কোচবিহার, 19 ডিসেম্বর: 6 বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ব্যাক্তির 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কোচবিহার জেলার মাথাভাঙা আদালত। বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামীর নাম সুরেশ বর্মন। বাড়ি মাথাভাঙায়।
ওই ব্যক্তির 20 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 20 হাজার টাকা জরিমানাও ঘোষণা করেছে আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, গত 2020 সালে মাথাভাঙা এলাকার এই বাসিন্দা পাশের বাড়ির এক 6 বছরের নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করে। এরপর ওই নাবালিকার পরিবারের তরফে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে মাথাভাঙা থানার পুলিশ।
ঘটনার তদন্তে নেমে নির্যাতিতার প্রতিবেশী অভিযুক্ত সুরেশ বর্মনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে মামলা চলার পর বৃহস্পতিবার অভিযুক্ত সুরেশ বর্মনকে দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করা হয়। 20 বছরের জেল, নগদ 20 হাজার টাকা জরিমানা এবং ক্ষতিপূরণ বাবদ ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মাথাভাঙা অতিরিক্ত দায়রা আদালতের বিশেষ সরকারি আইনজীবী আবু ফাত্তাহ হক বলেন, "ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুরেশ বর্মনকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 20 হাজার টাকা জরিমানা করেছে আদালত। আমি খুশি।" আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবারও। তবে সাজাপ্রাপ্ত সুরেশ বর্মনের পরিবার জানিয়েছে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবে পরিবার।