ইম্ফল, 13 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অব্যবহিত পরেই ফের হিংসার ঘটনা ঘটল মণিপুরে ৷ উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে গুলি চালালেন এক জওয়ান ৷ নিজেকে শেষ করার আগে তাঁর ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে আরও দুই জওয়ানের ৷ আহত হয়েছেন কমপক্ষে 8 জন ৷
ঘটনাটি নিশ্চিত করেছে মণিপুর পুলিশ ৷ সোশাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে একটি পোস্টে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়েছে ৷ মণিপুর পুলিশ জানিয়েছে, "আজ রাত 8টা নাগাদ একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ ইম্ফল পশ্চিম জেলার লামসাংয়ে একটি ক্যাম্পে এক সিআরপিএফ জওয়ান তাঁর সহ-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে 2 জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য 8 জন আহত হয়েছেন ৷ পরে তিনি নিজে তাঁর সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন ৷ ওই জওয়ান F-120 Coy CRPF-এর অন্তর্ভুক্ত ছিলেন ৷ পুলিশ এবং সিআরপিএফ-এর শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷"
In an unfortunate incident, tonight at around 8 pm, a suspected case of fratricide happened inside a CRPF camp in Lamsang under Imphal West District wherein one CRPF jawan opened fire killing 02 (two) of his own CRPF colleagues on the spot and injuring 08 (eight) others. Later,…
— Manipur Police (@manipur_police) February 13, 2025
সূত্রের খবর, মৃত ওই জওয়ান হাবিলদার সঞ্জয় কুমার তাঁর নিজের বন্দুক থেকে গুলি চালান ৷ তাতে ঘটনাস্থলেই সিআরপিএফ-এর এক কনস্টেবল এবং এক সাব-ইনস্পেক্টরের মৃত্য হয় ৷ পরে ওই সিআরপিএফ হাবিলদার নিজেকেই গুলি করেন ৷ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ হাবিলদার সঞ্জয় কুমারের ছোড়া গুলিতে আহত হন 8 জন ৷ তাঁদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ ভর্তি করা হয়েছে ৷ কেন ওই সিআরপিএফ জওয়ান এমন অকস্মাৎ গুলি চালালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এনিয়ে সিআরপিএফ বা পুলিশের তরফে কেউ কোনও মন্তব্য করেনি ৷
PHOTO | Personnel of the Manipur Police patrol the streets of Imphal east City, maintaining a high state of alert following the imposition of President's Rule in Manipur on Thursday evening. The forces conducted a flag march in various areas to ensure security and stability in… pic.twitter.com/lWbz26dx9y
— Press Trust of India (@PTI_News) February 13, 2025
এদিকে 9 ফেব্রুয়ারি এন বীরেন সিং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ এরপর রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে ৷ অসম রাইফেলস, মণিপুর পুলিশের নিরাপত্তাবাহিনী রাজধানী ইম্ফলের রাস্তায় টহলদারি দিচ্ছে ৷ সুরক্ষা নিশ্চিত করতে ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ বাহিনী ৷