কলকাতা, 26 ফেব্রুয়ারি: ফের খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার । এবার ঘটনাস্থল টেকনিশিয়ান স্টুডিয়োর ঠিক পাশে । যুবকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, তাঁর দেহের ঠিক পাশেই পড়েছিল একটি হেলমেট । তবে আশেপাশে কোনও বাইক ছিল না । ফলে রহস্য আরও বেড়েছে ৷
আজ ভোররাতে দেহটি উদ্ধার হয়েছে । ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা এলাকা । পথচলতি মানুষ দেহটি পড়ে থাকতে দেখে রিজেন্ট পার্ক থানায় খবর দেন । পরে পুলিশ এসে দেহটি সেখান থেকে তুলে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় । ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দেহটি কীভাবে ঘটনাস্থলে এল সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি । হেলমেট আছে, অথচ বাইক নেই ৷ এই বিষয়টি আশ্চর্যকর। খুন নাকি পথ দুর্ঘটনা সেই বিষয়টি ময়নাতদন্তে রিপোর্ট আসলে বোঝা যাবে। ইতিমধ্যেই আমরা স্থানীয় রিজেন্ট পার্ক থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি ।’’
ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । লালবাজার সূত্রে খবর, দেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন নেই । তবে মাথায় গভীর ক্ষত রয়েছে । দেহটি যেখানে পড়েছিল, তার কিছুটা দূরেই একটি হেলমেট পড়ে রয়েছে। হেলমেটের চারপাশেও ছিল রক্তের দাগ । এটি নিছক পথ দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তদন্তে নেমে রিজেন্ট পার্ক থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন ।
প্রসঙ্গত, কলকাতায় পর্যাপ্ত সিসিটিভি না-থাকা নিয়ে বিভিন্ন মহল সরব হয়েছিল ৷ গতকাল কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা তা মেনে নিয়ে বলেন, ‘‘শহরের বিভিন্ন জায়গায় যেখানে একসঙ্গে প্রচুর মানুষের সমাগম ঘটে এবং শহরের বিভিন্ন নির্জন রাস্তাঘাটে এখনও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই । এই সমস্ত জায়গাতেও পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ব্যবস্থা করছে লালবাজার।’’