ETV Bharat / sports

দুবাইয়ে কোহলি যেন 'মাইলস্টোন-ম্য়ান', কেন তিনি চেজমাস্টার? আবার বোঝালেন বিরাট - VIRAT KOHLI RECORDS

দুবাইয়ে কোহলির ব্যাটে একাধিক নজির ৷ কী কী রেকর্ড এল তাঁর ব্য়াটে ?

VIRAT KOHLI
দুবাইয়ে মারমুখী কোহলি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 23, 2025, 11:01 PM IST

দুবাই, 23 ফেব্রুয়ারি: আট বছর আগে ওভালে ফাইনাল হারের বদলা এল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সেই বদলার রূপকার যিনি, তিনি আর কেউ নন বিরাট কোহলি ৷ বিশ্বক্রিকেটে যিনি পরিচিত 'চেজমাস্টার' নামে ৷ সাম্প্রতিক সময়ে ব্যাটে রানের খরায় যাঁকে অনেকে বাদের খাতায় রাখতেও দ্বিধা করেননি ৷ বিভিন্ন মহলে দাবি উঠেছে অবসরেরও ৷ কিন্তু দুবাইয়ে পাক ম্য়াচে 'চেজমাস্টার' কোহলি তাঁর নামের প্রতি সুবিচার তো করলেনই, একইসঙ্গে মনে করালেন 'ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট' ৷

ওডিআই ক্রিকেটে 51তম শতরান আসার এর চেয়ে উপযুক্ত মঞ্চ বোধহয় আর হয় না ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুযোগটা কাজে লাগাতে চেষ্টার ত্রুটি রাখলেন না দিল্লি ব্য়াটার ৷ সাম্প্রতিক অতীতে রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ব্য়াট হাতে ব্যর্থ হয়েছিলেন ৷ কিন্তু চ্য়াম্পিয়নরা বোধহয় প্রত্য়াবর্তনের জন্য বড় মঞ্চ বেছে নেন ৷ যেমনটা আজ নিলেন 'রানমেশিন' কোহলি ৷ তাড়াহুড়ো নয়, বরং অ্যাঙ্কর ইনিংসে পার করলেন বৈতরণী ৷ শতরান আপনা-আপনিই ধরা দিল তাঁর ব্য়াটে ৷

42.3 ওভারে চার মেরে 82 আন্তর্জাতিক শতরান পূর্ণ এবং একইসঙ্গে দলকে জয় এনে দেওয়ার পর বিরাটের অভিব্যক্তি হিমশীতল ৷ তাঁকে দেখে বোঝা দায় আসমুদ্র-হিমাচলের প্রত্যাশা নিজ কাঁধে বয়ে বেড়াচ্ছেন তিনি ৷ 111 বলে অপরাজিত 100 রানের ইনিংসে বিরাট এদিন মারেন মাত্র সাতটি চার ৷ অর্থাৎ, বাকি 72 রান বিরাট করেছেন দৌড়ে ৷ প্রথমে শুভমন গিলের সঙ্গে 69 রান এবং তারপর শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে করলেন 114 রান ৷ গিল (46) ও আইয়ার (56) আউট হলেও 'হ্যামলিনের বাঁশিওয়ালা' হয়ে রয়ে গেলেন বিরাট ৷ সঙ্গে তিন রানে অপরাজিত থেকে গেলেন অক্ষর প্যাটেল ৷ 'বিরাট' ব্যাটে 242 রানের টার্গেট ভারত তাড়া করে ফেলল সহজেই ৷ সেইসঙ্গে কার্যত শেষ চারে টিম ইন্ডিয়া ৷

ধ্রুপদী শতরানে এদিন একাধিক নজিরে নাম তুললেন কোহলি ৷ একনজরে দেখে নেওয়া যাক সেইসব রেকর্ড:

  1. বিশ্বের তৃতীয় ব্য়াটার হিসেবে ওডিআই ক্রিকেটে 14 হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি ৷
  2. আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট রানের নিরিখে রিকি পন্টিংকে (27,483 রান) টপকে গেলেন বিরাট ৷ সামনে কেবল কুমার সঙ্গাকারা (28,016 রান) এবং সচিন তেন্ডুলকর (34,357 রান) ৷
  3. চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে চ্য়াম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ এবং এশিয়া কাপে শতরান করা প্রথম ব্য়াটার হলেন বিরাট কোহলি ৷
  4. প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সব আইসিসি টুর্নামেন্টে 'ম্য়ান অব দ্য ম্যাচ' জেতার নজির গড়লেন কোহলি ৷

