ETV Bharat / state

বাঘাযতীন কাণ্ড, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনতে চান ফিরহাদ - BAGHAJATIN BUILDING COLLAPSE

মাথার উপর যাঁদের ছাদ নেই তাঁরা এই প্রকল্পে বাড়ি পেয়ে থাকেন। তাহলে ফ্ল্যাটের মালিকদের কোন যুক্তিতে বাড়ি দেওয়া হবে ? তা নিয়েই উঠছে প্রশ্ন।

BAGHAJATIN BUILDING COLLAPSE
বাঘাযতীন হেলে পড়া বাড়ির বাসিন্দাদের দেওয়া হবে বাংলার বাড়ি, পরিকল্পনা কলকাতা কর্পোরেশনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 10:16 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: শীত পড়তেই শহরের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লেলিহান শিখার গ্রাসে ছাই হয়েছে ঝুপড়ি থেকে শুরু করে বস্তি । প্রতিটি ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন, সর্বস্বান্ত পরিবারগুলোকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে । বাড়ি দেওয়া হবে। এবার বাঘাযতীন বহুতল বিপর্যয়ের শিকার 8টি ফ্ল্যাটের বাসিন্দাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কলকাতা কর্পোরেশন, এমনটাই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ৷

বাঘাযতীন কাণ্ডে অসহায় পরিস্থিতি মুখে 8টি ফ্ল্যাটের বাসিন্দারা। বলতে গেলে প্রায় নতুন ফ্ল্যাট। সারা জীবনের সঞ্চয় দিয়ে এক চিলতে মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করেছিলেন। তবে প্রোমোটার ও লিফটিং সংস্থার কর্মকাণ্ডে সেই স্বপ্নের অপমৃত্যু হয়েছে। চোখের সামনে হেলে যাওয়া বাড়ির প্রতিটি ইট ভাঙছে কলকাতা কর্পোরেশনের ডেমোলিশন স্কোয়াড। সেই কষ্ট চেপেই তাদের এখন অস্থায়ীভাবে অন্য জায়গায় থাকতে হচ্ছে।

গ্রেফতার হয়েছে প্রোমোটার। তবে এই ফ্ল্যাটের বাসিন্দাদের কী হবে সেটাই এখন মূল প্রশ্ন। আইন মেনে কীভাবে কী হবে সেটা ভবিষ্যত বলবে। তবে মানবিক কলকাতা কর্পোরেশন। গৃহহীন বা মাথার উপর পাকা ছাদ নেই এমন পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে পাকা বাড়ি দেয় কর্পোরেশন। তবে বাঘা যতীনের বিপর্যয় ব্যতিক্রমী। তাই নির্দিষ্টভাবে এই ঘটনায় ভুক্তভোগীদের বাংলার বাড়ি প্রকল্প ফ্ল্যাট দেওয়া যায় কি না, সেটাই আইনি দিক খতিয়ে দেখছে কর্পোরেশনের আইন বিভাগ। এক আধিকারিক জানান, এটা ব্যতিক্রম। প্রয়োজনে আদালতের কাছে বা রাজ্যের কাছে পরামর্শ চাওয়া হতে পারে। তাদের নির্দেশ অনুসারেই এগোনো হবে।

এবিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি তো আইন পরিবর্তন করতে পারি না। সত্যিই ওঁরা ক্ষতিগ্রস্ত। পুলিশ এটা সহানুভূতির সঙ্গে দেখবে। ফ্ল্যাট মালিকদের অজান্তে অন্যায় হয়েছে। প্রোমোটার জেনে শুনে অন্যায় করেছে। তাই প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। আইনে এদের জন্য নিশ্চয়ই ছাড় দেওয়া আছে। ওঁদের পুনর্বাসনের জন্য কথা বলেছি। পুরনিগম থেকে কিছু করা যায় কি না সেটা দেখছি। ওই বাড়িটার মধ্যে তাঁদের অংশ বিশেষে মালিকানা রয়েছে। ওদের একটা অস্থায়ী বাসস্থান করে দেওয়া হবে। ওরা সবাই মিলে রাজি হলে বাংলার বাড়ি করে দেওয়া যেতে পারে। আইনগত বাধা আছে কি না দেখে নিয়ে সেখানে বাংলার বাড়ির প্রজেক্ট নেওয়া যেতে পারে সবার সম্মতি নিয়ে।"

