হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: ভারতের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি ৷ আইসিসি টুর্নামেন্ট থেকে অকাল বিদায়ের পর ঘরে-বাইরে সমালোচনার মুখে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ৷ অনুরাগীদের ক্ষোভ তো আছেই, দেশের প্রাক্তন ক্রিকেটাররাও ব্যাপক ক্ষুব্ধ দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের খারাপ পারফরম্য়ান্সের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জেলবন্দি ইমরান খান ৷ খোদ নিজেদের দেশের কিংবদন্তিরাই মশকরায় মেতেছেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের নিয়ে ৷ অবস্থা এতটাই বেগতিক যে, নিজের দেশের ক্রিকেটারদের বাঁদরের সঙ্গে তুলনা করে বসলেন ওয়াসিম আক্রাম ৷
চ্য়াম্পিয়ন্স ট্রফি নিয়ে 'ড্রেসিংরুম' নামক একটি আলোচনাচক্রে আক্রাম ছাড়াও সামিল হচ্ছেন ওয়াকার ইউনিস, অজয় জাদেজা, নিখিল চোপড়ার মত প্রাক্তন ক্রিকেটাররা ৷ সেখানে ভারত-পাকিস্তান ম্য়াচের পর পাক ক্রিকেটারদের কলা খাওয়া নিয়ে একটি বক্রোক্তি করেন 'স্যুইং অফ সুলতান' ৷ যা অবাক করেছে নেটিজেনদের ৷ আক্রামের সেই মন্তব্যে হাসির রোল ওঠে আলোচনাচক্রে ৷
ভারত-পাক ম্যাচের পর আলোচনাচক্রে আক্রাম বলেন, "আজ প্রথম কিংবা দ্বিতীয় ড্রিংস ব্রেকের সময় দেখলাম এক ট্রে কলা আনা হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের জন্য ৷ এত কলা তো বাঁদরেও খায় না ৷ তোমরা কত কলা খেতে বোলিং করার সময়? বোলিং করার সময় আমাদের অধিনায়ক (ইমরান খান) যদি এরকম কলা খেতে দেখতেন তাহলে ওখানেই মারতেন ৷"
Wasim Akram-" aaj match ke daoraan bowlers ke liye bananas ki 2 trays aayi. mein keha ennay kelay te baandar nahi khaande" 🤣🤣🤣🤣.
— 🐯Zorawar Bajwa🐯 (@DoabeWalaaJatt) February 24, 2025
man wasim akram is hilarious 🤣😭#ChampionsTrophy #INDvsPAK pic.twitter.com/rI9stYdGlh
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ বাকি থাকলেও সেই ম্য়াচের ফলাফল পাকিস্তানের ভাগ্য ফেরাতে পারবে না কোনওভাবেই ৷ টুর্নামেন্ট ওপেনারে নিউজিল্যান্ডের কাছে 60 রান এবং দ্বিতীয় ম্য়াচে ভারতের কাছে ছয় উইকেটে হারতে হয়েছে রিজওয়ান অ্যান্ড কোং'কে ৷ শুক্রবার বাংলাদেশের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়নরা ৷