চন্দ্রকোনায় দাপিয়ে বেড়াল 60টি হাতির পাল, ফসলের ক্ষতির আশঙ্কা চাষিদের - ELEPHANT TERROR IN CHANDRAKONA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 4:12 PM IST

একসঙ্গে প্রায় 60টি হাতির পাল শনিবার দিনভর দাপিয়ে বেড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় । রাতে হাতির পালকে অন্যত্র নিয়ে যেতে হিমশিম খেতে হল বন দফতরকে । কারণ, এই হাতির পাল মাঠের ফসল ছেড়ে কিছুতেই যেতে চায়নি । আর তার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষিরা । 

আলুর বীজ পড়ে রয়েছে মাঠে ৷ পড়ে রয়েছে বেশ কিছু ধান । অসময়ের বৃষ্টি এসে এই আলুর সঙ্গে ধানের যেমন ক্ষতি করেছে, ঠিক এবার হাতির পাল এসে ক্ষতি করল চাষিদের । হাতির একটি বড় দল আড়াবাড়ি জঙ্গল থেকে গড়বেতার আঁধারনয়ন বিট হয়ে শুক্রবার মধ্যরাতে প্রবেশ করে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে । 

শনিবার দুপুরের পর চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলে থাকা হাতির পালটি দাপিয়ে বেড়ায় আশপাশের এলাকায় । সন্ধ্যা নামতেই হাতির পাল একাধিক দলে ভাগ হয়ে দাপিয়ে বেড়ায় ধামকুড়িয়া বিটের পানশিউলি, ধামকুড়িয়া, গোপীনাথপুর, রাজবাঁধ, আমশোল, 3 নম্বর কলোনি এলাকায় মাঠে ৷ রাতে মাঠ থেকে আধকাটা-রসকুন্ডু রাজ্যসড়ক পাড় করে পাশের চন্দ্রকোনার কামারখালী জঙ্গলে প্রবেশ করে হাতির দল । সেখান থেকে রাতেই হাতির পালটি দাপিয়ে বেড়ায় চন্দ্রকোনার যাদবনগর ও ভগবন্তপুর লাগোয়া মাঠে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.