কলকাতা, 2 ডিসেম্বর: আসন্ন আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের নেতা কে ? কার হাতে থাকবে নেতৃত্বের ব্যাটন ? ক্রিকেট অনুরাগী বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের উদ্বেগ ধরা পড়ছে ।
গতবছরের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। দিন কয়েক আগে জেড্ডায় আইপিএলের মেগা নিলামে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রাখার চেষ্টা করেছে কেকেআর ৷ তবে নিলামে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নেওয়ার ব্যাপারে নাইটরা আগ্রহ দেখায়নি। ফলে নতুন বছরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে কিং খানের দলকে।
দলে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর। তিনি নিজেও নেতৃত্বের ব্যাটন পেতে আগ্রহী। পাশাপাশি দলে রয়েছেন নিলাম নেওয়া অজিঙ্কে রাহানে। দেড় কোটি টাকা খরচ করে রাহানেকে নিয়েছে নাইটরা। ব্যাটার রাহানের পাশাপাশি নেতা রাহানে নাইট ভাবনায় রয়েছেন কি না, তার ইঙ্গিত নেই। নাইট ম্যানেজমেন্ট তা ভাঙেনি।
23.75 কোটি টাকায় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে রাখার পরেও দেড় কোটি টাকায় কেনা রাহানের হাতে যদি নেতৃত্বের ব্যাটন ওঠে, তা হবে বিস্ময়ের ৷ কারণ 36 বছরের ব্যাটারের কাছে সেই দায়িত্ব পাওয়া হবে মোড় ঘোরানোর সুযোগ ৷ মুম্বই দল রাহানেকে মুস্তাক আলি টি-20 প্রতিযোগিতার নেতা হিসেবে রাখেনি। শ্রেয়স আইয়ারকে মুস্তাক আলিতে নেতা হিসেবে বেছে নিয়েছে মুম্বই। রাহানে এখন ভারতীয় দলে নেই।
যদিও ভারতীয় দল এবং রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের। আইপিএলে 185টি ম্যাচে 4,642 রান এসেছে রাহানের ব্যাট থেকে ৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 105 ৷ 30টি অর্ধশত ও 2টি সেঞ্চুরি রয়েছে ডানহাতি এই ব্যাটারের ঝুলিতে ৷
গত আইপিএল তাঁর কাছে স্বপ্নের মত গিয়েছে ৷ 172.49 স্ট্রাইকরেটে 326 রান করেছেন রাহানে। ফলে অভিজ্ঞতা এবং ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা রয়েছে। তাই, তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার ভাবনা কেকেআর থিঙ্কট্যাঙ্ক ৷