সোনারপুর, 21 ফেব্রুয়ারি: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তিন-চারদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা ৷ তবে শুক্রবার ফের কারখানার সামনে বিক্ষোভ দেখাতে এসে চক্ষু চড়কগাছ হয় তাঁদের ৷ দেখেন গেটে তালা ঝুলছে ৷ সেখানেই টাঙানো রয়েছে কারখানা বন্ধের নোটিশ ৷ তা দেখেই বিক্ষোভ হয় আরও জোড়ালো ৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন সোনারপুর রামচন্দ্রপুরের গেঞ্জি কারখানা কর্মীরা ৷
যার জেরে সোনারপুর-ঘটকপুর রোডে বন্ধ হয়ে যায় চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ । সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন আন্দোনকারীরা । বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি । আন্দোলনকারীরা জানান ভয় দেখিয়ে জোর করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও তাদের অভিযোগ ৷
আন্দোলনকারীদের বক্তব্য, তাদের মাইনে বাড়ানো হলেও তাদের বেসিক কমানো হয়েছে । সেটা কমে গেলে সবদিক থেকেই তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে । এছাড়া কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পিপএফের টাকা হাতে দেওয়া হবে । এইসব ঘটনার প্রতিবাদেই কর্মীদের বিক্ষোভ ৷ বিষয়টি নিয়ে তারা কারখানার মালিক ও ম্যানেজার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউই কারখানায় আসছেন না বলে অভিযোগ । সোনারপুর থানার পুলিশ ও এলাকার স্থানীয় কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ ।
আন্দোলনকারীদের দাবি, প্রায় পাঁচ হাজার মহিলা কর্মী তারা এই কারখানায় কাজ করেন । সকলেই এই আন্দোলনে সামিল হয়েছেন । আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য নানান জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ । যদিও আন্দোলনকারীরা জানান দাবি না মেটা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে । এরই মধ্যে শুক্রবার সকালে তারা কারখানার গেটে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে ।