ETV Bharat / state

কলকাতায় দিশাহীন, চোখে ধুলো দেওয়া পুর-বাজেট; তোপ বাম-বিজেপির - KMC BUDGET

কলকাতা পুরনিগমের বাজেটকে দিশাহীন বলে তোপ দাগল বাম ও বিজেপি ৷ তাদের অভিযোগ, এটা চোখে ধুলো দেওয়ার বাজেট ৷

ETV BHARAT
পুর-বাজেটকে কটাক্ষ বাম-বিজেপির (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 2:24 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: কলকাতা পুরনিগমের 2025-26 অর্থবর্ষে বাজেট সম্প্রতি পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । 114.72 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন তিনি । তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ । সেই বাজেট নিয়েই সমালোচনায় সরব বাম থেকে বিজেপি । বামফ্রন্ট কাউন্সিলর মধুছন্দা দেবের দাবি, এই বাজেট দিশাহীন । এদিকে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, এই বাজেট চোখে ধুলো দেওয়ার বাজেট ।

ঘাটতির অঙ্ক গতবার খানিকটা কমলেও এবার কিছুটা বেড়েছে । কয়েক বছরের বাজেটের অঙ্কে চোখ রাখলে দেখা যাবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন নেই । ঘাটতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও শাসক পক্ষ ঘাটতিকে আমল দিচ্ছে না । বরং তাদের দাবি, মানুষকে পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর । লাভ করাই একমাত্র উদ্দেশ্য নয় । তাই ঘাটতি হবেই ।

ETV BHARAT
কলকাতা পুরনিগম (নিজস্ব চিত্র)

বাজেট প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "নাগরিকদের স্বার্থ রক্ষা ও উন্নত পরিষেবা প্রদানই মূল লক্ষ্য । আয় বৃদ্ধি করে ব্যয়ের সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা চালানো হচ্ছে ।" বিভিন্ন ক্ষেত্রে বকেয়া মেটানোর ইঙ্গিত দিয়েছেন তিনি । পাশাপশি অহেতুক খরচে লাগাম দেওয়া থেকে অগ্রাধিকার ও প্রয়োজনীয়তার ভিত্তিতে খরচ করার পক্ষেও সওয়াল করেছেন । রাজ্যের ও কেন্দ্রের অনুদান সঠিক ভাবে ব্যবহার করার কথাও জানান মেয়র ।

এদিকে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, "এই বাজেট চোখে ধুলো দেওয়ার বাজেট । সংখ্যার খেলামাত্র । যিনি এই বাজেট পেশ করেছেন তিনি নিজেই বুঝিয়ে বলতে পারবেন না বাজেট । বেশ কয়েক বছর লক্ষ্য করলে বোঝা যাবে, সেই একই জায়গায় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের কোষাগারের হাল । গত বছরের তুলনায় এইবার যদি আরও একটু বেশি ঘাটতি হয়, তাহলে গত বছর যেমন কাজ করেছেন তেমনটাই করবেন, এটায় নতুনত্ব কিছু নেই । যে টাকা বরাদ্দ করা হচ্ছে, বাস্তবে খরচের ক্ষেত্রে সেই বরাদ্দের ধারে কাছে যেতে পারছে না । তাহলে বর্তমান বোর্ড সেই বরাদ্দ টাকা রোজগার করতে ব্যর্থ হচ্ছে ? নাকি টাকা থাকলেও খরচ করতে ব্যর্থ হচ্ছে ? উত্তর তো দিতে হবে মেয়রকে । বিরাট টাকার বরাদ্দ ঘোষণা করে মানুষের চোখে ধুলো দিচ্ছে । এটা সম্পূর্ণ একটা নাটক ।"

বামফ্রন্ট কাউন্সিলর তথা কলকাতা পুরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেব বলেন, "প্রতিবারের মতো এবারও দিশাহীন ঘাটতি বাজেট । মানুষের জন্য নতুন কিছু করতে ব্যর্থ এই বোর্ড । একটা বাজেট করতে হয় করে দিয়েছে । যেখানে কাজ করার দরকার, অর্থ বরাদ্দের প্রয়োজন, সেখানে বাস্তবে অর্থ বরাদ্দ হচ্ছে না ।"

তিনি উদাহরণ টানেন নিজের ওয়ার্ডে একটি অসমাপ্ত জল প্রকল্প নিয়ে । বলেন, "শহরজুড়ে বহু কাজ বাকি । সেই কাজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভাবে করতে হবে । সেটা এই বোর্ড পারছে না । এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এদিকে করে চালাচ্ছে । ঘাটতি কমেছে কোথায় ? এক জায়গায় ঘুরছে ।"

কলকাতা, 23 ফেব্রুয়ারি: কলকাতা পুরনিগমের 2025-26 অর্থবর্ষে বাজেট সম্প্রতি পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । 114.72 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন তিনি । তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ । সেই বাজেট নিয়েই সমালোচনায় সরব বাম থেকে বিজেপি । বামফ্রন্ট কাউন্সিলর মধুছন্দা দেবের দাবি, এই বাজেট দিশাহীন । এদিকে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, এই বাজেট চোখে ধুলো দেওয়ার বাজেট ।

ঘাটতির অঙ্ক গতবার খানিকটা কমলেও এবার কিছুটা বেড়েছে । কয়েক বছরের বাজেটের অঙ্কে চোখ রাখলে দেখা যাবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন নেই । ঘাটতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও শাসক পক্ষ ঘাটতিকে আমল দিচ্ছে না । বরং তাদের দাবি, মানুষকে পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর । লাভ করাই একমাত্র উদ্দেশ্য নয় । তাই ঘাটতি হবেই ।

ETV BHARAT
কলকাতা পুরনিগম (নিজস্ব চিত্র)

বাজেট প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "নাগরিকদের স্বার্থ রক্ষা ও উন্নত পরিষেবা প্রদানই মূল লক্ষ্য । আয় বৃদ্ধি করে ব্যয়ের সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা চালানো হচ্ছে ।" বিভিন্ন ক্ষেত্রে বকেয়া মেটানোর ইঙ্গিত দিয়েছেন তিনি । পাশাপশি অহেতুক খরচে লাগাম দেওয়া থেকে অগ্রাধিকার ও প্রয়োজনীয়তার ভিত্তিতে খরচ করার পক্ষেও সওয়াল করেছেন । রাজ্যের ও কেন্দ্রের অনুদান সঠিক ভাবে ব্যবহার করার কথাও জানান মেয়র ।

এদিকে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, "এই বাজেট চোখে ধুলো দেওয়ার বাজেট । সংখ্যার খেলামাত্র । যিনি এই বাজেট পেশ করেছেন তিনি নিজেই বুঝিয়ে বলতে পারবেন না বাজেট । বেশ কয়েক বছর লক্ষ্য করলে বোঝা যাবে, সেই একই জায়গায় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের কোষাগারের হাল । গত বছরের তুলনায় এইবার যদি আরও একটু বেশি ঘাটতি হয়, তাহলে গত বছর যেমন কাজ করেছেন তেমনটাই করবেন, এটায় নতুনত্ব কিছু নেই । যে টাকা বরাদ্দ করা হচ্ছে, বাস্তবে খরচের ক্ষেত্রে সেই বরাদ্দের ধারে কাছে যেতে পারছে না । তাহলে বর্তমান বোর্ড সেই বরাদ্দ টাকা রোজগার করতে ব্যর্থ হচ্ছে ? নাকি টাকা থাকলেও খরচ করতে ব্যর্থ হচ্ছে ? উত্তর তো দিতে হবে মেয়রকে । বিরাট টাকার বরাদ্দ ঘোষণা করে মানুষের চোখে ধুলো দিচ্ছে । এটা সম্পূর্ণ একটা নাটক ।"

বামফ্রন্ট কাউন্সিলর তথা কলকাতা পুরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেব বলেন, "প্রতিবারের মতো এবারও দিশাহীন ঘাটতি বাজেট । মানুষের জন্য নতুন কিছু করতে ব্যর্থ এই বোর্ড । একটা বাজেট করতে হয় করে দিয়েছে । যেখানে কাজ করার দরকার, অর্থ বরাদ্দের প্রয়োজন, সেখানে বাস্তবে অর্থ বরাদ্দ হচ্ছে না ।"

তিনি উদাহরণ টানেন নিজের ওয়ার্ডে একটি অসমাপ্ত জল প্রকল্প নিয়ে । বলেন, "শহরজুড়ে বহু কাজ বাকি । সেই কাজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভাবে করতে হবে । সেটা এই বোর্ড পারছে না । এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এদিকে করে চালাচ্ছে । ঘাটতি কমেছে কোথায় ? এক জায়গায় ঘুরছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.