ETV Bharat / sports

বল হাতে দুরন্ত কুলদীপ-হার্দিক, সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের চাই 242 - ICC CHAMPIONS TROPHY 2025

কুলদীপের উইকেট 3টি, হার্দিকের 2টি ৷ অক্ষরের আসাধারণ ফিল্ডিং ৷ প্রথম চারে জায়গা নিশ্চিত করতে ভারতের চাই 242 রান ৷

ICC CHAMPIONS TROPHY 2025
সেমি ফাইনাল নিশ্চিত করতে ভারতের চাই 242 (এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 23, 2025, 6:48 PM IST

দুবাই, 23 ফেব্রুয়ারি: পাকিস্তানকে আড়াইশোর মধ্যে বাঁধল রোহিত বাহিনী ৷ দুই বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে 241 রান তুলল পাকিস্তান ৷ আজ জিতলেই সেমি ফাইনালে জায়গা পাকা করে ফেলবে রোহিত অ্যান্ড কোং ৷ অন্যদিকে, পাকিস্তান আজ ভারতের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেবে ৷

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। শুরুটা ভালোই করেন ব্যাটাররা ৷ বাবর আজম এবং ইমাম উল হকের পার্টনারশিপ ভাঙে নবমতম ওভারে ৷ হার্দিকের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। 23 রান করে তিনি সাজঘরে ফিরে যান ৷ পাকিস্তানের সাউদ শাকিল এদিন সর্বোচ্চ 62 রান করেন ৷ 10 রান করে আউট হন ইমাম উল হক ৷ তৃতীয় উইকেট জুটিতে শাকিল ও রিজওয়ানের 104 রান পাকিস্তানকে দু'শো পেরোতে সাহায্য করে ৷

পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান এদিন 46 রান করেন ৷ তাঁকে ক্নিন বোল্ড করেন অক্ষর প্যাটেল ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। 43তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন কুলদীপ যাদব। 49.4 ওভারে পাকিস্তান 241 রানে অলআউট হয় ৷ অন্যদিকে, পাক ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠাতে বল হাতে কামাল করেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব ৷ অক্ষর প্যাটেল একটি উইকেট তো নেনই সেইসঙ্গে রানআউট করে দুই পাক ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠান ৷ হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন ৷ কিন্তু উইকেট পাননি শামি।

এদিকে, ব্যাট হাতে নামার আগেই পাক ম্য়াচে নজির গড়েন কোহলি ৷ নন-উইকেটকিপার হিসেবে ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক (157) ক্য়াচ নেওয়ার নজির গড়লেন তিনি ৷ টপকে যান মহম্মদ আজহারউদ্দিনকে ৷

দুবাই, 23 ফেব্রুয়ারি: পাকিস্তানকে আড়াইশোর মধ্যে বাঁধল রোহিত বাহিনী ৷ দুই বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে 241 রান তুলল পাকিস্তান ৷ আজ জিতলেই সেমি ফাইনালে জায়গা পাকা করে ফেলবে রোহিত অ্যান্ড কোং ৷ অন্যদিকে, পাকিস্তান আজ ভারতের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেবে ৷

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। শুরুটা ভালোই করেন ব্যাটাররা ৷ বাবর আজম এবং ইমাম উল হকের পার্টনারশিপ ভাঙে নবমতম ওভারে ৷ হার্দিকের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। 23 রান করে তিনি সাজঘরে ফিরে যান ৷ পাকিস্তানের সাউদ শাকিল এদিন সর্বোচ্চ 62 রান করেন ৷ 10 রান করে আউট হন ইমাম উল হক ৷ তৃতীয় উইকেট জুটিতে শাকিল ও রিজওয়ানের 104 রান পাকিস্তানকে দু'শো পেরোতে সাহায্য করে ৷

পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান এদিন 46 রান করেন ৷ তাঁকে ক্নিন বোল্ড করেন অক্ষর প্যাটেল ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। 43তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন কুলদীপ যাদব। 49.4 ওভারে পাকিস্তান 241 রানে অলআউট হয় ৷ অন্যদিকে, পাক ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠাতে বল হাতে কামাল করেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব ৷ অক্ষর প্যাটেল একটি উইকেট তো নেনই সেইসঙ্গে রানআউট করে দুই পাক ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠান ৷ হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন ৷ কিন্তু উইকেট পাননি শামি।

এদিকে, ব্যাট হাতে নামার আগেই পাক ম্য়াচে নজির গড়েন কোহলি ৷ নন-উইকেটকিপার হিসেবে ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক (157) ক্য়াচ নেওয়ার নজির গড়লেন তিনি ৷ টপকে যান মহম্মদ আজহারউদ্দিনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.