মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছল আইএসএস পরীক্ষায় প্রথম সিঞ্চনের কাছে - INDIAN STATISTICAL SERVICE EXAM
🎬 Watch Now: Feature Video
Published : Dec 16, 2024, 6:59 PM IST
ইউপিএসসি'র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঞ্চনস্নিগ্ধ অধিকারীকে শুভেচ্ছা পত্র পাঠালেন। সোমবার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র, ফুল ও মিষ্টির প্যাকেট সিঞ্চনের হাতে তুলে দিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপ্সিতা দত্ত ও হিরাপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে খুশি সিঞ্চন ও তাঁর পরিবার।
গত 12 ডিসেম্বর ইউপিএসসি'র আইএসএস পরীক্ষার ফল ঘোষণা হয়। তাতেই দেখা যায়, সিঞ্চনস্নিগ্ধ অধিকারী প্রথম স্থান অধিকার করেছে। গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় এহেন নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মহল। ইউপিএসসিকে পাখির চোখ করে এগিয়েছিলেন সিঞ্চন। সঙ্গে অদম্য অধ্যবসায়। তাতেই তাক লাগানো সাফল্য। সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি শহরের ইসমাইল মাদার টেরেজা সরণিতে।
পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে উপর মাস্টার্স করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী। মাইন্স বোর্ড অফ হেলথ বর্তমানে রুগ্ন সংস্থা। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিয়েছিলেন চান বাবা-মাকে। প্রদীপবাবু বলেন, "ইউপিএসসিতে পাশ করা ওর স্বপ্ন ছিল। কিন্তু এভাবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি। খুব ভালো লাগছে। শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হয়, এটাই চাইব ৷" মেডিক্যালে 168 ব়্যাঙ্ক করেছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ে ব়্যাঙ্ক করেছিল সপ্তম ৷