ETV Bharat / bharat

মণিপুরে সিআরপিএফ জওয়ানের গুলিতে মৃত 2, শেষ করলেন নিজেকেও - MANIPUR CRPF CAMP KILLING

বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন ৷ তারপরই ঘটল এই মর্মান্তিক ঘটনার কথা ৷

Manipur CRPF Jawan Kills himself
মণিপুরে নিজেকে শেষ করলেন সিআরপিএফ জওয়ান (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : Feb 13, 2025, 9:56 PM IST

Updated : Feb 13, 2025, 10:31 PM IST

ইম্ফল, 13 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অব্যবহিত পরেই ফের হিংসার ঘটনা ঘটল মণিপুরে ৷ উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে গুলি চালালেন এক জওয়ান ৷ নিজেকে শেষ করার আগে তাঁর ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে আরও দুই জওয়ানের ৷ আহত হয়েছেন কমপক্ষে 8 জন ৷

ঘটনাটি নিশ্চিত করেছে মণিপুর পুলিশ ৷ সোশাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে একটি পোস্টে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়েছে ৷ মণিপুর পুলিশ জানিয়েছে, "আজ রাত 8টা নাগাদ একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ ইম্ফল পশ্চিম জেলার লামসাংয়ে একটি ক্যাম্পে এক সিআরপিএফ জওয়ান তাঁর সহ-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে 2 জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য 8 জন আহত হয়েছেন ৷ পরে তিনি নিজে তাঁর সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন ৷ ওই জওয়ান F-120 Coy CRPF-এর অন্তর্ভুক্ত ছিলেন ৷ পুলিশ এবং সিআরপিএফ-এর শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷"

সূত্রের খবর, মৃত ওই জওয়ান হাবিলদার সঞ্জয় কুমার তাঁর নিজের বন্দুক থেকে গুলি চালান ৷ তাতে ঘটনাস্থলেই সিআরপিএফ-এর এক কনস্টেবল এবং এক সাব-ইনস্পেক্টরের মৃত্য হয় ৷ পরে ওই সিআরপিএফ হাবিলদার নিজেকেই গুলি করেন ৷ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ হাবিলদার সঞ্জয় কুমারের ছোড়া গুলিতে আহত হন 8 জন ৷ তাঁদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ ভর্তি করা হয়েছে ৷ কেন ওই সিআরপিএফ জওয়ান এমন অকস্মাৎ গুলি চালালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এনিয়ে সিআরপিএফ বা পুলিশের তরফে কেউ কোনও মন্তব্য করেনি ৷

এদিকে 9 ফেব্রুয়ারি এন বীরেন সিং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ এরপর রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে ৷ অসম রাইফেলস, মণিপুর পুলিশের নিরাপত্তাবাহিনী রাজধানী ইম্ফলের রাস্তায় টহলদারি দিচ্ছে ৷ সুরক্ষা নিশ্চিত করতে ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ বাহিনী ৷

ইম্ফল, 13 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অব্যবহিত পরেই ফের হিংসার ঘটনা ঘটল মণিপুরে ৷ উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে গুলি চালালেন এক জওয়ান ৷ নিজেকে শেষ করার আগে তাঁর ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে আরও দুই জওয়ানের ৷ আহত হয়েছেন কমপক্ষে 8 জন ৷

ঘটনাটি নিশ্চিত করেছে মণিপুর পুলিশ ৷ সোশাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে একটি পোস্টে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়েছে ৷ মণিপুর পুলিশ জানিয়েছে, "আজ রাত 8টা নাগাদ একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ ইম্ফল পশ্চিম জেলার লামসাংয়ে একটি ক্যাম্পে এক সিআরপিএফ জওয়ান তাঁর সহ-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে 2 জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য 8 জন আহত হয়েছেন ৷ পরে তিনি নিজে তাঁর সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন ৷ ওই জওয়ান F-120 Coy CRPF-এর অন্তর্ভুক্ত ছিলেন ৷ পুলিশ এবং সিআরপিএফ-এর শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷"

সূত্রের খবর, মৃত ওই জওয়ান হাবিলদার সঞ্জয় কুমার তাঁর নিজের বন্দুক থেকে গুলি চালান ৷ তাতে ঘটনাস্থলেই সিআরপিএফ-এর এক কনস্টেবল এবং এক সাব-ইনস্পেক্টরের মৃত্য হয় ৷ পরে ওই সিআরপিএফ হাবিলদার নিজেকেই গুলি করেন ৷ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ হাবিলদার সঞ্জয় কুমারের ছোড়া গুলিতে আহত হন 8 জন ৷ তাঁদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ ভর্তি করা হয়েছে ৷ কেন ওই সিআরপিএফ জওয়ান এমন অকস্মাৎ গুলি চালালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এনিয়ে সিআরপিএফ বা পুলিশের তরফে কেউ কোনও মন্তব্য করেনি ৷

এদিকে 9 ফেব্রুয়ারি এন বীরেন সিং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ এরপর রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে ৷ অসম রাইফেলস, মণিপুর পুলিশের নিরাপত্তাবাহিনী রাজধানী ইম্ফলের রাস্তায় টহলদারি দিচ্ছে ৷ সুরক্ষা নিশ্চিত করতে ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ বাহিনী ৷

Last Updated : Feb 13, 2025, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.