ETV Bharat / state

সুজয়কৃষ্ণের অডিয়োতে একাধিক প্রভাবশালীর নাম, চার্জশিটে দাবি সিবিআইয়ের - WEST BENGAL RECRUITMENT SCAM

সুজয়কৃষ্ণের বাড়িতে টাকা দিতে গিয়ে চুপিসারে অডিয়ো ক্লিপ রেকর্ড করেছিল কুন্তল ঘোষের বেতনভুক কর্মী ৷ সেই অডিয়ো ক্লিপে রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের নাম, দাবি সিবিআইয়ের ৷

WEST BENGAL RECRUITMENT SCAM
অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 12:13 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র গলায় শোনা গিয়েছে রাজ্যের একাধিক প্রভাবশালীর নাম । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটের অডিয়ো ক্লিপে এই তথ্য উঠে এসেছে বলে দাবি সিবিআইয়ের ৷

জানা গিয়েছে, গত 21 ফেব্রুয়ারি কলকাতার বিচার ভবনে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই । সংশ্লিষ্ট চার্জশিটে, বিস্তারিতভাবে এক ঘণ্টারও বেশি সময়ের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপের বর্ণনা তুলে ধরেছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, সেই অডিয়ো ক্লিপে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়েছিলেন অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ৷

সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী, নিয়োগ দুর্নীতিতে অপর অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় 2017 সালে বেহালায় 'কালীঘাটের কাকু'র বাড়িতে যান কিছু টাকা নিয়ে ৷ তাঁদের সঙ্গে ছিলেন, কুন্তলের বেতনভুক কর্মী অরবিন্দ রায়বর্মন ৷ জানা গিয়েছে, সেই দিন কুন্তলের নির্দেশ মেনে তাঁর বেতনভুক কর্মী অরবিন্দ রায়বর্মন চুপিসারে 'কালীঘাটের কাকু'র সঙ্গে হওয়া কথোপকথন একটি মোবাইলে রেকর্ড করেন ৷ পরবর্তী সময়ে সেই রেকর্ডটি তাঁদের ল্যাপটপে সরিয়ে রাখেন কুন্তল ও অরবিন্দ ৷

তদন্ত শুরু হওয়ার পর কুন্তলের বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই কর্তারা ৷ সেই সময় সুজয়কৃষ্ণের সেই অডিয়ো ক্লিপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে আসে বলে জানা গিয়েছে ৷ অডিয়ো ক্লিপের সেই কথোপকথনে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম বলতে শোনা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে বলে দাবি সিবিআইয়ের ৷ সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । পাশাপাশি, সুজয়কৃষ্ণ, কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ।

পড়ুন: দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষকেও ডাকা উচিত ! কণ্ঠস্বরের নমুনা দিয়ে বিস্ফোরক কুন্তল

কলকাতা, 26 ফেব্রুয়ারি: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র গলায় শোনা গিয়েছে রাজ্যের একাধিক প্রভাবশালীর নাম । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটের অডিয়ো ক্লিপে এই তথ্য উঠে এসেছে বলে দাবি সিবিআইয়ের ৷

জানা গিয়েছে, গত 21 ফেব্রুয়ারি কলকাতার বিচার ভবনে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই । সংশ্লিষ্ট চার্জশিটে, বিস্তারিতভাবে এক ঘণ্টারও বেশি সময়ের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপের বর্ণনা তুলে ধরেছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, সেই অডিয়ো ক্লিপে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়েছিলেন অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ৷

সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী, নিয়োগ দুর্নীতিতে অপর অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় 2017 সালে বেহালায় 'কালীঘাটের কাকু'র বাড়িতে যান কিছু টাকা নিয়ে ৷ তাঁদের সঙ্গে ছিলেন, কুন্তলের বেতনভুক কর্মী অরবিন্দ রায়বর্মন ৷ জানা গিয়েছে, সেই দিন কুন্তলের নির্দেশ মেনে তাঁর বেতনভুক কর্মী অরবিন্দ রায়বর্মন চুপিসারে 'কালীঘাটের কাকু'র সঙ্গে হওয়া কথোপকথন একটি মোবাইলে রেকর্ড করেন ৷ পরবর্তী সময়ে সেই রেকর্ডটি তাঁদের ল্যাপটপে সরিয়ে রাখেন কুন্তল ও অরবিন্দ ৷

তদন্ত শুরু হওয়ার পর কুন্তলের বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই কর্তারা ৷ সেই সময় সুজয়কৃষ্ণের সেই অডিয়ো ক্লিপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে আসে বলে জানা গিয়েছে ৷ অডিয়ো ক্লিপের সেই কথোপকথনে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম বলতে শোনা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে বলে দাবি সিবিআইয়ের ৷ সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । পাশাপাশি, সুজয়কৃষ্ণ, কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ।

পড়ুন: দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষকেও ডাকা উচিত ! কণ্ঠস্বরের নমুনা দিয়ে বিস্ফোরক কুন্তল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.