ETV Bharat / bharat

'আমার শরীরের এতটা কাছাকাছি তিনি...', রাহুলের বিরুদ্ধে অভিযোগ মহিলা সাংসদের - BJP MP PHANGNON KONYAK

বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরেছেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷

Woman BJP MP Phangnon Konyak
রাহুলের আচরণে অস্বস্তিতে বিজেপির মহিলা সাংসদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2024, 7:34 PM IST

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: সংসদ চত্বরে দুই শিবিরের ধাক্কাধাক্কির ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ রাহুল গান্ধির ‘ধাক্কা’য় রক্ত ঝরেছে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গির ৷ পালটা কংগ্রেস সভাপতি খাড়গে বিজেপি সাংসদদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তুলেছেন ৷ তার মধ্যেই বিস্ফোরক এস ফাঙ্গনন ! বিজেপি সাংসদের অভিযোগ, তাঁর গা ঘেষে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি ৷

রাজ্যসভা সাংসদের এই অভিযোগের পর থেকেই উত্তাল রাজনীতি ৷ এস ফাঙ্গনন কোনিয়াক বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠিতে জানিয়েছেন, ‘‘কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি দুর্ব্যবহার করেছেন ৷ অন্যান্য সাংসদদের সঙ্গে সংসদের সিঁড়ির নীচে প্রতিবাদ করছিলেন । তাঁর ব্যবহার আমার আত্মসম্মানে লেগেছে ৷ তিনি চিৎকার করে আমার সঙ্গে কথা বলেন, খারাপ ব্যবহার করেন ৷ আমার শরীরের এতটা কাছাকাছি তিনি চলে আসেন, আমি মহিলা হিসাবে খুব অস্বস্তি বোধ করছিলাম ৷’’

রাজ্যসভার চেয়ারম্যানকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘‘আমি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে মকর দ্বারের সিঁড়ির ঠিক নীচে দাঁড়িয়েছিলাম । রাহুল গান্ধি-সহ অন্যান্য দলের সদস্যরা আমার সামনে চলে আসেন ৷ সে সময়ে রাহুল আমার শরীরের এতটাই কাছে ঘেষে আসেন, আমি মহিলা সদস্য হিসাবে অস্বস্তিতে পড়ে যাই ৷ কোনও সংসদ সদস্যের এমন আচরণ করা উচিত নয় ।’’ কোনিয়ান নাগাল্যান্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ।

অন্যদিকে, কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেওয়া হয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁদের দু'জনেই এখন হাসপাতালে ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷

এরপর কংগ্রেসের কয়েকজন নেতা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন, রাহুল গান্ধির উপর শারীরিক নিগ্রহ করা হয় ৷ এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক ৷ এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল, কুদুকুনিল সুরেশ, রবীন্দ্র চওয়ান ডিন কুরিয়াকোস এবং ভিকে শ্রীধরন ৷ তাঁরা বলেন, "আমরা মকর দ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করছিলাম ৷ বিক্ষোভরত সাংসদরা আমাদের রাস্তা রুখে দাঁড়ান ৷"

আরও পড়ুন

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: সংসদ চত্বরে দুই শিবিরের ধাক্কাধাক্কির ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ রাহুল গান্ধির ‘ধাক্কা’য় রক্ত ঝরেছে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গির ৷ পালটা কংগ্রেস সভাপতি খাড়গে বিজেপি সাংসদদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তুলেছেন ৷ তার মধ্যেই বিস্ফোরক এস ফাঙ্গনন ! বিজেপি সাংসদের অভিযোগ, তাঁর গা ঘেষে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি ৷

রাজ্যসভা সাংসদের এই অভিযোগের পর থেকেই উত্তাল রাজনীতি ৷ এস ফাঙ্গনন কোনিয়াক বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠিতে জানিয়েছেন, ‘‘কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি দুর্ব্যবহার করেছেন ৷ অন্যান্য সাংসদদের সঙ্গে সংসদের সিঁড়ির নীচে প্রতিবাদ করছিলেন । তাঁর ব্যবহার আমার আত্মসম্মানে লেগেছে ৷ তিনি চিৎকার করে আমার সঙ্গে কথা বলেন, খারাপ ব্যবহার করেন ৷ আমার শরীরের এতটা কাছাকাছি তিনি চলে আসেন, আমি মহিলা হিসাবে খুব অস্বস্তি বোধ করছিলাম ৷’’

রাজ্যসভার চেয়ারম্যানকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘‘আমি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে মকর দ্বারের সিঁড়ির ঠিক নীচে দাঁড়িয়েছিলাম । রাহুল গান্ধি-সহ অন্যান্য দলের সদস্যরা আমার সামনে চলে আসেন ৷ সে সময়ে রাহুল আমার শরীরের এতটাই কাছে ঘেষে আসেন, আমি মহিলা সদস্য হিসাবে অস্বস্তিতে পড়ে যাই ৷ কোনও সংসদ সদস্যের এমন আচরণ করা উচিত নয় ।’’ কোনিয়ান নাগাল্যান্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ।

অন্যদিকে, কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেওয়া হয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁদের দু'জনেই এখন হাসপাতালে ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷

এরপর কংগ্রেসের কয়েকজন নেতা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন, রাহুল গান্ধির উপর শারীরিক নিগ্রহ করা হয় ৷ এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক ৷ এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল, কুদুকুনিল সুরেশ, রবীন্দ্র চওয়ান ডিন কুরিয়াকোস এবং ভিকে শ্রীধরন ৷ তাঁরা বলেন, "আমরা মকর দ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করছিলাম ৷ বিক্ষোভরত সাংসদরা আমাদের রাস্তা রুখে দাঁড়ান ৷"

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.