কলকাতা, 26 ফেব্রুয়ারি: বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আংশিক মেঘলা আকাশ থাকলেও তা বৃষ্টির পূর্বাভাস নেই ৷ শীত শেষে বসন্তের শুরুতে হালকা মাঝারি বৃষ্টি গতসপ্তাহের শেষ দিকে বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও, তা ছিল সাময়িক। চলতি সপ্তাহের শুরু থেকে বঙ্গের আবহাওয়ায় হালকা শীতের আমেজ কেটে গিয়ে গরমের অনুভূতি ৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন আবহওয়া শুষ্ক থাকবে ৷ দু'দিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে অর্থাৎ মার্চের শুরুতেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। দিন-রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। আজ, বুধবার দিনের আকাশ পরিষ্কার। কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। সকালে হালকা ঠান্ডা রয়েছে ৷ বেলায় গরম অনুভূত হচ্ছে, তবে তীব্র নয়। সূর্য ডোবার পরেও ঠান্ডা অনুভূত হচ্ছে ৷ উত্তরবঙ্গের ওপরের অংশের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে ৷ হালকা তুষারপাত হতে পারে দার্জিলিংঙের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস ৷ ভোরে কুয়াশার দাপট এখনও রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ৷ দু'দিন পর থেকে পারদ 2 থেকে 3 ডিগ্রি চড়বে।
কলকাতায় ইতিমধ্যেই উষ্ণতা টের পাওয়া যাচ্ছে ৷ বেলায় রোদের তাপ গায়ে লাগছে ৷ দিনে মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে।
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 52 শতাংশ।