পেট্রাপোল, 2 ডিসেম্বর: বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপরে। অন্যায়ভাবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে ৷ অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে আগামী দিনে ধাপে ধাপে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে। সোমবার পেট্রাপোল সীমান্তের সভা থেকে ইউনুস সরকারকে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, "বাংলাদেশের ভারতীয় পতাকার অবমাননা বন্ধ করতে হবে ৷ বন্ধ করতে হবে হিন্দুদের উপর অত্যাচার। অবিলম্বে চিন্ময়কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না-হলে আগামী দিনে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে। 24 ঘণ্টার মধ্যে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না-হলে আগামীতে পাঁচ দিনের জন্য পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে। তার পরেও যদি বাংলাদেশ তাদের তিনটি দাবি না-মানে, তাহলে 2025 সালে পুরোপুরিভাবে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে। পাঠানো হবে না পিঁয়াজ, আলু।"
একই সঙ্গে, শুভেন্দু ইউনুস সরকারকে মনে করিয়ে দিয়েছেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীনের ক্ষেত্রে ভারতের ভূমিকা। সম্প্রতি বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতারের পর অশান্ত হয়েছে ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতীয় পতাকার অবমাননার ছবি। প্রতিনিয়ত খবর আসছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে ৷ তারই প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'পেট্রাপোল বন্দর চলো'র ডাক দিয়েছিলেন। সোমবার সনাতনী ঐক্য পরিষদের পরিচালনায় সেখানে জনসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি'র একাধিক বিধায়ক-সহ সাধু-সন্তরা।
জনসভায় কয়েক হাজার সনাতনী হিন্দুরা যোগদান করেন, ডঙ্কা-কাশি নিয়ে আসেন মতুয়া ভক্তরা। সভা মঞ্চ থেকে বিজেপি বিধায়ক এবং সাধু-সন্তরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধের দাবিও জানান। তাঁদের দাবি, চিন্ময়কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে, বাংলাদেশের ইউনুস সরকারকে আক্রমণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন। মহম্মদ ইউনুসকে মনে করিয়ে দিয়ে শুভেন্দু জানান, 1971 সালে বাংলাদেশ তৈরির ক্ষেত্রে ভারতীয় সেনার অবদানের কথা। তাঁর দাবি, ইউনুস সেই অবদানের কথা ভুলে গিয়েছে। ইউনুস সরকারকে ভারতের সঙ্গে ঝামেলা না-করারও হুঁশিয়ারি দেন শুভেন্দু।