ETV Bharat / sports

15-20 বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতই কর্তৃত্ব করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতরাই ফেভারিট, মত সৌরভের - SOURAV ON INDIA PAKISTAN MATCH

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ শামিকে নিয়ে প্রশংসা করলেন তিনি ৷

SOURAV GANGULY
সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 21, 2025, 8:54 PM IST

Updated : Feb 21, 2025, 9:52 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান ৷ সেই ম্যাচে ভারতকেই ফেবারিট হিসেবে বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে জানালেন যে গত দেড় দু’দশক ধরে ভারতই পাকিস্তানের উপর কর্তৃত্ব করছে ৷ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল পাকিস্তানের থেকেও শক্তিশালী ৷ আর সেই কারণেই তিনি মনে করেন যে পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো বেশ কঠিনই হবে ৷

শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ অনুষ্ঠানটি যদিও ছিল বাণিজ্যিক জগত নিয়ে৷ কিন্তু সৌরভ উপস্থিত, আর সেখানে ক্রিকেটের কথা হবে না, তা কি হয় ! ফলে ক্রিকেট সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় মহারাজকে ৷ যার মধ্যে অবশ্যই ছিল ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ ৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতরাই ফেভারিট, মত সৌরভের (ইটিভি ভারত)

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পাকিস্তানকে সম্মান দিয়েই বলছি যে শেষ 15-20 বছরে খেলা একেবারে একপেশে হয়ে গিয়েছে ৷ ভারত এখন অনেক শক্তিশালী দল ৷ এই দলটাও অনেক শক্তিশালী ৷ ভারতকে হারাতে হলে পাকিস্তানকে অনেক ভালো খেলতে হবে ৷ এটাকে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ হিসেবে দেখছি না ৷ আমি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অন্যতম দাবিদার হিসেবে দেখছি ৷’’

পাকিস্তান ম্যাচে ভারতীয় দল

সৌরভকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের ম্যাচে কি আর্শদীপ সিংয়ের খেলা উচিত ? উত্তরে সৌরভ বলেন, ‘‘আমার মনে হয় না৷ দুবাইতে যা উইকেট, ভারতের স্পিনার প্রয়োজন পড়বে ৷ জাদেজা, অক্ষর, কুলদীপ আছে ৷ আমার মনে ভারত এদের নিয়েই খেলবে ৷ আর পরিবর্তনের প্রয়োজন নেই বলেই মনে হয় ৷ হর্ষিত রানাও ভালো খেলছে ৷ মহম্মদ শামি তো সেরা ৷ হার্দিক পান্ডিয়াও আছে ৷ তিনজন স্পিনার ৷ পাকিস্তান স্পিন ভালো খেলে না ৷ ব্রেসওয়েল আগেরদিন যেভাবে ফ্ল্যাট পিচে বল করল ৷ দুবাইয়ের পিচে টার্ন বেশি হবে বলেই মনে হয় ৷ আমার মনে হয় ভারত এই টিম নিয়েই খেলবে ৷’’

মহম্মদ শামি

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় বোলিং বিভাগের অন্যতম তারকা জশপ্রীত বুমরা নেই ৷ তবে আছেন মহম্মদ শামি ৷ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ সেই নিয়ে সৌরভের বক্তব্য, ‘‘মাসখানেক আগেই বলেছিলাম যে বুমরার শামিকে প্রয়োজন ৷ আর শামির প্রয়োজন বুমরাকে ৷ দুর্ভাগ্যজনকভাবে বুমরা এই প্রতিযোগিতায় খেলার জন্য সুস্থ নয় ৷’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ওর (শামি) পাঁচ উইকেট নেওয়া দেখে আমি অবাক হইনি ৷ পুরো প্রতিযোগিতায় ও-ই বোলিং বিভাগকে নেতৃত্ব দেবে ৷ বুমরা অবশ্যই এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার ৷ শামি কিন্তু তাঁর থেকে খুব একটা পিছিয়ে নেই ৷ আমি শুধু চাই ও পুরো প্রতিযোগিতায় সুস্থ থাকুক ৷ বুমরা যেমন শামিকে ছাড়া বোলিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন ৷ শামিকেও সেটাই করতে হবে ৷’’