আরও পড়ুন:

দুবাই, 23 ফেব্রুয়ারি: আট বছর আগে ওভালে ফাইনাল হারের বদলা এল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সেই বদলার রূপকার যিনি, তিনি আর কেউ নন বিরাট কোহলি ৷ বিশ্বক্রিকেটে যিনি পরিচিত 'চেজমাস্টার' নামে ৷ সাম্প্রতিক সময়ে ব্যাটে রানের খরায় যাঁকে অনেকে বাদের খাতায় রাখতেও দ্বিধা করেননি ৷ বিভিন্ন মহলে দাবি উঠেছে অবসরেরও ৷ কিন্তু দুবাইয়ে পাক ম্য়াচে 'চেজমাস্টার' কোহলি তাঁর নামের প্রতি সুবিচার তো করলেনই, একইসঙ্গে মনে করালেন 'ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট' ৷

ওডিআই ক্রিকেটে 51তম শতরান আসার এর চেয়ে উপযুক্ত মঞ্চ বোধহয় আর হয় না ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুযোগটা কাজে লাগাতে চেষ্টার ত্রুটি রাখলেন না দিল্লি ব্য়াটার ৷ সাম্প্রতিক অতীতে রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ব্য়াট হাতে ব্যর্থ হয়েছিলেন ৷ কিন্তু চ্য়াম্পিয়নরা বোধহয় প্রত্য়াবর্তনের জন্য বড় মঞ্চ বেছে নেন ৷ যেমনটা আজ নিলেন 'রানমেশিন' কোহলি ৷ তাড়াহুড়ো নয়, বরং অ্যাঙ্কর ইনিংসে পার করলেন বৈতরণী ৷ শতরান আপনা-আপনিই ধরা দিল তাঁর ব্য়াটে ৷

42.3 ওভারে চার মেরে 82 আন্তর্জাতিক শতরান পূর্ণ এবং একইসঙ্গে দলকে জয় এনে দেওয়ার পর বিরাটের অভিব্যক্তি হিমশীতল ৷ তাঁকে দেখে বোঝা দায় আসমুদ্র-হিমাচলের প্রত্যাশা নিজ কাঁধে বয়ে বেড়াচ্ছেন তিনি ৷ 111 বলে অপরাজিত 100 রানের ইনিংসে বিরাট এদিন মারেন মাত্র সাতটি চার ৷ অর্থাৎ, বাকি 72 রান বিরাট করেছেন দৌড়ে ৷ প্রথমে শুভমন গিলের সঙ্গে 69 রান এবং তারপর শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে করলেন 114 রান ৷ গিল (46) ও আইয়ার (56) আউট হলেও 'হ্যামলিনের বাঁশিওয়ালা' হয়ে রয়ে গেলেন বিরাট ৷ সঙ্গে তিন রানে অপরাজিত থেকে গেলেন অক্ষর প্যাটেল ৷ 'বিরাট' ব্যাটে 242 রানের টার্গেট ভারত তাড়া করে ফেলল সহজেই ৷ সেইসঙ্গে কার্যত শেষ চারে টিম ইন্ডিয়া ৷

ধ্রুপদী শতরানে এদিন একাধিক নজিরে নাম তুললেন কোহলি ৷ একনজরে দেখে নেওয়া যাক সেইসব রেকর্ড:

  1. বিশ্বের তৃতীয় ব্য়াটার হিসেবে ওডিআই ক্রিকেটে 14 হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি ৷
  2. আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট রানের নিরিখে রিকি পন্টিংকে (27,483 রান) টপকে গেলেন বিরাট ৷ সামনে কেবল কুমার সঙ্গাকারা (28,016 রান) এবং সচিন তেন্ডুলকর (34,357 রান) ৷
  3. চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে চ্য়াম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ এবং এশিয়া কাপে শতরান করা প্রথম ব্য়াটার হলেন বিরাট কোহলি ৷
  4. প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সব আইসিসি টুর্নামেন্টে 'ম্য়ান অব দ্য ম্যাচ' জেতার নজির গড়লেন কোহলি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.