প্রয়াগরাজ, 10 ফেব্রুয়ারি: মহাকুম্ভের 29 তম দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কুম্ভের সময় সঙ্গমে স্নান করা দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন মুর্মু ৷ এর আগে, 1954 সালে অনুষ্ঠিত কুম্ভে, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। সুতরাং, 71 বছর পর দেশের কোনও রাষ্ট্রপতি কুম্ভে স্নান করলেন ৷
এর আগে, সোমবার বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরাসরি মহাকুম্ভ মেলা এলাকায় পৌঁছে যান ৷ এরপর আরাইল ঘাট থেকে স্টিমারে সঙ্গমে স্নানের উদ্দেশে রওনা হন তিনি ৷ সঙ্গমে স্নানে যাওয়ার পথে, তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পাখিদেরও খাওয়ান।
![MURMU AT MAHA KUMBH](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511915_wb_murmu2.jpg)
সঙ্গমে রাষ্ট্রপতির গঙ্গা আরতি: ত্রিবেণী সঙ্গমে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গঙ্গায় স্নান করার পর ফুল দিয়ে পুজোও করেন ৷ স্নানের পর সূর্য প্রার্থনা করতেও দেখা যায় রাষ্ট্রপতিকে। একই সঙ্গে মা গঙ্গার উদ্দেশে নারকেল এবং বস্ত্রও নিবেদন করেন তিনি ৷ এছাড়াও, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেবী গঙ্গার পুজোও করেন। পরে গঙ্গা আরতিও করেন তিনি ৷ এই সময়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন।
![MURMU AT MAHA KUMBH](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511915_wb_murmu3.jpg)
রাষ্ট্রপতি মহাকুম্ভে 8 ঘন্টা থাকবেন: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজ মহাকুম্ভে প্রায় 8 ঘণ্টা থাকবেন। সঙ্গমে স্নান করার পর, তিনি বড় হনুমান মন্দির এবং অক্ষয় বট মন্দিরও পরিদর্শন করেন। রাষ্ট্রপতির কুম্ভে আগমনের বিষয়ে কড়া সতর্ক রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীও। মেলা চত্বরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
![MURMU AT MAHA KUMBH](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511915_wb_murmu.jpg)
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "আমরা রাষ্ট্রপতিকে নিয়ে গঙ্গা এবং যমুনা দুই নদীর সঙ্গমস্থলেই গিয়েছি ৷" সঙ্গমে যাওয়ার পথে, রাষ্ট্রপতি নদীতে আসা পরিযায়ী সাইবেরিয়ান পাখিদের শস্য খাওয়ান। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ যা বিশ্বজুড়ে ভক্তদের আকর্ষণ করে। এটি 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে।