সামনেই ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো, বাতাসা প্রস্তুতে ব্যস্ত কারিগররা - BOLLA KALI PUJA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2024, 7:08 PM IST

মাঝে আর কয়েকটা দিন ৷ তারপরেই বোল্লা রক্ষা কালীমাতার পুজোতে মাতবে ভক্তরা ৷ তাই এখন দিনরাত এক করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাতাসা কারখানাগুলিতে চলছে মায়ের ভোগ তৈরির কাজ । ভোগের তালিকায় রয়েছে বাতাসা, কদমা, খাগড়াই ও লাড্ডু ।

উত্তরবঙ্গের বৃহৎ বোল্লা রক্ষাকালী মাতার পুজোয় প্রতিবছর লাখো ভক্তের সমাগম হয় । কলকাতা, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা-সহ রাজ্যের বাইরে থেকে ভক্তরা আসেন বোল্লা রক্ষাকালী মায়ের কাছে পুজো দিতে । বোল্লা রক্ষাকালীর পুজো ঘিরে বসে মেলা । চারদিনব্যাপী মেলা চলায় জমে ওঠে বেচাকেনা । সেইসঙ্গে মায়ের কাছে ভোগ দিতে প্রচুর কদমা, বাতাসা, খাগড়াই বিক্রি হয় । স্বাভাবিকভাবে পুজোর প্রায় এক মাস আগে থেকে ভোগের এই বাতাসা, খাগড়াই, কদমা তৈরি করে থাকেন গঙ্গারামপুরের শিল্পীরা ।  

এ বিষয়ে কারখানার মালিক বলরাম কুণ্ডু জানান, "বোল্লা কালীপুজো উপলক্ষে কারখানার প্রায় 8 থেকে 10 জন কর্মী বাতাসা, রসকদম্ব-সহ বিভিন্ন ধরনের প্রসাদ বানানোর কাজ চলছে জোরকদমে । আশা করি, এ বছর এগুলি বেঁচে অনেকটা বেশি লাভ হবে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.