মিনাখাঁ, 22 ফেব্রুয়ারি: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বোঝাই বাস ঢুকে পড়ল চায়ের দোকানে ! ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে তিন জনের ৷ আহত হয়েছেন 20 জন ৷ শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় বাসন্তী হাইওয়ের উপর ৷
দুর্ঘটনার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই চায়ের দোকানটি ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশের আরও দু'টি দোকানও ৷ খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারে নামে পুলিশ ৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ৷ আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে ৷ ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের ৷ জেসিবি এনে ক্ষতিগ্রস্ত দোকানের ভাঙা অংশ সরানোর কাজ চলছে ৷
দুর্ঘটনার বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, "রাস্তার উপর একটি বাইক আচমকা চলে আসে ৷ তাঁর আরোহীকে বাঁচাতে গিয়েই বাসের চালক রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক ৷ জরুরি ভিত্তিতে তাঁদের চিকিৎসা চলছে ৷"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরযাত্রী নিয়ে বাসটি মালঞ্চের সরবেড়িয়া থেকে কলকাতার চিনার পার্কের দিকে যাচ্ছিল ৷ সব মিলিয়ে বাসটিতে 30 থেকে 35 জন যাত্রী ছিলেন ৷ এদিন সন্ধ্যা সাতটা নাগাদ বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে বাসটির সামনে এক বাইক আরোহী চলে আসে ।
তাঁকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চায়ের দোকানে থাকা এক মহিলা-সহ তিন জনের ৷ আহত হন 20 জন ৷ নিহতের মধ্যে ওই বাসের চালকও রয়েছেন ৷ বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান ৷ পরে তাতে সামিল হয় পুলিশও ৷
সূত্রের খবর, বাসের ধাক্কায় চায়ের দোকানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দু'টি দোকান ৷ দুর্ঘটনায় যানচলাচল বিপর্যস্ত হয়ে পড়ে বাসন্তী হাইওয়েতে ৷ পরে তা সামাল দেয় পুলিশ ৷ এই বিষয়ে এক বাসযাত্রী মহম্মদ রফিক বলেন, "সরবেড়িয়ার একটি বিয়ে বাড়ি থেকে খাওয়াদাওয়া করে আমরা সকলে ফিরছিলাম চিনার পার্কের দিকে ৷ সেই সময় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি ঢুকে পড়ে রাস্তার পাশে একটি দোকানে ৷ দুর্ঘটনায় পাঁচ থেকে ছ'জনের মৃত্যু হয়েছে ৷"
রতন দাস নামে স্থানীয় বাসিন্দা বলেন, "ঘটনার সময় আমি ছিলাম না ঠিকই ৷ কিন্তু জানতে পারলাম ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে ৷ বাসের চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন ৷ মৃতের সংখ্যা অন্তত চার থেকে পাঁচ জন ৷ দুর্ঘটনায় কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে অন্তত তিনটি দোকান ৷"