ETV Bharat / technology

16 হাজার টাকা ছাড় নতুন Jawa 350 লিগ্যাসি এডিশনের বাইকে - JAWA 350 LEGACY EDITION LAUNCHED

Jawa 350 লিগ্যাসি এডিশন লঞ্চ করেছে বাইক প্রস্তুতকারক সংস্থা Jawa ৷ প্রথম 500 জন গ্রাহকের জন্য ব্যাপক ছাড় ৷

Jawa Motorcycle
JAWA 350 LEGACY EDITION (ছবি Jawa Motorcycle)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 22, 2025, 10:49 AM IST

হায়দরাবাদ: টু হুইলার প্রস্তুতকারক সংস্থা জাওয়া সদ্য লঞ্চ করেছে তাদের নিউ বাইক Jawa 350 লিগ্যাসি এডিশন ৷ লিগ্যাসি এডিশন আগের থেকে অন্যান্য এডিশেনের থেকে আপডেটেড । এটির বিশেষত্ত্ব হল, এটি প্রথম 500 জন গ্রাহকের জন্য 1.99 লক্ষ টাকাতেই কিনতে পারবেন ৷

Jawa 350 Legacy Edition
আনুষাঙ্গিক বৈশিষ্ট্য যেমন ট্যুরিং ভাইজার, পিলিয়ন ব্যাকরেস্ট এবং ক্র্যাশ গার্ডের মতো কয়েকটি ফিচার Jawa 350 লিগ্যাসি সংস্করণে যুক্ত করা হয়েছে । পাশাপাশি, গ্রাহকদের একটি চামড়ার চাবির রিং রয়েছে ৷ ক্রেতাদের একটি জাওয়া 350 এর ছোট মডেলও দেওয়া হবে। তবে এই এডিশনে ফিচার অ্যাড করা হলেও, মোটরসাইকেলেও কোনও যান্ত্রিক পরিবর্তন করা হয়নি ।

KTM, Yamaha-র সঙ্গে পাল্লা দিতে আসরে আরও এক স্পোর্টস বাইক

Jawa 350 লিগ্যাসি এডিশনে 334 সিসি একক-সিলিন্ডার লিকুিডকুল ইঞ্জিন রয়েছে ৷ 7 হাজার আরপিএমে 22.5 এইচপি শক্তি এবং 5 হাজার আরপিএমে 28.1 এনএম টর্ক উৎপন্ন করতে পারে ।

গত বছর, কোম্পানি Jawa 350 এর বেশ কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট চালু করেছিল ৷ যেগুলির এক্স শোরুম প্রাইসের উপর 16 হাজার টাকা ছাড় দিয়েছিল কোম্পানি । এটির বেস স্পোক হুইল ভ্যারিয়েন্টের দাম 1.99 লক্ষ টাকা এবং অ্যালয় হুইল ভ্যারিয়েন্টের দাম 2.08 লক্ষ টাকা। উল্লেখিত দু’টি দাম এক্স- শোরুম প্রাইস ৷ শহর হিসেবে এই দাম পরিবর্তন হতে পারে ৷

পাশাপাশি স্পোক হুইল-সহ টপ-এন্ড ক্রোম ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 2.15 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে । এছাড়াও, টপ-স্পেক অ্যালয় হুইল ভ্যারিয়েন্টের দাম 2.23 লক্ষ টাকা (এক্স-শোরুম)। জাওয়ার তরফে উল্লেখ করা হয়েছে 350 লিগ্যাসি এডিশনটি প্রথম 500জন গ্রাহক 1.99 লক্ষ টাকায় পাবেন ৷ এরপর এই মডেলের দাম 16 হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে ।

দু’টি ইঞ্জিন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে 2025 Vespa

হায়দরাবাদ: টু হুইলার প্রস্তুতকারক সংস্থা জাওয়া সদ্য লঞ্চ করেছে তাদের নিউ বাইক Jawa 350 লিগ্যাসি এডিশন ৷ লিগ্যাসি এডিশন আগের থেকে অন্যান্য এডিশেনের থেকে আপডেটেড । এটির বিশেষত্ত্ব হল, এটি প্রথম 500 জন গ্রাহকের জন্য 1.99 লক্ষ টাকাতেই কিনতে পারবেন ৷

Jawa 350 Legacy Edition
আনুষাঙ্গিক বৈশিষ্ট্য যেমন ট্যুরিং ভাইজার, পিলিয়ন ব্যাকরেস্ট এবং ক্র্যাশ গার্ডের মতো কয়েকটি ফিচার Jawa 350 লিগ্যাসি সংস্করণে যুক্ত করা হয়েছে । পাশাপাশি, গ্রাহকদের একটি চামড়ার চাবির রিং রয়েছে ৷ ক্রেতাদের একটি জাওয়া 350 এর ছোট মডেলও দেওয়া হবে। তবে এই এডিশনে ফিচার অ্যাড করা হলেও, মোটরসাইকেলেও কোনও যান্ত্রিক পরিবর্তন করা হয়নি ।

KTM, Yamaha-র সঙ্গে পাল্লা দিতে আসরে আরও এক স্পোর্টস বাইক

Jawa 350 লিগ্যাসি এডিশনে 334 সিসি একক-সিলিন্ডার লিকুিডকুল ইঞ্জিন রয়েছে ৷ 7 হাজার আরপিএমে 22.5 এইচপি শক্তি এবং 5 হাজার আরপিএমে 28.1 এনএম টর্ক উৎপন্ন করতে পারে ।

গত বছর, কোম্পানি Jawa 350 এর বেশ কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট চালু করেছিল ৷ যেগুলির এক্স শোরুম প্রাইসের উপর 16 হাজার টাকা ছাড় দিয়েছিল কোম্পানি । এটির বেস স্পোক হুইল ভ্যারিয়েন্টের দাম 1.99 লক্ষ টাকা এবং অ্যালয় হুইল ভ্যারিয়েন্টের দাম 2.08 লক্ষ টাকা। উল্লেখিত দু’টি দাম এক্স- শোরুম প্রাইস ৷ শহর হিসেবে এই দাম পরিবর্তন হতে পারে ৷

পাশাপাশি স্পোক হুইল-সহ টপ-এন্ড ক্রোম ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 2.15 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে । এছাড়াও, টপ-স্পেক অ্যালয় হুইল ভ্যারিয়েন্টের দাম 2.23 লক্ষ টাকা (এক্স-শোরুম)। জাওয়ার তরফে উল্লেখ করা হয়েছে 350 লিগ্যাসি এডিশনটি প্রথম 500জন গ্রাহক 1.99 লক্ষ টাকায় পাবেন ৷ এরপর এই মডেলের দাম 16 হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে ।

দু’টি ইঞ্জিন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে 2025 Vespa

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.