কলকাতা, 26 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কৌশল নির্ধারণে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই রাজ্য সম্মেলন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সর্বত্রই সাজ সাজ রব ।
দলীয় সূত্রে পাওয়া খবর, আগামিকাল এই সম্মেলনের জন্য বিপুল জমায়েত হতে পারে নেতাজি ইন্ডোরে। দলের সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি-সহ কয়েক হাজার সদস্য আগামিকাল এই সম্মেলনে উপস্থিত থাকবেন । ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও তার সংলগ্ন এলাকায় 20টিরও বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে, যাতে প্রত্যেক প্রতিনিধি নেত্রীর বক্তব্য স্পষ্টভাবে শুনতে ও দেখতে পারেন ।
নেত্রীর বার্তা পৌঁছবে সরাসরি বুথ স্তর পর্যন্ত
শুধু ইনডোর নয়, রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরের তৃণমূল কংগ্রেস কার্যালয়েও নেত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে। জেলা নেতৃত্বরা উদ্যোগ নিয়ে স্থানীয় কর্মীদের একত্রিত করে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এই বক্তব্য পৌঁছে দেবেন বলে জানা গিয়েছে। মূল লক্ষ্য, দলীয় বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিয়ে কর্মীদের উজ্জীবিত করা ।
সম্মেলনের সময় ও প্রতিনিধিদের আসনবিন্যাস
বৃহস্পতিবার সকাল 11টা থেকে এই প্রতিনিধি সম্মেলন শুরু হবে ৷ দুপুরে নেত্রীর বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটবে । এতে অংশ নেওয়া প্রতিনিধিরা যাতে একই দিনে নিজেদের জেলায় ফিরতে পারেন, সেজন্য সময়সূচি এভাবে নির্ধারণ করা হয়েছে । সামগ্রিকভাবে নেতা-নেত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্যও সতর্ক করা হয়েছে ।
কারা কারা থাকবেন ?
রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ইতিমধ্যেই মঞ্চ ও আসন বিন্যাস সম্পন্ন হয়েছে । সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, যুব, মহিলা, আইএনটিটিইউসি, কিষাণ খেতমজুর সেল, সংখ্যালঘু সেল, এসসি-এসটি-ওবিসি সেল-সহ সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়া, তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেল ও আইটি সেল-সহ রাজ্য কমিটির সদস্যরা প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
নেতৃত্বের বার্তা: ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সম্মেলনকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে । দলীয় সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন এবং বুথস্তরের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে নির্দেশ দেবেন ।
সারা বছরই পড়াশোনা করে তৃণমূল দাবি কুণালের
এদিন এই সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এই সম্মেলন শুধু যে ভোটের কথা মাথায় রেখে হচ্ছে এমনটা নয় । আসলে সারা বছর ধরে পড়াশোনা করে তৃণমূল। তাই হঠাৎ পরীক্ষা এসে গেলে শুধু পরীক্ষার জন্য নামতে হবে এটা কোনও বিষয় নয় । নিশ্চয়ই ভোট এলে তার একটা প্রক্রিয়া আছে ৷ কিন্তু সারা বছর জনসংযোগ বা উন্নয়নমূলক কাজ একমাত্র তৃণমূল কংগ্রেসই করে ।’’ বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা কলকাতায় পৌঁছতে শুরু করেছেন। তৃণমূল ভবনে গিয়ে ডেলিগেট কার্ড সংগ্রহ করেছেন । সব মিলিয়ে, তৃণমূলের এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিপুল আগ্রহের সঞ্চার হয়েছে ।