কলকাতা, 19 জানুয়ারি: শীত পড়তেই শহরের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লেলিহান শিখার গ্রাসে ছাই হয়েছে ঝুপড়ি থেকে শুরু করে বস্তি । প্রতিটি ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন, সর্বস্বান্ত পরিবারগুলোকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে । বাড়ি দেওয়া হবে। এবার বাঘাযতীন বহুতল বিপর্যয়ের শিকার 8টি ফ্ল্যাটের বাসিন্দাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কলকাতা কর্পোরেশন, এমনটাই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ৷

বাঘাযতীন কাণ্ডে অসহায় পরিস্থিতি মুখে 8টি ফ্ল্যাটের বাসিন্দারা। বলতে গেলে প্রায় নতুন ফ্ল্যাট। সারা জীবনের সঞ্চয় দিয়ে এক চিলতে মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করেছিলেন। তবে প্রোমোটার ও লিফটিং সংস্থার কর্মকাণ্ডে সেই স্বপ্নের অপমৃত্যু হয়েছে। চোখের সামনে হেলে যাওয়া বাড়ির প্রতিটি ইট ভাঙছে কলকাতা কর্পোরেশনের ডেমোলিশন স্কোয়াড। সেই কষ্ট চেপেই তাদের এখন অস্থায়ীভাবে অন্য জায়গায় থাকতে হচ্ছে।

গ্রেফতার হয়েছে প্রোমোটার। তবে এই ফ্ল্যাটের বাসিন্দাদের কী হবে সেটাই এখন মূল প্রশ্ন। আইন মেনে কীভাবে কী হবে সেটা ভবিষ্যত বলবে। তবে মানবিক কলকাতা কর্পোরেশন। গৃহহীন বা মাথার উপর পাকা ছাদ নেই এমন পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে পাকা বাড়ি দেয় কর্পোরেশন। তবে বাঘা যতীনের বিপর্যয় ব্যতিক্রমী। তাই নির্দিষ্টভাবে এই ঘটনায় ভুক্তভোগীদের বাংলার বাড়ি প্রকল্প ফ্ল্যাট দেওয়া যায় কি না, সেটাই আইনি দিক খতিয়ে দেখছে কর্পোরেশনের আইন বিভাগ। এক আধিকারিক জানান, এটা ব্যতিক্রম। প্রয়োজনে আদালতের কাছে বা রাজ্যের কাছে পরামর্শ চাওয়া হতে পারে। তাদের নির্দেশ অনুসারেই এগোনো হবে।

এবিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি তো আইন পরিবর্তন করতে পারি না। সত্যিই ওঁরা ক্ষতিগ্রস্ত। পুলিশ এটা সহানুভূতির সঙ্গে দেখবে। ফ্ল্যাট মালিকদের অজান্তে অন্যায় হয়েছে। প্রোমোটার জেনে শুনে অন্যায় করেছে। তাই প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। আইনে এদের জন্য নিশ্চয়ই ছাড় দেওয়া আছে। ওঁদের পুনর্বাসনের জন্য কথা বলেছি। পুরনিগম থেকে কিছু করা যায় কি না সেটা দেখছি। ওই বাড়িটার মধ্যে তাঁদের অংশ বিশেষে মালিকানা রয়েছে। ওদের একটা অস্থায়ী বাসস্থান করে দেওয়া হবে। ওরা সবাই মিলে রাজি হলে বাংলার বাড়ি করে দেওয়া যেতে পারে। আইনগত বাধা আছে কি না দেখে নিয়ে সেখানে বাংলার বাড়ির প্রজেক্ট নেওয়া যেতে পারে সবার সম্মতি নিয়ে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.