নয়াদিল্লি, 25 জানুয়ারি: রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধেয় ঘোষিত হয়ে গেল এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ৷ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী মিলিয়ে 139 জন এবারে পদ্মসম্মানে ভূষিত হচ্ছেন ৷ এরমধ্যে ক্রীড়াজগতেরও বেশ কিছু নাম রয়েছে ৷ দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অলিম্পিক্স হকিতে জোড়া ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ ৷ পাশাপাশি দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত চারজন ক্রীড়াবিদ ৷
ক্রীড়াজগতে পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন, প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং এবং প্যারা-কোচ সত্যপাল সিং ৷ শ্রীজেশের পদ্মভূষণ সম্মান প্রাপ্তি তাঁর সাফল্যের মুকুটে আরেকটা পালক যোগ করল বলা যায় ৷ 2020 টোকিয়ো অলিম্পিক্স এবং 2024 প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকি দলের ব্রোঞ্জজয়ের অন্যতম কাণ্ডারী তিনি ৷ অতন্দ্র প্রহরীর মত গোলদুর্গ আগলে দলকে পোডিয়াম ফিনিশে সহায়তা করেন তিনি ৷
For the year 2025, the President has approved conferment of 139 Padma Awards including 1 duo case (in a duo case, the Award is counted as one) as per list below. The list comprises 7 Padma Vibhushan, 19 Padma Bhushan and 113 Padma Shri Awards.
— ANI (@ANI) January 25, 2025
Late folk singer Sharda Sinha… pic.twitter.com/vxf5SL3ny6
অলিম্পিক্সের পরেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন কেরলের বাসিন্দা ৷ অলিম্পিক্সে সাফল্য় ছাড়াও 18 বছরের কেরিয়ারে 2014 এশিয়ান গেমসে সোনা, 2018 এশিয়াডে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন শ্রীজেশ ৷ এছাড়া 2018 ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল, 2019 এফআইএইচ মেন্স সিরিজ ফাইনালসের চ্যাম্পিয়ন দলের সদস্য এই গোলরক্ষক ৷
অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন অন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার ৷ যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য টেস্ট ক্রিকেট ৷ বাইশ গজের কুলীন ফরম্যাটে তামিলনাড়ু ক্রিকেটারের ঝুলিতে রয়েছে 537 উইকেট ৷ অনিল কুম্বলের পর দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারি তিনি ৷ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ফিঙ্গার স্পিনার ৷ পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি আইএম বিজয়নও ৷ প্রাক্তন এই স্ট্রাইকারের ঝুলিতে রয়েছে 29টি আন্তর্জাতিক গোল ৷ যিনি পরিচিত 'কালো হরিণ' নামে ৷