Mukul Roy on Municipal Election : পৌরভোটে বিজেপি বিপুল ভোটে জিতবে, মুকুল-বোমায় ফের অস্বস্তিতে তৃণমূল
🎬 Watch Now: Feature Video
ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukul Roy) ৷ বোলপুরে অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে তিনি বলেন, " আসন্ন পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে ৷ " পাশে থাকা তৃণমূল নেতারা ভুল শুধরে দিলেও নিজের বক্তব্য অনড় থেকে মুকুল রায় আরও বলেন, " ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল একই। "এদিন বোলপুর সার্কিট হাউসে একটি বৈঠকে পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে এসেছিলেন তিনি ৷ সঙ্গে ছিল অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখরা ৷ বৈঠক শেষে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলায় তৃণমূলের স্টলে আসেন তিনি।
TAGGED:
Mukul Roy