাউন্সিলরের মধ্যে 10 জনই চেয়ারপার্সনের বিরুদ্ধে ভোট দিয়েছেন । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে । এদিকে এদিন অনাস্থার বিপক্ষে তুফানগঞ্জ শহরে মিছিল করে পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন ।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে । খবর পেয়ে তুফানগঞ্জে পৌঁছন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷ বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন তিনি । তবে এরপরও কাউন্সিলরদের বাগে আনতে পারেননি বলে সূত্রের খবর ৷ এই বিষয়ে পুরসভার বিদায়ী চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর বলেন, "এদিন ভোটাভুটিতে আমাকে অপসারণ করা হয় ।"
পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুকুমার সাহা জানান, এদিনের ভোটাভুটিতে চেয়ারপার্সনের বিরুদ্ধে 10 জন কাউন্সিলর ভোট দিয়েছেন । আগামীতে মিটিং ডেকে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে ৷
গত পুরসভা নির্বাচনে তুফানগঞ্জ পুরসভার 12টি আসনেই জয়ী হয় তৃণমূল । চেয়ারপার্সন নির্বাচিত হন কৃষ্ণা ঈশোর । ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তনু সেন । সেই বছর ঘুরতে না ঘুরতেই চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরদের দূরত্ব বাড়তে থাকে ৷ কাউন্সিলরদের অভিযোগ চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে আলোচনা না করেই নিজেদের খেয়ালখুশি মতো কাজ করছে । একাধিকবার অভিযোগ জানানো হলেও কাজ হয়নি । দলকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । এরপর গত জানুয়ারি মাসে অনাস্থা আনা হয় এবং বৃহস্পতিবার চেয়ারপার্সনকে অপসারণ করা হয় ।