ETV Bharat / state

গোড়া থেকেই ট্রামের বিপক্ষে আদালতের গঠিত অ্যাডভাইজারি কমিটির একাংশ ! হাইকোর্টে সরব সদস্যরা - CALCUTTA HIGH COURT ON TRAM

আদালতের গঠিত অ্যাডভাইজারি কমিটি গোড়া থেকেই ট্রামের বিপক্ষে বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ তুললেন কমিটির সদস্যরা ৷ কমিটির বৈঠক না-হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি ৷

ETV BHARAT
ট্রাম সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটির বিরুদ্ধে অভিযোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 5:28 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: ট্রাম সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটি থাকা সত্ত্বেও কেন নিয়মিত বৈঠক হচ্ছে না ? কলকাতা হাইকোর্টে ট্রাম নিয়ে সর্বশেষ শুনানিতে এই প্রশ্ন তুলে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । উল্লেখ্য, আদালতের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল, তার শেষ বৈঠক হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে ৷ ট্রাম লাইনের উপর বিটুমিন ঢালা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ৷ এ প্রসঙ্গে ট্রামপ্রেমীদের অভিযোগ, আদালতের গঠিত অ্যাডভাইজারি কমিটি গোড়া থেকেই ট্রামের বিপক্ষে ৷

সম্প্রতি ট্রামের যে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে, সেই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ৷ গত শুনানিতে বেঞ্চ বলে যে, একদিকে যখন বিদেশে ট্রামের আধুনিকীকরণ করে ট্রাম ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, তখন এখানে ট্রাম লাইনের উপর বিটুমিন ঢেলে দেওয়া হচ্ছে । ট্রাম সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছিল তার বৈঠক কেন নিয়মিত করা হচ্ছে না তাও জানতে চান বিচারপতি ।

ট্রাম সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটির বিরুদ্ধে অভিযোগ (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, ট্রাম সংক্রান্ত প্রথমবার যখন জনস্বার্থ মামলা দায়ের করা হয়, তখন আদালত 2023 সালের আগস্ট মাসে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করে দিয়েছিল । সেই কমিটিতে মোট 11 জন সদস্য ছিলেন । সবমিলিয়ে মোট চারটি বৈঠক হয়েছিল । সর্বশেষ বৈঠকটি হয়েছিল চলতি বছরের 4 জানুয়ারি । এমনকি জানুয়ারি মাসের পর থেকে কেন আর একটিও বৈঠক হয়নি তা পরিষ্কার নয় ।

ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দেবাশিস ভট্টাচার্য এই কমিটির অন্যতম সদস্য ৷ তিনি জানিয়েছেন, "কী করে ট্রামকে আবার আগের জায়গায় ফেরানো যায়, সেই নিয়েই কমিটি গঠন করা হয়েছিল ৷ কিন্তু দেখা গেল, রাজ্য সরকার যে আর ট্রাম চালাতে চাইছে না সেই বিষয়ে একেবারেই বদ্ধপরিকর । আসলে রাজ্য সরকারের কাছে এই কমিটির কোনও দামই নেই । কারণ দেখা যাচ্ছে যে, আমাদের মতামতের কোনও দাম নেই । আমরা যে ক'টা গঠনমূলক প্রস্তাব দিয়েছি একটিও গ্রাহ্য করা হয়নি ।"

ETV BHARAT
আদালতের গঠিত অ্যাডভাইজারি কমিটি ট্রামের বিপক্ষে বলে অভিযোগ (নিজস্ব চিত্র)

তিনি আরও জানিয়েছেন যে, রঞ্জনবীর সিং কাপুরের আমলে দুটি বৈঠক হয়েছিল । এরপর ডব্লিউবিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর হয়ে আসেন অঞ্চল গুপ্ত । তবে তিনি প্রথম থেকেই ট্রামের বিপক্ষে ছিলেন বলে তাঁর কথাবার্তার থেকে অনুমান করা হয় । কিন্তু বৈঠকে ট্রাম পক্ষের যাঁরা ছিলেন, তাঁদের কোনও কথা যেমন শোনা হয়নি, তেমনই মিনিটস অফ দ্য মিটিংয়ে কোনও কথা লিপিবদ্ধ করা হয়নি । তাই অগত্যা গত নভেম্বর মাসে আদালতে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয় ।

ETV BHARAT
ট্রামের ভবিষ্যৎ নিয়ে শুনানি (নিজস্ব চিত্র)

পাশাপাশি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের আর এক সদস্য তমাল নন্দ বলেন, "রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেছেন যে, রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই ৷ তাই তারা ট্রাম ফিরিয়ে আনতে অসমর্থ । অথচ ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময় মেট্রো কর্তৃপক্ষের থেকে ধর্মতলা ও বিবাদী বাগ অঞ্চলে ট্রামের কাজের জন্য রাজ্য সরকার খেপে খেপে প্রায় 35 কোটি টাকা পেয়েছে । তাই সরকারের কাছে টাকা নেই বলে যে যুক্তি খাড়া করা হয়েছে, তা সর্বৈব মিথ্যে কথা । আর যদি টাকা নাই থাকে, তাহলে এই যে 35 কোটি টাকা রাজ্য পেয়েছে সেই টাকা কোথায় গেল ?"

এই মামলার আগামী শুনানি 14 জানুয়ারি ৷ তার আগেই অ্যাডভাইজারি কমিটির বৈঠক করতে হবে ও সেই বৈঠকের 'মিনিটস অফ দ্য মিটিং' আদালতে পেশ করতে হবে ।

কলকাতা, 22 ডিসেম্বর: ট্রাম সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটি থাকা সত্ত্বেও কেন নিয়মিত বৈঠক হচ্ছে না ? কলকাতা হাইকোর্টে ট্রাম নিয়ে সর্বশেষ শুনানিতে এই প্রশ্ন তুলে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । উল্লেখ্য, আদালতের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল, তার শেষ বৈঠক হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে ৷ ট্রাম লাইনের উপর বিটুমিন ঢালা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ৷ এ প্রসঙ্গে ট্রামপ্রেমীদের অভিযোগ, আদালতের গঠিত অ্যাডভাইজারি কমিটি গোড়া থেকেই ট্রামের বিপক্ষে ৷

সম্প্রতি ট্রামের যে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে, সেই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ৷ গত শুনানিতে বেঞ্চ বলে যে, একদিকে যখন বিদেশে ট্রামের আধুনিকীকরণ করে ট্রাম ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, তখন এখানে ট্রাম লাইনের উপর বিটুমিন ঢেলে দেওয়া হচ্ছে । ট্রাম সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছিল তার বৈঠক কেন নিয়মিত করা হচ্ছে না তাও জানতে চান বিচারপতি ।

ট্রাম সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটির বিরুদ্ধে অভিযোগ (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, ট্রাম সংক্রান্ত প্রথমবার যখন জনস্বার্থ মামলা দায়ের করা হয়, তখন আদালত 2023 সালের আগস্ট মাসে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করে দিয়েছিল । সেই কমিটিতে মোট 11 জন সদস্য ছিলেন । সবমিলিয়ে মোট চারটি বৈঠক হয়েছিল । সর্বশেষ বৈঠকটি হয়েছিল চলতি বছরের 4 জানুয়ারি । এমনকি জানুয়ারি মাসের পর থেকে কেন আর একটিও বৈঠক হয়নি তা পরিষ্কার নয় ।

ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দেবাশিস ভট্টাচার্য এই কমিটির অন্যতম সদস্য ৷ তিনি জানিয়েছেন, "কী করে ট্রামকে আবার আগের জায়গায় ফেরানো যায়, সেই নিয়েই কমিটি গঠন করা হয়েছিল ৷ কিন্তু দেখা গেল, রাজ্য সরকার যে আর ট্রাম চালাতে চাইছে না সেই বিষয়ে একেবারেই বদ্ধপরিকর । আসলে রাজ্য সরকারের কাছে এই কমিটির কোনও দামই নেই । কারণ দেখা যাচ্ছে যে, আমাদের মতামতের কোনও দাম নেই । আমরা যে ক'টা গঠনমূলক প্রস্তাব দিয়েছি একটিও গ্রাহ্য করা হয়নি ।"

ETV BHARAT
আদালতের গঠিত অ্যাডভাইজারি কমিটি ট্রামের বিপক্ষে বলে অভিযোগ (নিজস্ব চিত্র)

তিনি আরও জানিয়েছেন যে, রঞ্জনবীর সিং কাপুরের আমলে দুটি বৈঠক হয়েছিল । এরপর ডব্লিউবিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর হয়ে আসেন অঞ্চল গুপ্ত । তবে তিনি প্রথম থেকেই ট্রামের বিপক্ষে ছিলেন বলে তাঁর কথাবার্তার থেকে অনুমান করা হয় । কিন্তু বৈঠকে ট্রাম পক্ষের যাঁরা ছিলেন, তাঁদের কোনও কথা যেমন শোনা হয়নি, তেমনই মিনিটস অফ দ্য মিটিংয়ে কোনও কথা লিপিবদ্ধ করা হয়নি । তাই অগত্যা গত নভেম্বর মাসে আদালতে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয় ।

ETV BHARAT
ট্রামের ভবিষ্যৎ নিয়ে শুনানি (নিজস্ব চিত্র)

পাশাপাশি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের আর এক সদস্য তমাল নন্দ বলেন, "রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেছেন যে, রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই ৷ তাই তারা ট্রাম ফিরিয়ে আনতে অসমর্থ । অথচ ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময় মেট্রো কর্তৃপক্ষের থেকে ধর্মতলা ও বিবাদী বাগ অঞ্চলে ট্রামের কাজের জন্য রাজ্য সরকার খেপে খেপে প্রায় 35 কোটি টাকা পেয়েছে । তাই সরকারের কাছে টাকা নেই বলে যে যুক্তি খাড়া করা হয়েছে, তা সর্বৈব মিথ্যে কথা । আর যদি টাকা নাই থাকে, তাহলে এই যে 35 কোটি টাকা রাজ্য পেয়েছে সেই টাকা কোথায় গেল ?"

এই মামলার আগামী শুনানি 14 জানুয়ারি ৷ তার আগেই অ্যাডভাইজারি কমিটির বৈঠক করতে হবে ও সেই বৈঠকের 'মিনিটস অফ দ্য মিটিং' আদালতে পেশ করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.