ETV Bharat / state

সূর্যের মুখ দেখতে পাবেন না সরকারি কর্মীরা ! হুঁশিয়ারি তৃণমূল মন্ত্রীর - WB MINISTER GIVES WARNING

মন্ত্রীর অভিযোগ, এই ধরনের ঘটনায় বেশ কয়েকজন সরকারি আধিকারিকরাও জড়িত । আর সেটা যদি হয়, তার ব্যবস্থাও করা হবে ৷

North Bengal Development Minister Udayan Guha Warns for Voter List Issue
সূর্যের মুখ দেখতে পাবেন না সরকারি কর্মীরা ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 7:32 PM IST

কোচবিহার, 23 ফেব্রুয়ারি: ‘‘যারা ভোটার লিস্টে জল ঢোকানোর চেষ্টা করবে, তাঁদের হাটুতে জল জমানোর ব্যবস্থা করবে তৃণমুল কর্মীরা ।’’ দিনহাটার সভায় হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের । পাশাপাশি তাঁর অভিযোগ, এই ধরনের ঘটনায় বেশ কয়েকজন সরকারি আধিকারিকরাও জড়িত । আর সেটা যদি হয় তাহলে সেই সরকারি কর্মীরা যাতে ঘরে বসে থাকেন, ঘরের বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে না পারেন, তার ব্যবস্থাও করা হবে বলে হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী । সভায় ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিকরাও ।

ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে । চম্পাহাটিতে রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নাম ওঠা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে । তারমধ্যে কেন্দ্রের বাজেটে রাজ্যের বঞ্চনার প্রতিবাদে দিনহাটার সংহতি ময়দানে সভার ডাক দিয়েছিল তৃণমূল । মূলত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে দিনহাটা বিধানসভার কর্মী-সমর্থকদের নিয়ে এই সভা ছিল । সেই সভার শুরু থেকেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ, মন্ত্রীরা ।

সূর্যের মুখ দেখতে পাবেন না সরকারি কর্মীরা ! (ইটিভি ভারত)

বক্তব্য রাখতে উঠেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, ভুয়ো ভোটার ব্যবহার করে বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে । দিল্লিতে ক্ষমতায় এসেছে । আমাদের এখানেও ভুয়ো ভোটার আছে কি না, সেজন্য স্ক্রুটনি করা দরকার । আর যারা ভোটার লিস্টে জল ঢোকানোর চেষ্টা করবে, তাঁদের হাঁটুতে জল জমানোর ব্যবস্থা করবে তৃণমূল কর্মীরা ।’’ পাশাপাশি তিনি ঘরে ও বাইরের শত্রুদের থেকেও সতর্ক থাকার নির্দেশ দেন দলের কর্মী-সমর্থকদের । তিনি বলেন, ‘‘2021 সালের বিধানসভা নির্বাচনে যে 59 ভোটে হেরেছিলাম, তার জন্য ঘরের শত্রুরা দায়ী ।’’

আরও পড়ুন

কোচবিহার, 23 ফেব্রুয়ারি: ‘‘যারা ভোটার লিস্টে জল ঢোকানোর চেষ্টা করবে, তাঁদের হাটুতে জল জমানোর ব্যবস্থা করবে তৃণমুল কর্মীরা ।’’ দিনহাটার সভায় হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের । পাশাপাশি তাঁর অভিযোগ, এই ধরনের ঘটনায় বেশ কয়েকজন সরকারি আধিকারিকরাও জড়িত । আর সেটা যদি হয় তাহলে সেই সরকারি কর্মীরা যাতে ঘরে বসে থাকেন, ঘরের বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে না পারেন, তার ব্যবস্থাও করা হবে বলে হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী । সভায় ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিকরাও ।

ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে । চম্পাহাটিতে রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নাম ওঠা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে । তারমধ্যে কেন্দ্রের বাজেটে রাজ্যের বঞ্চনার প্রতিবাদে দিনহাটার সংহতি ময়দানে সভার ডাক দিয়েছিল তৃণমূল । মূলত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে দিনহাটা বিধানসভার কর্মী-সমর্থকদের নিয়ে এই সভা ছিল । সেই সভার শুরু থেকেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ, মন্ত্রীরা ।

সূর্যের মুখ দেখতে পাবেন না সরকারি কর্মীরা ! (ইটিভি ভারত)

বক্তব্য রাখতে উঠেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, ভুয়ো ভোটার ব্যবহার করে বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে । দিল্লিতে ক্ষমতায় এসেছে । আমাদের এখানেও ভুয়ো ভোটার আছে কি না, সেজন্য স্ক্রুটনি করা দরকার । আর যারা ভোটার লিস্টে জল ঢোকানোর চেষ্টা করবে, তাঁদের হাঁটুতে জল জমানোর ব্যবস্থা করবে তৃণমূল কর্মীরা ।’’ পাশাপাশি তিনি ঘরে ও বাইরের শত্রুদের থেকেও সতর্ক থাকার নির্দেশ দেন দলের কর্মী-সমর্থকদের । তিনি বলেন, ‘‘2021 সালের বিধানসভা নির্বাচনে যে 59 ভোটে হেরেছিলাম, তার জন্য ঘরের শত্রুরা দায়ী ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.