কলকাতা, 10 ফেব্রুয়ারি: আবারও ভয়াবহ আগুন কলকাতায় । নারকেলডাঙায় আগুন লাগার ঘটনার পর ফের সোমবার রাতে ভয়াবহ আগুন তারাতলার কেপিটি কলোনিতে । ঘটনাস্থলে গিয়ে দমকলের 6টি ইঞ্জিন প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ।
পরিস্থিতি পরিদর্শন করতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দমকলের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি । কলোনি থেকে কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কি না সেই খোঁজও নেন ফিরহাদ। প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এমন কারও খোঁজ পেলে তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে ।
একইসঙ্গে তাঁর কাছে সাংবাদিকরা জানতে চান, কেন বারবার কলকাতায় আগুন লাগছে ? জবাবে তিনি জানান, শহরের অনেক জায়গায় পরিকাঠামোর অভাব আছে । বিশেষ করে যেখানে গরিব মানুষের বাস সেখানে এই সমস্যা চোখে পড়ার মতো । কিন্ত কলকাতা মুম্বইয়ের ধারাভি নয় যে সকলকে উৎখাত করে সরকার পরিকাঠামো তৈরি করবে । কলকাতায় সবাই মিলে একসঙ্গে থাকেন । কখনও কখনও এমন সমস্যা হয় আর তার সমাধানও খুঁজে বের করতে হয় ।
এর আগে নারকেলডাঙার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে । শনিবার রাত 11টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয়রা ৷ একের পর এক সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায় । ঘর হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ে একাধিক পরিবার । স্থানীয়দের দাবি, প্রায় 40টিরও বেশি ঝুপড়ি আগুনের গ্রাসে চলে গিয়েছে ৷ মৃত্য়ু হয়েছে এক প্রৌঢ়ের ৷ তিনি সেইসময় ঘুমিয়ে ছিলেন ৷ ঘটনাস্থল পরির্দশনে গিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী থাকেন স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর সামনেই দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারপিট, বচসা, স্লোগান ও পালটা স্লোগানে উত্তপ্ত হল গোটা এলাকা । এবার সেই ঘটনার রেশ কাটার আগেই আগুন লাগল তারাতলায় ।