ETV Bharat / bharat

'পরীক্ষা পে চার্চা'য় ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নিতে বললেন মোদি - PARIKSHA PE CHARCHA

স্টেডিয়ামে দর্শকদের কোলাহলের মধ্যে ব্যাটারদের মতো ছাত্রছাত্রীদেরও চাপ সামলানো উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PARIKSHA PE CHARCHA
পরীক্ষা পে চার্চা'য় প্রধানমন্ত্রী (পিটিআই)
author img

By PTI

Published : Feb 10, 2025, 2:50 PM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: জীবনে প্রথম পড় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি ৷ তাদের চ্যালেঞ্জ নিতে বললেও পরীক্ষার চাপ না-নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ৷ ছাত্রছাত্রীদের নিয়ে মোদির অষ্টম বার্ষিক 'পরীক্ষা পে চর্চা' সম্প্রচারিত হয় সোমবার ৷

আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা ৷ 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসসি দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ আর আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি ৷ তার আগে শারীরিক পুষ্টি, চাপ আয়ত্ত করা এবং নেতৃত্বের মতো বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

PM Modi tells students
ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নিতে বললেন মোদি (পিটিআই)

মোদি ছাত্রছাত্রীদের বলেন 'জ্ঞান' এবং পরীক্ষা দু'টি ভিন্ন জিনিস। পরীক্ষাকে জীবনের সর্বস্ব হিসেবে দেখা উচিত নয়। দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের কোনও কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। পাশাপাশি তিনি তাদের পরিকল্পিতভাবে সময়ের ব্যবহার করতে বলেন।

এছাড়াও প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে 'আপনার সময় আয়ত্ত করুন, আপনার জীবন আয়ত্ত করুন', ইতিবাচক দিক খুঁজে বের করুন, সমৃদ্ধির জন্য পুষ্টি' প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ৷ এবার ঐতিহ্যবাহী টাউন হল থেকে সরে এসে ছাত্রছাত্রীদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠান করেন ৷ প্রায় 35 জন ছাত্রছাত্রীদের একটি নার্সারিতে গভীর ও মুক্ত আলোচনা করেন।

PM Modi tells students
ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় মোদি (পিটিআই)

পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাঁর যেন তাঁদের সন্তানদের নিজেদের দেখানো 'মডেল' হিসেবে ব্যবহার না করেন ৷ একই সঙ্গে আহ্বান জানান, অন্যদের সঙ্গে তুলনা না-করে বরং তাদের সমর্থন করার।

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ভালো ঘুমের গুরুত্ব তুলে ধরেন ৷ একই সঙ্গে বলেন যে, শিক্ষার্থীদের এমনটা ভাবা উচিত নয় যে, তারা পরীক্ষায় বেশি নম্বর না-পেলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে।

স্টেডিয়ামে দর্শকদের কোলাহলের মধ্যে ব্যাটারদের মতো শিক্ষার্থীদেরও চাপ সামলানো উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ বাউন্ডারি মারার দাবি উপেক্ষা করে ব্যাটাররা যেমন পরের বলের দিকে মনোসংযোগ করে, তেমনই পরীক্ষার চাপ না-নিয়ে ছাত্রছাত্রীদের উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া ৷

PM Modi tells students
ছাত্রছাত্রীদের নিয়ে মোদির 'পরীক্ষা পে চর্চা' (পিটিআই)

ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নেওয়ার পাশাপাশি সর্বদা তাদের আগের থেকে ভালো ফল করার চেষ্টা করতে বলেন মোদি ৷ একই সঙ্গে তিনি পুষ্টি এবং ধ্যানের প্রয়োজনীয়তার উপর জোর দিতে বলেন। এছাড়াও নেতৃত্বের বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, মানুষ নেতাদের আচরণ থেকে শিক্ষা নেয় এবং কেবল বক্তৃতাই সাহায্য করে না।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বক্সার মেরি কম এবং আধ্যাত্মিক নেতা সদগুরুর মতো সুপরিচিত ব্যক্তিত্বরাও এই বছর 'পরীক্ষা পে চর্চা'র বিভিন্ন পর্বে জীবনের গুরুত্বপূর্ণ দিক এবং শেখার বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: জীবনে প্রথম পড় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি ৷ তাদের চ্যালেঞ্জ নিতে বললেও পরীক্ষার চাপ না-নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ৷ ছাত্রছাত্রীদের নিয়ে মোদির অষ্টম বার্ষিক 'পরীক্ষা পে চর্চা' সম্প্রচারিত হয় সোমবার ৷

আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা ৷ 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসসি দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ আর আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি ৷ তার আগে শারীরিক পুষ্টি, চাপ আয়ত্ত করা এবং নেতৃত্বের মতো বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

PM Modi tells students
ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নিতে বললেন মোদি (পিটিআই)

মোদি ছাত্রছাত্রীদের বলেন 'জ্ঞান' এবং পরীক্ষা দু'টি ভিন্ন জিনিস। পরীক্ষাকে জীবনের সর্বস্ব হিসেবে দেখা উচিত নয়। দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের কোনও কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। পাশাপাশি তিনি তাদের পরিকল্পিতভাবে সময়ের ব্যবহার করতে বলেন।

এছাড়াও প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে 'আপনার সময় আয়ত্ত করুন, আপনার জীবন আয়ত্ত করুন', ইতিবাচক দিক খুঁজে বের করুন, সমৃদ্ধির জন্য পুষ্টি' প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ৷ এবার ঐতিহ্যবাহী টাউন হল থেকে সরে এসে ছাত্রছাত্রীদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠান করেন ৷ প্রায় 35 জন ছাত্রছাত্রীদের একটি নার্সারিতে গভীর ও মুক্ত আলোচনা করেন।

PM Modi tells students
ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় মোদি (পিটিআই)

পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাঁর যেন তাঁদের সন্তানদের নিজেদের দেখানো 'মডেল' হিসেবে ব্যবহার না করেন ৷ একই সঙ্গে আহ্বান জানান, অন্যদের সঙ্গে তুলনা না-করে বরং তাদের সমর্থন করার।

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ভালো ঘুমের গুরুত্ব তুলে ধরেন ৷ একই সঙ্গে বলেন যে, শিক্ষার্থীদের এমনটা ভাবা উচিত নয় যে, তারা পরীক্ষায় বেশি নম্বর না-পেলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে।

স্টেডিয়ামে দর্শকদের কোলাহলের মধ্যে ব্যাটারদের মতো শিক্ষার্থীদেরও চাপ সামলানো উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ বাউন্ডারি মারার দাবি উপেক্ষা করে ব্যাটাররা যেমন পরের বলের দিকে মনোসংযোগ করে, তেমনই পরীক্ষার চাপ না-নিয়ে ছাত্রছাত্রীদের উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া ৷

PM Modi tells students
ছাত্রছাত্রীদের নিয়ে মোদির 'পরীক্ষা পে চর্চা' (পিটিআই)

ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নেওয়ার পাশাপাশি সর্বদা তাদের আগের থেকে ভালো ফল করার চেষ্টা করতে বলেন মোদি ৷ একই সঙ্গে তিনি পুষ্টি এবং ধ্যানের প্রয়োজনীয়তার উপর জোর দিতে বলেন। এছাড়াও নেতৃত্বের বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, মানুষ নেতাদের আচরণ থেকে শিক্ষা নেয় এবং কেবল বক্তৃতাই সাহায্য করে না।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বক্সার মেরি কম এবং আধ্যাত্মিক নেতা সদগুরুর মতো সুপরিচিত ব্যক্তিত্বরাও এই বছর 'পরীক্ষা পে চর্চা'র বিভিন্ন পর্বে জীবনের গুরুত্বপূর্ণ দিক এবং শেখার বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.