ETV Bharat / international

বাংলাদেশে ইন্টারনেট পরিষেবায় মার্কিন ধনকুবের ! মাস্ককে আমন্ত্রণ ইউনূসের - MUHAMMAD YUNUS INVITES ELON MUSK

বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানির ইন্টারনেট পরিষেবা আনতে চান মুহাম্মদ ইউনূস ৷ তাই তাঁকে আমন্ত্রণ জানিয়ে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ৷

Muhammad Yunus write to Elon Musk
স্টারলিঙ্ক স্যাটেলাইটের কর্ণধার ইলন মাস্ক (ফাইল ছবি)
author img

By PTI

Published : Feb 23, 2025, 10:31 PM IST

ঢাকা, 23 ফেব্রুয়ারি: মার্কিন ধনকুবের ইলক মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ মাস্কের ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক স্যাটেলাইট-এর পরিষেবা পেতে এই আমন্ত্রণ বলে জানিয়েছেন তিনি নিজেই ৷ আগামী 90 দিনের মধ্যে এই পরিষেবা চালু হোক, চান মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷

এই বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউনূস ৷ গত 19 ফেব্রুয়ারি মুখ্য উপদেষ্টা ইউনূস স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ককে চিঠি লিখেছেন ৷ তাতে তিনি মার্কিন ধনকুবের মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণের কথা জানিয়েছেন ৷ শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ইউনূস স্টারলিঙ্ক-কর্তা ইলন মাস্ককে বাংলাদেশে এসে সেখানকার তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাতের কথাও তুলে ধরেছেন ৷ তিনি এও জানিয়েছেন যে, এই তরুণ প্রজন্মই দেশের অন্যতম প্রধান ইন্টারনেট পরিষেবা প্রাপক ৷

রবিবার বাংলাদেশের নিজস্ব সংবাদসংস্থা বিএসএস মুহাম্মদ ইউনূসের লেখা চিঠি উদ্ধৃত করে জানায়, "একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারস্পরিক দূরদর্শিতা প্রয়োজন ৷ এর জন্য আসুন আমরা একসঙ্গে কাজ করি ৷" স্টারলিঙ্ক কোম্পানির ইন্টারনেট পরিষেবা নিয়ে তিনি জানিয়েছেন, "বাংলাদেশে স্টারলিঙ্কের সংযোগকারী পরিকাঠামো তৈরি হলে তা ব্যাপক রূপান্তর ঘটাবে ৷ বিশেষত বাংলাদেশের উদ্যমী তরুণ, গ্রামাঞ্চল ও প্রান্তিক শ্রেণির মহিলা, প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ৷"

ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের উচ্চাধিকারিক খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে যোগাযোগ রাখেন ৷ আগামী 90টি কাজের দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করতেই হবে ৷ এর আগে গত 13 ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস মাস্কের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন ৷ সেদিন তিনি বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা নিয়েও কথা বলেছিলেন ৷

ঢাকা, 23 ফেব্রুয়ারি: মার্কিন ধনকুবের ইলক মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ মাস্কের ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক স্যাটেলাইট-এর পরিষেবা পেতে এই আমন্ত্রণ বলে জানিয়েছেন তিনি নিজেই ৷ আগামী 90 দিনের মধ্যে এই পরিষেবা চালু হোক, চান মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷

এই বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউনূস ৷ গত 19 ফেব্রুয়ারি মুখ্য উপদেষ্টা ইউনূস স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ককে চিঠি লিখেছেন ৷ তাতে তিনি মার্কিন ধনকুবের মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণের কথা জানিয়েছেন ৷ শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ইউনূস স্টারলিঙ্ক-কর্তা ইলন মাস্ককে বাংলাদেশে এসে সেখানকার তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাতের কথাও তুলে ধরেছেন ৷ তিনি এও জানিয়েছেন যে, এই তরুণ প্রজন্মই দেশের অন্যতম প্রধান ইন্টারনেট পরিষেবা প্রাপক ৷

রবিবার বাংলাদেশের নিজস্ব সংবাদসংস্থা বিএসএস মুহাম্মদ ইউনূসের লেখা চিঠি উদ্ধৃত করে জানায়, "একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারস্পরিক দূরদর্শিতা প্রয়োজন ৷ এর জন্য আসুন আমরা একসঙ্গে কাজ করি ৷" স্টারলিঙ্ক কোম্পানির ইন্টারনেট পরিষেবা নিয়ে তিনি জানিয়েছেন, "বাংলাদেশে স্টারলিঙ্কের সংযোগকারী পরিকাঠামো তৈরি হলে তা ব্যাপক রূপান্তর ঘটাবে ৷ বিশেষত বাংলাদেশের উদ্যমী তরুণ, গ্রামাঞ্চল ও প্রান্তিক শ্রেণির মহিলা, প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ৷"

ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের উচ্চাধিকারিক খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে যোগাযোগ রাখেন ৷ আগামী 90টি কাজের দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করতেই হবে ৷ এর আগে গত 13 ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস মাস্কের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন ৷ সেদিন তিনি বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা নিয়েও কথা বলেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.