কলকাতা, 19 জানুয়ারি: সবেমাত্র শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা । এবারের গঙ্গাসাগর মেলায় কাকদ্বীপ এবং নামখানায় বিপুল আয় হয়েছে রেলের ৷ শিয়ালদা রেল বিভাগের তরফে জানানো হয়েছে যে, এবারের গঙ্গাসাগর মেলা উপলক্ষে তাদের আয়ের পরিমাণ 23, 84, 861 টাকা ।
শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা । মেলা উপলক্ষে শনিবার শিয়ালদা থেকে নামখানা ও কাকদ্বীপের মধ্যে মোট 102টি ট্রেন চালানো হয়েছে । যাত্রী ও পুণ্যার্থীরা যাতে সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য ট্রেনগুলোকে সময়মতো চালানো হয় । প্রতিবারের মতো এবছরেও গঙ্গাসাগর মেলার জন্য ঢালাও ব্যবস্থা করেছিল পূর্ব রেলের শিয়ালদা বিভাগ । ট্রেনগুলোর মসৃণ পরিষেবা বজায় রাখতে রেলের ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল বিভাগ সদা তৎপর ছিল । ইএমইউ রেকের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের মাধ্যমে যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা হয়েছিল ।
গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ভিড় হয় কাকদ্বীপ ও নামখানা স্টেশনে । পূর্ব রেলের শিয়ালদা বিভাগের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুসারে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবার রেলের কাকদ্বীপ এবং নামখানায় বাণিজ্য বিভাগ মোট 23,84,861 টাকা আয় করেছে । মেলা উপলক্ষে এই দুটি স্টেশনেই বাণিজ্য বিভাগ অতিরিক্ত টিকিট কাউন্টার খুলেছিল, যাতে যাত্রীদের বহুক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় । এম-ইউটিএস নামে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল । এর মাধ্যমে বুকিং কর্মীরা যাত্রীদের কাছে গিয়ে সরাসরি টিকিট ইস্যু করেন । যা বয়স্ক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে ।
এছাড়াও 24 ঘণ্টা সিসিটিভির মাধ্যমে নজরদারির চালানো হয়েছে । শিয়ালদা, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে পর্যাপ্ত আলো দিয়ে সাজানো হয় এবং যাতে 24 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে তা নিশ্চিত করা হয় । শিয়ালদা, কাকদ্বীপ এবং নামখানায় চিকিৎসা বুথ স্থাপন করা হয়েছিল, যেখানে 24 ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা হয় । এছাড়াও স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা, ভিড় নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করেছেন।