সুপারি বাগানে গর্জন, বাইরে আসতেই চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের - RHINOCEROS VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : Dec 30, 2024, 5:44 PM IST
অভয়ারণ্য থেকে বেরিয়ে লোকালয়ে গণ্ডার । জলদাপাড়া অভয়ারণ্য জাতীয় উদ্যান থেকে বেরিয়ে সোমবার সকালে একটি গ্রামে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক গণ্ডার । ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকার ৷ গণ্ডারটিকে দেখে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে খবর দেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের ।
জানা গিয়েছ, গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল । সেখান থেকে তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা । গণ্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বন দফতরের পোষা কুনকি হাতি । বাজিও ফাটান বনকর্মীরা । বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গণ্ডারটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা । বন দফতরের অনুমান, চিলাপাতা বা জলদাপাড়া থেকে গণ্ডারটি লোকালয়ে চলে এসেছিল । গণ্ডারটি জঙ্গলে চলে যাওয়ায় স্বস্তি ফেরে গ্রামে ৷