ETV Bharat / bharat

'ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে অন্য দেশ', স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের - 21 MILLION DOLLAR VOTER TURNOUT

ভারতের ভোটে 21 মিলিয়ন ডলার অনুদান নিয়ে একাধিক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ এবার এই বিষয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক ৷

MEA Spokesperson Randhir Jaiswal
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By PTI

Published : Feb 21, 2025, 8:55 PM IST

Updated : Feb 21, 2025, 10:40 PM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: দেশের অভ্যন্তরীয় বিষয়ে নাক গলানো হচ্ছে ৷ ভারতে লোকসভা ভোটের জন্য 21 মিলিয়ন ডলার অনুদান বন্ধ করা এবং তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একের পর এক মন্তব্যে রাজনীতি রীতিমতো উত্তপ্ত ৷ এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ উদ্বেগের ৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 16 ফেব্রুয়ারি ডিওজিই-র তরফে ঘোষণা করা হয়, আমেরিকার নাগরিকের করের টাকায় ভারতে ভোট পরিচালনার জন্য 21 মিলিয়ন ডলার আর্থিক সাহায্য় দিয়েছে পূর্বতন বাইডেন প্রশাসন ৷ এবার প্রশাসনের খরচ বাঁচাতে এই অনুদান বন্ধ করছে আমেরিকা ৷ এর আগে 13-14 ফেব্রুয়ারি মার্কিন সফরে গিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর ট্রাম্প প্রশাসন ভারতে ভোটের অনুদান বন্ধ করার কথা ঘোষণা করে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বিজেপি বনাম কংগ্রেস বাগযুদ্ধ শুরু হয়ে যায় ৷ এর মধ্যে এই 21 মিলিয়ন ডলার অনুদান বন্ধ নিয়ে ট্রাম্পের একাধিক মন্তব্য যেন সেই বিতর্কে ঘি ঢালে ৷ আমেরিকার স্থানীয় সময় 20 ফেব্রুয়ারি মায়ামিতে ভাষণ দিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "ভারতে ভোটের জন্য 21 মিলিয়ন ডলার আমরা কেন খরচ করব ? আমার মনে হয় তারা চাইছিল, অন্য কেউ জিতুক ৷ এই বিষয়টি আমরা ভারত সরকারকে জানাব ৷" এই মন্তব্যের পর বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছে ৷

এই পরিস্থিতিতে এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমেরিকার নির্দিষ্ট কয়েকটি কাজকর্ম এবং অনুদান নিয়ে আমেরিকার প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে ৷ আমরা সেই তথ্যগুলি দেখেছি ৷ এগুলি গভীরভাবে উদ্বেগজনক ৷" তিনি এই ঘটনা প্রসঙ্গে আরও বলেন, "দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে অন্য দেশ ৷ এটা দুশ্চিন্তার ৷ সংশ্লিষ্ট দফতর এবং এজেন্সিগুলি এই বিষয়টি খতিয়ে দেখছে ৷ এই ব্যাপারে জনসমক্ষে কোনও মন্তব্য করার সময় এখনও আসেনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাটি পর্যালোচনা করে দেখছে ৷ আশা করি, তারা আমাদের আপডেট দিতে পারবে ৷ তখন আমরা আপনাদের জানাব ৷"

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: দেশের অভ্যন্তরীয় বিষয়ে নাক গলানো হচ্ছে ৷ ভারতে লোকসভা ভোটের জন্য 21 মিলিয়ন ডলার অনুদান বন্ধ করা এবং তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একের পর এক মন্তব্যে রাজনীতি রীতিমতো উত্তপ্ত ৷ এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ উদ্বেগের ৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 16 ফেব্রুয়ারি ডিওজিই-র তরফে ঘোষণা করা হয়, আমেরিকার নাগরিকের করের টাকায় ভারতে ভোট পরিচালনার জন্য 21 মিলিয়ন ডলার আর্থিক সাহায্য় দিয়েছে পূর্বতন বাইডেন প্রশাসন ৷ এবার প্রশাসনের খরচ বাঁচাতে এই অনুদান বন্ধ করছে আমেরিকা ৷ এর আগে 13-14 ফেব্রুয়ারি মার্কিন সফরে গিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর ট্রাম্প প্রশাসন ভারতে ভোটের অনুদান বন্ধ করার কথা ঘোষণা করে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বিজেপি বনাম কংগ্রেস বাগযুদ্ধ শুরু হয়ে যায় ৷ এর মধ্যে এই 21 মিলিয়ন ডলার অনুদান বন্ধ নিয়ে ট্রাম্পের একাধিক মন্তব্য যেন সেই বিতর্কে ঘি ঢালে ৷ আমেরিকার স্থানীয় সময় 20 ফেব্রুয়ারি মায়ামিতে ভাষণ দিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "ভারতে ভোটের জন্য 21 মিলিয়ন ডলার আমরা কেন খরচ করব ? আমার মনে হয় তারা চাইছিল, অন্য কেউ জিতুক ৷ এই বিষয়টি আমরা ভারত সরকারকে জানাব ৷" এই মন্তব্যের পর বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছে ৷

এই পরিস্থিতিতে এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমেরিকার নির্দিষ্ট কয়েকটি কাজকর্ম এবং অনুদান নিয়ে আমেরিকার প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে ৷ আমরা সেই তথ্যগুলি দেখেছি ৷ এগুলি গভীরভাবে উদ্বেগজনক ৷" তিনি এই ঘটনা প্রসঙ্গে আরও বলেন, "দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে অন্য দেশ ৷ এটা দুশ্চিন্তার ৷ সংশ্লিষ্ট দফতর এবং এজেন্সিগুলি এই বিষয়টি খতিয়ে দেখছে ৷ এই ব্যাপারে জনসমক্ষে কোনও মন্তব্য করার সময় এখনও আসেনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাটি পর্যালোচনা করে দেখছে ৷ আশা করি, তারা আমাদের আপডেট দিতে পারবে ৷ তখন আমরা আপনাদের জানাব ৷"

Last Updated : Feb 21, 2025, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.