বিরাট কোহলি

ভালো ফর্মে নেই বিরাট কোহলি ৷ কিন্তু সৌরভ বলছেন, ‘‘বিরাট কোহলি যে মাপের খেলোয়াড়, যত রান ও ভারতের হয়ে করেছে, আমি নিশ্চিত ও সমস্যার সমাধান খুঁজে বের করবে ৷ 80টা আন্তর্জাতিক সেঞ্চুরি ৷ লেগ স্পিনের বিরুদ্ধেও রান করেছে ৷ এক দু’দিন হয়তো আউট হয়েছে৷ তাঁকেই এর সমাধান খুঁজতে হবে ৷’’

ঋষভ পন্থ-কেএল রাহুল

ঋষভ পন্থ থাকতেও কেএল রাহুল উইকেট কিপিং করছেন ৷ সেই নিয়ে সৌরভের বক্তব্য, ‘‘ভারত খুবই শক্তিশালী দল ৷ বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে ৷ ফলে এই দলে যে কেউ এবং প্রত্যেকেই খেলতে পারে ৷ ঋষভ পন্থ খুব ভালো ৷ কেএল রাহুলও খুব ভালো ৷ একদিনের ক্রিকেটে কেএল রাহুলের পরিসংখ্যান দুর্দান্ত ৷ আমার মনে হয় সেই কারণেই গৌতম গম্ভীর কেএল রাহুলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ দু’জনেই যেহেতু অসাধারণ, তাই একজনকে বেছে নেওয়া খুব কঠিন ৷’’

চ্যাম্পিয়ন্স ট্রফি

নিউজিল্যান্ড ইতিমধ্যে পাকিস্তানকে হারিয়েছে ৷ তাই ভারত যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে এ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ডই সেমিফাইনালে যাবে বলে মনে করছেন সৌরভ ৷ বি গ্রুপে চোট আঘাত জর্জরিত অস্ট্রেলিয়াকে নিয়ে তিনি উদ্বিগ্ন ৷ তবে যেহেতু দলটার নাম অস্ট্রেলিয়া, তাই তিনি একেবারে বাদের খাতায় ফেলতে চান না স্মিথদের ৷ তাছাড়া ওই গ্রুপের দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তাকেও শক্তিধর বলেই সৌরভ মনে করেন ৷ যদিও তিনি সামান্য হলেও এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে ৷

সৌরভের ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতি

সৌরভ তাঁর ক্রিকেট কেরিয়ারে বহুবার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন ৷ সেই কারণে ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত তাঁর স্মৃতিও অনেক ৷ সেই নিয়ে এদিন তিনি বলেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি ৷ আমার পুরো জীবনেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছি ৷ 1996 সালে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল, যেখানে আমি সেঞ্চুরি করেছিলাম, পাকিস্তানকে হারিয়েছিলাম, সেখান থেকে পাঁচ বছর কানাডায় গিয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি ৷ সেখানে বলও করেছি, ব্যাটও করেছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলাম ৷ 2004 সালে পাকিস্তানে অধিনায়ক হিসেবে আমার প্রথম সিরিজ ৷ সেখানে ভারত টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল, ইতিহাসে প্রথমবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল ভারত ৷ অনেক ভালো স্মৃতি আছে ৷ আমি জাভেদ মিয়াঁদাদকে ছয় মারতে দেখেছি ৷ এর পর ভারত প্রতিটি ফরম্যাটে পাকিস্তানকে হারাতে কীভাবে নিজেদের বদল করেছে, সেটাও আমি দেখেছি ৷ টেস্টে আমার সর্বোচ্চ রান 239 পাকিস্তানের বিরুদ্ধে ৷’’

সৌরভ আরও বলেন, ‘‘পাকিস্তানে আমি তিনবার খেলতে গিয়েছি ৷ 1997 সালে ইন্ডিপেন্ডেন্স কাপে, 2004 সালে অধিনায়ক হিসেবে এবং 2007 সালে আবার যাই ৷ পাকিস্তানের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি ৷ পাকিস্তানের অনেক খেলা দেখেছি ৷ আগে অনেক ভালো ম্যাচ ৷’’

দুর্ঘটনা নিয়ে সৌরভ

বৃহস্পতিবার বাংলার মহারাজ একটি পথ দুর্ঘটনার সম্মুখীন হন । সেই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, "খুব ছোটই দুর্ঘটনা ছিল । কিছুই হয়নি আমার । সুস্থ আছি । সকালে সংবাদমাধ্যমে এত খবর দেখে চমকে গিয়েছি ।"

