ETV Bharat / state

সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল জেলা পরিষদ, তিরন্দাজি অনুশীলন শুরুর অপেক্ষা - ETV BHARAT IMPACT

বীরভূমের বোলপুরে রয়েছে সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গন ৷ মাঠের অভাবে এখানে তিরন্দাজি প্রশিক্ষণ বন্ধ হয়ে যাচ্ছিল ৷

SAI Kabiguru Krirangan
সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল জেলা পরিষদ, তিরন্দাজি অনুশীলন শুরুর অপেক্ষা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 6:27 PM IST

বোলপুর, 26 ফেব্রুয়ারি: আশ্বাস মতো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল বীরভূম জেলা পরিষদ ৷ মউ চুক্তির ভিত্তিতে শর্তসাপেক্ষে তিরন্দাজি অনুশীলনের জন্য মাঠ দেওয়া হল ৷ মাঠের অভাবে জাতীয় মানের এই কেন্দ্রীয় সংস্থার বোলপুর শাখাটি প্রায় বন্ধের মুখে ছিল ৷ 31 মার্চের মধ্যে তিরন্দাজদের অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছিল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৷ তবে মাঠ পাওয়ায় খুশির হাওয়া ক্রীড়াপ্রেমী থেকে খেলোয়াড়দের মধ্যে ৷

সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনের ইনচার্জ তথা জাতীয়স্তরের তিরন্দাজি কোচ হরিশ কুমার বলেন, "অসংখ্য ধন্যবাদ বীরভূম জেলা পরিষদ ও সভাধিপতিকে ৷ আমাদের আবেদনের ভিত্তিতে তাঁরা মাঠ দিয়েছেন ৷ এতে আমরা খুব খুশি ৷ আমি মাঠ পাওয়ার চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি ৷ আশা করছি আবার এখানে তিরন্দাজি অনুশীলন শুরু করা যাবে ।"

সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল জেলা পরিষদ, তিরন্দাজি অনুশীলন শুরুর অপেক্ষা (ইটিভি ভারত)

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, "আমাদের কাছে মাঠ চেয়ে আবেদন করেছিল ৷ মাঠের অভাবে ওদের খেলাধুলা বন্ধ হয়ে যাক এটা আমরা চাইনি ৷ তাই আমি অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলে চুক্তিভিত্তিতে মাঠ দিলাম ৷ এক বছরের জন্য মাঠ দেওয়া হল ৷ পরে মেয়াদ বাড়ানো হবে ৷’’

SAI Kabiguru Krirangan
সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল জেলা পরিষদ, তার বিজ্ঞপ্তি (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘খেলাধুলো বন্ধ হতে দেব না ৷ বীরভূমের কত ছেলেমেয়ে এখান থেকেই দেশের কত জায়গায় নিয়ে পদক জিতেছে ৷ আগামীতেও জিতবে ৷ জেলা পরিষদ ওদের পাশে আছে ।"

SAI Kabiguru Krirangan
বোলপুরে সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গন (নিজস্ব ছবি)

উল্লেখ্য, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্য়ায় বোলপুরের সাংসদ থাকাকালীন স্থানীয় ডাকবাংলো মাঠে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর শাখা গড়ে তোলার পরিকল্পনা করেন ৷ 2004 সাল থেকে 2007 সালের মধ্যে 20 বিঘা জমিতে তৈরি হয় এই কেন্দ্র ৷ যার নাম কবিগুরু ক্রীড়াঙ্গন ৷

SAI Kabiguru Krirangan
বোলপুরে সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনের তিরন্দাজি অনুশীলনের মাঠ (নিজস্ব ছবি)

এখানে মূলত চারটি খেলার প্রশিক্ষণ দেওয়া হয় ৷ কিন্তু গত 18 বছরে এই কেন্দ্রের খ্যাতি মূলত তিরন্দাজির জন্যই ছড়িয়ে পড়ে ৷ অথচ তিরন্দাজির জন্য কোনও মাঠ ছিল না ৷ কবিগুরু ক্রীড়াঙ্গন সংলগ্ন জেলা পরিষদের মাঠে প্রশিক্ষণ হতো ৷ তাই কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের তরফে এখানে তিরন্দাজি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ চলতি বছরের 31 মার্চের মধ্যে এখানে থাকা তিরন্দাজদের অন্যত্র পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয় ৷

বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে ৷ তখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মাঠের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ৷ সেই মতো মাঠের ব্যবস্থা করল জেলা পরিষদ ৷ সাই-এর সঙ্গে তাদের একটি মউ সাক্ষরিত হয়েছে ৷ সেই মউ অনুযায়ী, জেলা পরিষদের 90 মিটার লম্বা ও 16 মিটার চওড়া মাঠটি তিরন্দাজি অনুশীলনের জন্য দেওয়া হল ৷ এই মাঠে কোনোরকম স্থায়ী নির্মাণ করা যাবে না । এক বছরের জন্য চুক্তিভিত্তিক মাঠ দেওয়া হল । পরবর্তীতে ফের মেয়াদ বাড়ানো হবে ৷

মাঠ পেয়ে রীতিমতো খুশি সাইয়ের সকলেই ৷ বন্ধ হতে বসা সাই-তে ফের তিরন্দাজি অনুশীলন ও প্রতিযোগিতা শুরু হবে এই আশা রয়েছে ।

বোলপুর, 26 ফেব্রুয়ারি: আশ্বাস মতো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল বীরভূম জেলা পরিষদ ৷ মউ চুক্তির ভিত্তিতে শর্তসাপেক্ষে তিরন্দাজি অনুশীলনের জন্য মাঠ দেওয়া হল ৷ মাঠের অভাবে জাতীয় মানের এই কেন্দ্রীয় সংস্থার বোলপুর শাখাটি প্রায় বন্ধের মুখে ছিল ৷ 31 মার্চের মধ্যে তিরন্দাজদের অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছিল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৷ তবে মাঠ পাওয়ায় খুশির হাওয়া ক্রীড়াপ্রেমী থেকে খেলোয়াড়দের মধ্যে ৷

সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনের ইনচার্জ তথা জাতীয়স্তরের তিরন্দাজি কোচ হরিশ কুমার বলেন, "অসংখ্য ধন্যবাদ বীরভূম জেলা পরিষদ ও সভাধিপতিকে ৷ আমাদের আবেদনের ভিত্তিতে তাঁরা মাঠ দিয়েছেন ৷ এতে আমরা খুব খুশি ৷ আমি মাঠ পাওয়ার চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি ৷ আশা করছি আবার এখানে তিরন্দাজি অনুশীলন শুরু করা যাবে ।"

সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল জেলা পরিষদ, তিরন্দাজি অনুশীলন শুরুর অপেক্ষা (ইটিভি ভারত)

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, "আমাদের কাছে মাঠ চেয়ে আবেদন করেছিল ৷ মাঠের অভাবে ওদের খেলাধুলা বন্ধ হয়ে যাক এটা আমরা চাইনি ৷ তাই আমি অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলে চুক্তিভিত্তিতে মাঠ দিলাম ৷ এক বছরের জন্য মাঠ দেওয়া হল ৷ পরে মেয়াদ বাড়ানো হবে ৷’’

SAI Kabiguru Krirangan
সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল জেলা পরিষদ, তার বিজ্ঞপ্তি (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘খেলাধুলো বন্ধ হতে দেব না ৷ বীরভূমের কত ছেলেমেয়ে এখান থেকেই দেশের কত জায়গায় নিয়ে পদক জিতেছে ৷ আগামীতেও জিতবে ৷ জেলা পরিষদ ওদের পাশে আছে ।"

SAI Kabiguru Krirangan
বোলপুরে সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গন (নিজস্ব ছবি)

উল্লেখ্য, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্য়ায় বোলপুরের সাংসদ থাকাকালীন স্থানীয় ডাকবাংলো মাঠে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর শাখা গড়ে তোলার পরিকল্পনা করেন ৷ 2004 সাল থেকে 2007 সালের মধ্যে 20 বিঘা জমিতে তৈরি হয় এই কেন্দ্র ৷ যার নাম কবিগুরু ক্রীড়াঙ্গন ৷

SAI Kabiguru Krirangan
বোলপুরে সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গনের তিরন্দাজি অনুশীলনের মাঠ (নিজস্ব ছবি)

এখানে মূলত চারটি খেলার প্রশিক্ষণ দেওয়া হয় ৷ কিন্তু গত 18 বছরে এই কেন্দ্রের খ্যাতি মূলত তিরন্দাজির জন্যই ছড়িয়ে পড়ে ৷ অথচ তিরন্দাজির জন্য কোনও মাঠ ছিল না ৷ কবিগুরু ক্রীড়াঙ্গন সংলগ্ন জেলা পরিষদের মাঠে প্রশিক্ষণ হতো ৷ তাই কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের তরফে এখানে তিরন্দাজি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ চলতি বছরের 31 মার্চের মধ্যে এখানে থাকা তিরন্দাজদের অন্যত্র পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয় ৷

বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে ৷ তখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মাঠের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ৷ সেই মতো মাঠের ব্যবস্থা করল জেলা পরিষদ ৷ সাই-এর সঙ্গে তাদের একটি মউ সাক্ষরিত হয়েছে ৷ সেই মউ অনুযায়ী, জেলা পরিষদের 90 মিটার লম্বা ও 16 মিটার চওড়া মাঠটি তিরন্দাজি অনুশীলনের জন্য দেওয়া হল ৷ এই মাঠে কোনোরকম স্থায়ী নির্মাণ করা যাবে না । এক বছরের জন্য চুক্তিভিত্তিক মাঠ দেওয়া হল । পরবর্তীতে ফের মেয়াদ বাড়ানো হবে ৷

মাঠ পেয়ে রীতিমতো খুশি সাইয়ের সকলেই ৷ বন্ধ হতে বসা সাই-তে ফের তিরন্দাজি অনুশীলন ও প্রতিযোগিতা শুরু হবে এই আশা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.