ETV Bharat / sports

বাবরদের ব্যর্থতায় বিস্ফোরক ইমরান, জেলে বসেই তুললেন স্বজনপোষণের অভিযোগ - IMRAN KHAN SLAMS PCB

জেলে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন ইমরান ৷ বাবরদের পারফরম্যান্স দেখে ব্যথিত বিশ্বজয়ী অধিনায়ক ৷

IMRAN KHAN SLAMS PCB
এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 26, 2025, 12:39 PM IST

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: স্বজনপোষণ চললে তো ক্রিকেট ধ্বংস হবেই ৷ প্রথম দু'ম্য়াচ হেরে আয়োজক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতেই বিস্ফোরক ইমরান খান ৷ জেলে বসেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা করলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ৷

প্রথমে নিউজিল্যান্ড তারপর মর্যাদার লড়াইয়ে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাকিস্তান ৷ শেষ ম্য়াচে বাংলাদেশকে হারালেও ভাগ্য খুলবে না মহম্মদ রিজওয়ানের দলের ৷ 29 বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হিসেবে শুরুতেই পাকিস্তানের বিদায় মেনে নিতে পারছেন না সেদেশের অনুরাগীরা ৷ প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে বাবর আজমদের ৷ এমন সময় চুপ রইলেন না তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরানও ৷

জিও নিউজের রিপোর্ট অনুযায়ী ইমরানের বোন আলিমা খান আদিয়ালা সংশোধনাগারের বাইরে সাংবাদিকদের বলেন, "ইমরানের কথায়, সিদ্ধান্তগ্রহণের জায়গায় এভাবে স্বজনপোষণ চললে দেশের ক্রিকেট একদিন ধ্বংস হয়ে যাবে ৷" আলিমা আরও জানান, জেলে বসে ইমরান ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রেখেছিলেন ৷ কিন্তু রিজওয়ানদের আত্মসমর্পণ দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷ পাকিস্তান ছিটকে যাওয়ায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভিকে আক্রমণ করতে ছাড়েননি বলেও জানিয়েছেন আলিমা ৷

ইমরানের বোনকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, "ইমরান বলেছেন, মহসিন নকভির মত এতগুলো পদ পাকিস্তানে আর কেউ আঁকড়ে নেই ৷ মুখ্যমন্ত্রী পদ যখন উনি সামলেছেন তখন ঘোটালা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোটালা করেছেন ৷ ওনাকে যে পদই দেওয়া হোক না কেন, উনি তার অপব্যবহার করে ছেড়েছেন ৷" গত কয়েকবছরে পাকিস্তান ক্রিকেটের অবনমনে ইমরান যে ব্যথিত, সে কথা স্পষ্ট করেছেন আলিমা খান ৷

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 60 রানে হারে পাকিস্তান ৷ এরপর গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 45 বল বাকি থাকতে ছয় উইকেটে আত্মসমর্পণ করে 'মেন ইন গ্রিন' ৷ তারপরেও ক্ষীণ আশা বেঁচেছিল ৷ কিন্তু পরদিন নিউজিল্যান্ড বাংলাদেশকে হারাতেই বিদায় নিশ্চিত হয় রিজওয়ান অ্যান্ড কোম্পানির ৷ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: স্বজনপোষণ চললে তো ক্রিকেট ধ্বংস হবেই ৷ প্রথম দু'ম্য়াচ হেরে আয়োজক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতেই বিস্ফোরক ইমরান খান ৷ জেলে বসেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা করলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ৷

প্রথমে নিউজিল্যান্ড তারপর মর্যাদার লড়াইয়ে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাকিস্তান ৷ শেষ ম্য়াচে বাংলাদেশকে হারালেও ভাগ্য খুলবে না মহম্মদ রিজওয়ানের দলের ৷ 29 বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হিসেবে শুরুতেই পাকিস্তানের বিদায় মেনে নিতে পারছেন না সেদেশের অনুরাগীরা ৷ প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে বাবর আজমদের ৷ এমন সময় চুপ রইলেন না তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরানও ৷

জিও নিউজের রিপোর্ট অনুযায়ী ইমরানের বোন আলিমা খান আদিয়ালা সংশোধনাগারের বাইরে সাংবাদিকদের বলেন, "ইমরানের কথায়, সিদ্ধান্তগ্রহণের জায়গায় এভাবে স্বজনপোষণ চললে দেশের ক্রিকেট একদিন ধ্বংস হয়ে যাবে ৷" আলিমা আরও জানান, জেলে বসে ইমরান ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রেখেছিলেন ৷ কিন্তু রিজওয়ানদের আত্মসমর্পণ দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷ পাকিস্তান ছিটকে যাওয়ায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভিকে আক্রমণ করতে ছাড়েননি বলেও জানিয়েছেন আলিমা ৷

ইমরানের বোনকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, "ইমরান বলেছেন, মহসিন নকভির মত এতগুলো পদ পাকিস্তানে আর কেউ আঁকড়ে নেই ৷ মুখ্যমন্ত্রী পদ যখন উনি সামলেছেন তখন ঘোটালা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোটালা করেছেন ৷ ওনাকে যে পদই দেওয়া হোক না কেন, উনি তার অপব্যবহার করে ছেড়েছেন ৷" গত কয়েকবছরে পাকিস্তান ক্রিকেটের অবনমনে ইমরান যে ব্যথিত, সে কথা স্পষ্ট করেছেন আলিমা খান ৷

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 60 রানে হারে পাকিস্তান ৷ এরপর গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 45 বল বাকি থাকতে ছয় উইকেটে আত্মসমর্পণ করে 'মেন ইন গ্রিন' ৷ তারপরেও ক্ষীণ আশা বেঁচেছিল ৷ কিন্তু পরদিন নিউজিল্যান্ড বাংলাদেশকে হারাতেই বিদায় নিশ্চিত হয় রিজওয়ান অ্যান্ড কোম্পানির ৷ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.