শিল্প নিয়ে সৌরভ

তিনি যে কারখানা তৈরি করতে চলেছেন, তা নিয়ে সৌরভ জানান, কারখানা তৈরি করা দু-একমাসের কাজ নয় ৷ অনেক পদ্ধতি আছে ৷ কাজ চলছে ৷ 18-20 মাসের মধ্যে কাজ শুরু হবে ৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান ৷ সেই ম্যাচে ভারতকেই ফেবারিট হিসেবে বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে জানালেন যে গত দেড় দু’দশক ধরে ভারতই পাকিস্তানের উপর কর্তৃত্ব করছে ৷ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল পাকিস্তানের থেকেও শক্তিশালী ৷ আর সেই কারণেই তিনি মনে করেন যে পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো বেশ কঠিনই হবে ৷

শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ অনুষ্ঠানটি যদিও ছিল বাণিজ্যিক জগত নিয়ে৷ কিন্তু সৌরভ উপস্থিত, আর সেখানে ক্রিকেটের কথা হবে না, তা কি হয় ! ফলে ক্রিকেট সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় মহারাজকে ৷ যার মধ্যে অবশ্যই ছিল ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ ৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতরাই ফেভারিট, মত সৌরভের (ইটিভি ভারত)

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পাকিস্তানকে সম্মান দিয়েই বলছি যে শেষ 15-20 বছরে খেলা একেবারে একপেশে হয়ে গিয়েছে ৷ ভারত এখন অনেক শক্তিশালী দল ৷ এই দলটাও অনেক শক্তিশালী ৷ ভারতকে হারাতে হলে পাকিস্তানকে অনেক ভালো খেলতে হবে ৷ এটাকে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ হিসেবে দেখছি না ৷ আমি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অন্যতম দাবিদার হিসেবে দেখছি ৷’’

পাকিস্তান ম্যাচে ভারতীয় দল

সৌরভকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের ম্যাচে কি আর্শদীপ সিংয়ের খেলা উচিত ? উত্তরে সৌরভ বলেন, ‘‘আমার মনে হয় না৷ দুবাইতে যা উইকেট, ভারতের স্পিনার প্রয়োজন পড়বে ৷ জাদেজা, অক্ষর, কুলদীপ আছে ৷ আমার মনে ভারত এদের নিয়েই খেলবে ৷ আর পরিবর্তনের প্রয়োজন নেই বলেই মনে হয় ৷ হর্ষিত রানাও ভালো খেলছে ৷ মহম্মদ শামি তো সেরা ৷ হার্দিক পান্ডিয়াও আছে ৷ তিনজন স্পিনার ৷ পাকিস্তান স্পিন ভালো খেলে না ৷ ব্রেসওয়েল আগেরদিন যেভাবে ফ্ল্যাট পিচে বল করল ৷ দুবাইয়ের পিচে টার্ন বেশি হবে বলেই মনে হয় ৷ আমার মনে হয় ভারত এই টিম নিয়েই খেলবে ৷’’

মহম্মদ শামি

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় বোলিং বিভাগের অন্যতম তারকা জশপ্রীত বুমরা নেই ৷ তবে আছেন মহম্মদ শামি ৷ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ সেই নিয়ে সৌরভের বক্তব্য, ‘‘মাসখানেক আগেই বলেছিলাম যে বুমরার শামিকে প্রয়োজন ৷ আর শামির প্রয়োজন বুমরাকে ৷ দুর্ভাগ্যজনকভাবে বুমরা এই প্রতিযোগিতায় খেলার জন্য সুস্থ নয় ৷’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ওর (শামি) পাঁচ উইকেট নেওয়া দেখে আমি অবাক হইনি ৷ পুরো প্রতিযোগিতায় ও-ই বোলিং বিভাগকে নেতৃত্ব দেবে ৷ বুমরা অবশ্যই এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার ৷ শামি কিন্তু তাঁর থেকে খুব একটা পিছিয়ে নেই ৷ আমি শুধু চাই ও পুরো প্রতিযোগিতায় সুস্থ থাকুক ৷ বুমরা যেমন শামিকে ছাড়া বোলিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন ৷ শামিকেও সেটাই করতে হবে ৷’’

বিরাট কোহলি

ভালো ফর্মে নেই বিরাট কোহলি ৷ কিন্তু সৌরভ বলছেন, ‘‘বিরাট কোহলি যে মাপের খেলোয়াড়, যত রান ও ভারতের হয়ে করেছে, আমি নিশ্চিত ও সমস্যার সমাধান খুঁজে বের করবে ৷ 80টা আন্তর্জাতিক সেঞ্চুরি ৷ লেগ স্পিনের বিরুদ্ধেও রান করেছে ৷ এক দু’দিন হয়তো আউট হয়েছে৷ তাঁকেই এর সমাধান খুঁজতে হবে ৷’’

ঋষভ পন্থ-কেএল রাহুল

ঋষভ পন্থ থাকতেও কেএল রাহুল উইকেট কিপিং করছেন ৷ সেই নিয়ে সৌরভের বক্তব্য, ‘‘ভারত খুবই শক্তিশালী দল ৷ বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে ৷ ফলে এই দলে যে কেউ এবং প্রত্যেকেই খেলতে পারে ৷ ঋষভ পন্থ খুব ভালো ৷ কেএল রাহুলও খুব ভালো ৷ একদিনের ক্রিকেটে কেএল রাহুলের পরিসংখ্যান দুর্দান্ত ৷ আমার মনে হয় সেই কারণেই গৌতম গম্ভীর কেএল রাহুলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ দু’জনেই যেহেতু অসাধারণ, তাই একজনকে বেছে নেওয়া খুব কঠিন ৷’’

চ্যাম্পিয়ন্স ট্রফি

নিউজিল্যান্ড ইতিমধ্যে পাকিস্তানকে হারিয়েছে ৷ তাই ভারত যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে এ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ডই সেমিফাইনালে যাবে বলে মনে করছেন সৌরভ ৷ বি গ্রুপে চোট আঘাত জর্জরিত অস্ট্রেলিয়াকে নিয়ে তিনি উদ্বিগ্ন ৷ তবে যেহেতু দলটার নাম অস্ট্রেলিয়া, তাই তিনি একেবারে বাদের খাতায় ফেলতে চান না স্মিথদের ৷ তাছাড়া ওই গ্রুপের দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তাকেও শক্তিধর বলেই সৌরভ মনে করেন ৷ যদিও তিনি সামান্য হলেও এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে ৷

সৌরভের ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতি

সৌরভ তাঁর ক্রিকেট কেরিয়ারে বহুবার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন ৷ সেই কারণে ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত তাঁর স্মৃতিও অনেক ৷ সেই নিয়ে এদিন তিনি বলেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি ৷ আমার পুরো জীবনেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছি ৷ 1996 সালে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল, যেখানে আমি সেঞ্চুরি করেছিলাম, পাকিস্তানকে হারিয়েছিলাম, সেখান থেকে পাঁচ বছর কানাডায় গিয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি ৷ সেখানে বলও করেছি, ব্যাটও করেছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলাম ৷ 2004 সালে পাকিস্তানে অধিনায়ক হিসেবে আমার প্রথম সিরিজ ৷ সেখানে ভারত টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল, ইতিহাসে প্রথমবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল ভারত ৷ অনেক ভালো স্মৃতি আছে ৷ আমি জাভেদ মিয়াঁদাদকে ছয় মারতে দেখেছি ৷ এর পর ভারত প্রতিটি ফরম্যাটে পাকিস্তানকে হারাতে কীভাবে নিজেদের বদল করেছে, সেটাও আমি দেখেছি ৷ টেস্টে আমার সর্বোচ্চ রান 239 পাকিস্তানের বিরুদ্ধে ৷’’

সৌরভ আরও বলেন, ‘‘পাকিস্তানে আমি তিনবার খেলতে গিয়েছি ৷ 1997 সালে ইন্ডিপেন্ডেন্স কাপে, 2004 সালে অধিনায়ক হিসেবে এবং 2007 সালে আবার যাই ৷ পাকিস্তানের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি ৷ পাকিস্তানের অনেক খেলা দেখেছি ৷ আগে অনেক ভালো ম্যাচ ৷’’

দুর্ঘটনা নিয়ে সৌরভ

বৃহস্পতিবার বাংলার মহারাজ একটি পথ দুর্ঘটনার সম্মুখীন হন । সেই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, "খুব ছোটই দুর্ঘটনা ছিল । কিছুই হয়নি আমার । সুস্থ আছি । সকালে সংবাদমাধ্যমে এত খবর দেখে চমকে গিয়েছি ।"

শিল্প নিয়ে সৌরভ

তিনি যে কারখানা তৈরি করতে চলেছেন, তা নিয়ে সৌরভ জানান, কারখানা তৈরি করা দু-একমাসের কাজ নয় ৷ অনেক পদ্ধতি আছে ৷ কাজ চলছে ৷ 18-20 মাসের মধ্যে কাজ শুরু হবে ৷

Last Updated : Feb 21, 2025, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.