কলম্বো, 9 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক সীমানা পেরিয়ে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অভিযোগ ৷ 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ রবিবার তাদের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে ৷
এই বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, শনিবার মান্নারের উত্তরে সমুদ্র এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি তাঁদের মাছ ধরার 2টি নৌকা বাজেয়াপ্ত করা হয় ৷ শ্রীলঙ্কার জলসীমায় চোরাচালান করার সময় তাঁদের প্রথম আটক করা হয় ৷
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবৈধভাবে বিদেশি মাছ ধরার হিড়িক বন্ধ করার জন্য শ্রীলঙ্কার জলসীমায় নৌবাহিনীর বিশেষ দল নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে ৷ গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের ইরানাতিভু দ্বীপে আনা হয়েছে ৷ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী মৎস্য অধি দফতরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী ৷
গত সপ্তাহে একই রকম একটি ঘটনায় শ্রীলঙ্কার কর্তৃপক্ষ 10 ভারতীয় জেলেকে গ্রেফতার করে । পাশাপাশি তাদের একটি নৌকাও আটক করে ৷ 28 জানুয়ারি শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মীরা ভারতীয় জেলেদের উপর গুলি চালায় ৷ তাতে গুরুতর জখম হন দুই মৎস্যজীবী ৷ পাশাপাশি আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশের একাধিক অভিযোগে তাদের নৌকা বাজেয়াপ্ত করা হয় ৷ 2024 সালে, এই অভিযোগে 529 জন ভারতীয় জেলেকে গ্রেফতার করে শ্রীলঙ্কা ৷ মৎস্যজীবীদের বিষয়টি ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের মধ্যে একটি বিতর্কিত বিষয় ৷ এর আগেও একাধিকবার সমস্যা তৈরি হয়েছে। তবে এথনও কোনও স্থায়ী সমাধান পাওয়া যায়নি ।