কলকাতা, 19 ডিসেম্বর: পঞ্জাব মেল বেলাইন করে ফিরেছে পুরনো আত্মবিশ্বাস ৷ ডাগআউটে সুযোগের অপেক্ষায় থাকা ফুটবলাররাই আগুন জ্বেলেছেন। তবে অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গলের আক্রমণে তেজ বাড়াতে দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের প্রত্যাবর্তন যে জরুরি, সকলেই তা জানেন ৷ পঞ্জাবের বিরুদ্ধে কিছুক্ষণ খেলার অবস্থায় থাকলেও গ্রিক স্ট্রাইকারকে মাঠে নামানোর সাহস দেখাননি কোচ ৷ তবে শনিবার জামশেদপুর এফসি'র বিরুদ্ধে মাঠে নামছেন গতবার আইএসএলের সর্বাধিক গোলস্কোরার ৷ বৃহস্পতিবার অনুশীলন করলেন তিনি ৷
খালিদ জামিলের দলের বিরুদ্ধে ম্য়াচ সহজ নয় মোটেই ৷ লিগ টেবিলে ভালো অবস্থানে জামশেদপুর ৷ তবে ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে নামার আগে চনমনে ইস্টবেঙ্গলও। বৃহস্পতিবার জামশেদপুর ম্য়াচের অনুশীলন শুরু করলেন ব্রুজোঁ ৷ এদিন শুরুতে ফিজিয়োর কাছে রিহ্যাব সেরে পরবর্তীতে দলের সঙ্গে অনুশীলন সারলেন দিয়ামান্তাকোস। যা নিঃসন্দেহে ব্রুজোঁর চিন্তা কমাবে। এদিকে পঞ্জাব ম্যাচে ভরসা দিলেও হেক্টর ইউস্তে বৃহস্পতিবার বল নিয়ে অনুশীলন করেননি। সাইডলাইনে তিনিও ব্যস্ত ছিলেন ফিজিয়োর কাছে। পঞ্জাব ম্যাচের একাদশ হালকা অনুশীলন করলেও বাকিদের পুরো অনুশীলন করান কোচ।
তোমার আমার 𝗖𝗮𝗽𝗶 ❤️💛#JoyEastBengal #ISL #EBFCPFC #CleitonSilva pic.twitter.com/1HEjiJWXQ7
— East Bengal FC (@eastbengal_fc) December 18, 2024
গ্রিক স্ট্রাইকার অনুশীলন করলেও অনুপস্থিত নাওরেম মহেশ সিং। পঞ্জাব ম্য়াচের প্রথমার্ধে মাথার পিছনে চোট পাওয়ায় কনকাশনের জেরে তাঁকে পরিবর্ত করেন কোচ। তবে তাঁর চোট গুরুতর নয় ৷ শুক্রবার দলের অনুশীলনে যোগ দেবেন তিনি। অনুশীলনের পর ব্রুজোঁ যেমন এদিন মাঠেই বৈঠক সারেন, তেমনই বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের অনুশীলনে ছিলেন লগ্নিকারী সংস্থার কর্তা বিভাস আগরওয়াল এবং ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। দু'জনেই কোচের সঙ্গে কথা বলেন।
মাদিহ তালাল বাকি মরশুমের জন্য ছিটকে যাওয়ায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডো নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। স্বাভাবিকভাবেই বাকি মরশুমের জন্য জানুয়ারিতে তালালের পরিবর্ত ফুটবলার নেওয়ার কথা ইস্টবেঙ্গলে। ফলে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কোচের সঙ্গে আলোচনা সত্ত্বেও এই বিষয়ে কোনও ইঙ্গিত দিতে রাজি নন লাল-হলুদ কর্তারা।