ETV Bharat / state

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি! দেউচা পাচামির গ্লোবাল টেন্ডারে আশাবাদী রাজ্য - DEUCHA PACHAMI COAL MINE TENDER

দেউচা পাচামির কয়লা ব্লক প্রকল্প বাস্তবায়িত হলে 35 হাজার কোটি টাকার বিনিয়োগ আসার পাশাপাশি অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

Deucha Pachami Coal Block
দেউচা পাচামির গ্লোবাল টেন্ডারে আশাবাদী রাজ্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 9:33 AM IST

কলকাতা, 19 জানুয়ারি: এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক ! দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকারের আশা আকাঙ্ক্ষা অনেকখানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে বার বার বলতে শোনা গিয়েছে এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হলে রাজ্যে বিদ্যুতের মাসুল কমবে। একই সঙ্গে কর্মসংস্থানের জোয়ার আসবে।

মাস ঘুরলেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে সুখবর অবশ্যই রাজ্যের শিল্পের জন্য। দেউচা পাচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পথে আরও এক ধাপ এগোল নবান্ন। এর জন্য বহু প্রতীক্ষিত গ্লোবাল টেন্ডার ডাকল রাজ্য। এখন পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে 3400 একর জমিজুড়ে কয়লা উত্তোলনের ভাবনা রয়েছে রাজ্যের। এই প্রকল্প বাস্তবায়িত হলে 35 হাজার কোটি টাকার বিনিয়োগ আসার পাশাপাশি অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এবার তারই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন।

এখনও পর্যন্ত যা খবর, তাতে ভূতাত্ত্বিক রিপোর্টের উপর ভিত্তি করেই এই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। গত বছরের শেষে অর্থাৎ 20 ডিসেম্বর এই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে দরপত্র চেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন।

দেউচা পাচামি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকে তার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্হ ছুটে যান সেই সমস্যা সমাধানে। বীরভূমে গিয়ে মুখ্য সচিব নিজে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন। ওই দিন বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ ছাড়াও ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম-সহ রাজ্যের পদস্থ কর্তারা।

ওই বৈঠকের আগে অভিযোগ উঠেছিল যে, দেউচা পাচামির জমি অধিগ্রহণের ক্ষেত্রে একলপ্তে জমি অধিগ্রহণ না করে, ইচ্ছা মতো জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে, আপাতত এই সমস্যা সমাধান হয়েছে। এবার তারপর পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে।

রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের আগে সেখানে থাকা মোটা পাথরের পারত সড়িয়ে ফেলতে হবে। ইতিমধ্যে প্রায় 376 একর জমিতে ব্যাসল্ট উত্তোলনের জন্য টেন্ডারের মাধ্যমে সংস্থা বাছাইয়ের কাজ হয়েছে। এর থেকে 71.5 শতাংশ রাজস্বও আসবে উন্নয়ন নিগমের কোষাগারে। এর পাশাপাশি প্রায় এক হাজার একর জমিতে একই সঙ্গে চলবে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের কাজ।

আরও পড়ুন
দেউচায় সুড়ঙ্গ করে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত, উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমে মুখ্যসচিব-ডিজি, দেউচা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

কলকাতা, 19 জানুয়ারি: এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক ! দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকারের আশা আকাঙ্ক্ষা অনেকখানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে বার বার বলতে শোনা গিয়েছে এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হলে রাজ্যে বিদ্যুতের মাসুল কমবে। একই সঙ্গে কর্মসংস্থানের জোয়ার আসবে।

মাস ঘুরলেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে সুখবর অবশ্যই রাজ্যের শিল্পের জন্য। দেউচা পাচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পথে আরও এক ধাপ এগোল নবান্ন। এর জন্য বহু প্রতীক্ষিত গ্লোবাল টেন্ডার ডাকল রাজ্য। এখন পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে 3400 একর জমিজুড়ে কয়লা উত্তোলনের ভাবনা রয়েছে রাজ্যের। এই প্রকল্প বাস্তবায়িত হলে 35 হাজার কোটি টাকার বিনিয়োগ আসার পাশাপাশি অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এবার তারই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন।

এখনও পর্যন্ত যা খবর, তাতে ভূতাত্ত্বিক রিপোর্টের উপর ভিত্তি করেই এই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। গত বছরের শেষে অর্থাৎ 20 ডিসেম্বর এই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে দরপত্র চেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন।

দেউচা পাচামি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকে তার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্হ ছুটে যান সেই সমস্যা সমাধানে। বীরভূমে গিয়ে মুখ্য সচিব নিজে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন। ওই দিন বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ ছাড়াও ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম-সহ রাজ্যের পদস্থ কর্তারা।

ওই বৈঠকের আগে অভিযোগ উঠেছিল যে, দেউচা পাচামির জমি অধিগ্রহণের ক্ষেত্রে একলপ্তে জমি অধিগ্রহণ না করে, ইচ্ছা মতো জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে, আপাতত এই সমস্যা সমাধান হয়েছে। এবার তারপর পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে।

রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের আগে সেখানে থাকা মোটা পাথরের পারত সড়িয়ে ফেলতে হবে। ইতিমধ্যে প্রায় 376 একর জমিতে ব্যাসল্ট উত্তোলনের জন্য টেন্ডারের মাধ্যমে সংস্থা বাছাইয়ের কাজ হয়েছে। এর থেকে 71.5 শতাংশ রাজস্বও আসবে উন্নয়ন নিগমের কোষাগারে। এর পাশাপাশি প্রায় এক হাজার একর জমিতে একই সঙ্গে চলবে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের কাজ।

আরও পড়ুন
দেউচায় সুড়ঙ্গ করে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত, উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমে মুখ্যসচিব-ডিজি, দেউচা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.