নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: দেশের অভ্যন্তরীয় বিষয়ে নাক গলানো হচ্ছে ৷ ভারতে লোকসভা ভোটের জন্য 21 মিলিয়ন ডলার অনুদান বন্ধ করা এবং তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একের পর এক মন্তব্যে রাজনীতি রীতিমতো উত্তপ্ত ৷ এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ উদ্বেগের ৷
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 16 ফেব্রুয়ারি ডিওজিই-র তরফে ঘোষণা করা হয়, আমেরিকার নাগরিকের করের টাকায় ভারতে ভোট পরিচালনার জন্য 21 মিলিয়ন ডলার আর্থিক সাহায্য় দিয়েছে পূর্বতন বাইডেন প্রশাসন ৷ এবার প্রশাসনের খরচ বাঁচাতে এই অনুদান বন্ধ করছে আমেরিকা ৷ এর আগে 13-14 ফেব্রুয়ারি মার্কিন সফরে গিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর ট্রাম্প প্রশাসন ভারতে ভোটের অনুদান বন্ধ করার কথা ঘোষণা করে ৷
#WATCH | " we have seen information that has been put out by the us administration regarding certain usa activities and funding. these are obviously very deeply troubling. this has led to concerns about foreign interference in india's internal affairs. relevant departments and… pic.twitter.com/2WHRex7auG
— ANI (@ANI) February 21, 2025
এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বিজেপি বনাম কংগ্রেস বাগযুদ্ধ শুরু হয়ে যায় ৷ এর মধ্যে এই 21 মিলিয়ন ডলার অনুদান বন্ধ নিয়ে ট্রাম্পের একাধিক মন্তব্য যেন সেই বিতর্কে ঘি ঢালে ৷ আমেরিকার স্থানীয় সময় 20 ফেব্রুয়ারি মায়ামিতে ভাষণ দিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "ভারতে ভোটের জন্য 21 মিলিয়ন ডলার আমরা কেন খরচ করব ? আমার মনে হয় তারা চাইছিল, অন্য কেউ জিতুক ৷ এই বিষয়টি আমরা ভারত সরকারকে জানাব ৷" এই মন্তব্যের পর বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছে ৷
এই পরিস্থিতিতে এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমেরিকার নির্দিষ্ট কয়েকটি কাজকর্ম এবং অনুদান নিয়ে আমেরিকার প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে ৷ আমরা সেই তথ্যগুলি দেখেছি ৷ এগুলি গভীরভাবে উদ্বেগজনক ৷" তিনি এই ঘটনা প্রসঙ্গে আরও বলেন, "দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে অন্য দেশ ৷ এটা দুশ্চিন্তার ৷ সংশ্লিষ্ট দফতর এবং এজেন্সিগুলি এই বিষয়টি খতিয়ে দেখছে ৷ এই ব্যাপারে জনসমক্ষে কোনও মন্তব্য করার সময় এখনও আসেনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাটি পর্যালোচনা করে দেখছে ৷ আশা করি, তারা আমাদের আপডেট দিতে পারবে ৷ তখন আমরা আপনাদের জানাব ৷"