ETV Bharat / bharat

রীতি মেনে ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনি বিএসএফের, রইল ভিডিয়ো - REPUBLIC DAY 2025

প্রজাতন্ত্র দিবসের উদযাপনের অংশ বিটিং রিট্রিট সেরিমনি ৷ প্রতি বছরের মতো এবারও তা অনুষ্ঠিত হল ওয়াঘার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ৷

Beating Retreat at Attari-Wagah border
ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনি (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By ANI

Published : Jan 26, 2025, 10:50 PM IST

অমৃতসর, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত 76তম সাধারণতন্ত্র দিবস ৷ একই ভাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেও তা উদযাপন করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ৷ রবিবার পঞ্জাবের অমৃতসরের ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনি হল প্রতি বারের মতোই ৷

এদিন বিএসএফ-এর জওয়ানরা সেনাদের শৃঙ্খলা থেকে শুরু করে সংস্কৃতি প্রদর্শন করেন ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সীমান্তে এসে জড়ো হয়েছিলেন সাধারণতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী এই উদযাপন দেখতে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনতার উদ্দেশে ভাষণ দেন বিএসএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) হর্ষ নন্দন জোশী ৷

ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনি (এএনআই ভিডিয়ো)

তিনি বলেন, "76তম সাধারণতন্ত্র দিবসে সকল সীমান্তরক্ষী এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ আজ একটি আনন্দের দিন ৷ একই সঙ্গে দেশকে স্বাধীন করতে যাঁরা চরম আত্মত্যাগ করেছেন, সেই বিপ্লবী ও নায়কদের স্মরণ করার দিনও বটে ৷ এখানে উপস্থিত সকলের কাছে আমার আবেদন, দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখতে যা করা সম্ভব, সেই চেষ্টা করুন ৷"

ডিআইজি জোশী আরও বলেন, "দেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় 30 জন পাকিস্তানি এবং একজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া বাংলাদেশি, নেপালি মিলিয়ে 3 জন ভারত সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিল ৷ তাদের হাতেনাতে ধরেছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা ৷"

-beating-retreat-
চলছে বিটিং রিট্রিট সেরিমনি (ইটিভি ভারত)

এর পাশাপাশি 101 জন ভারতীয় পাচারকারী এবং 6জন পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স ড্রোনের মাধ্যমে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে ৷ 2024 সালের 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বিএসএফ সীমান্ত পেরিয়ে আসা 319টি ড্রোনকে গুলি করে নামিয়ে আনতে সক্ষমও হয়েছে বাহিনী ৷

অমৃতসর, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত 76তম সাধারণতন্ত্র দিবস ৷ একই ভাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেও তা উদযাপন করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ৷ রবিবার পঞ্জাবের অমৃতসরের ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনি হল প্রতি বারের মতোই ৷

এদিন বিএসএফ-এর জওয়ানরা সেনাদের শৃঙ্খলা থেকে শুরু করে সংস্কৃতি প্রদর্শন করেন ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সীমান্তে এসে জড়ো হয়েছিলেন সাধারণতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী এই উদযাপন দেখতে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনতার উদ্দেশে ভাষণ দেন বিএসএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) হর্ষ নন্দন জোশী ৷

ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনি (এএনআই ভিডিয়ো)

তিনি বলেন, "76তম সাধারণতন্ত্র দিবসে সকল সীমান্তরক্ষী এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ আজ একটি আনন্দের দিন ৷ একই সঙ্গে দেশকে স্বাধীন করতে যাঁরা চরম আত্মত্যাগ করেছেন, সেই বিপ্লবী ও নায়কদের স্মরণ করার দিনও বটে ৷ এখানে উপস্থিত সকলের কাছে আমার আবেদন, দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখতে যা করা সম্ভব, সেই চেষ্টা করুন ৷"

ডিআইজি জোশী আরও বলেন, "দেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় 30 জন পাকিস্তানি এবং একজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া বাংলাদেশি, নেপালি মিলিয়ে 3 জন ভারত সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিল ৷ তাদের হাতেনাতে ধরেছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা ৷"

-beating-retreat-
চলছে বিটিং রিট্রিট সেরিমনি (ইটিভি ভারত)

এর পাশাপাশি 101 জন ভারতীয় পাচারকারী এবং 6জন পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স ড্রোনের মাধ্যমে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে ৷ 2024 সালের 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বিএসএফ সীমান্ত পেরিয়ে আসা 319টি ড্রোনকে গুলি করে নামিয়ে আনতে সক্ষমও হয়েছে বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.