মুম্বই, 26 জানুয়ারি: 2025 সালের প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যাটিকে দুঃস্বপ্ন হিসেবে মনে রাখবেন গৌরব বোরাহ । মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 0-3 গোলে পরাজিত মহমেডান স্পোর্টিং । দু’টি গোলের ক্ষেত্রেই খলনায়ক গৌরব বোরাহ । প্রথম গোলটি হেড করে গোলরক্ষকের হাতে দিতে গিয়ে জালে পাঠালেন । দ্বিতীয় গোলের ক্ষেত্রে ছাঙতের শট গৌরব বোরাহর গায়ে লেগে জালে চলে যায় । মুম্বই সিটি এফসির তৃতীয় গোল ক্রোমার অসাধারণ শটে । এই জয়ে পিটার ক্র্যাটকির দল 17 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে প্রথম ছ’য়ে ঢুকে পড়ল । তারা এখন পাঁচ নম্বরে ।
73 থেকে 82 মিনিট । ন’মিনিটের দুঃস্বপ্ন মহমেডান স্পোর্টিংয়ে । রক্ষণ সামলে প্রতি-আক্রমণে পয়েন্টের খোঁজ করতে চেয়েছিলেন । পুরো দল কোচের নীল নকশা রূপায়ণে চেষ্টার কসুর করেনি । কিন্তু 73 মিনিটে পরিবর্ত হিসেবে নামা গৌরব বোরাহর অমার্জনীয় ভুল আন্দ্রে চের্নিশভের ছেলেদের যাবতীয় চেষ্টায় ফাটল ধরিয়ে দেয় ।
প্রতিপক্ষ আক্রমণের কোনও চাপ নেই । প্রতিপক্ষের কোনও ফুটবলার বল কাড়ার জন্য তাড়াও করছিলেন না । কিন্তু গৌরব অহেতুক অতিসাবধানী হয়ে গোলরক্ষক পদম ছেত্রীকে বল দিতে গিয়ে হেড করে গোলে পাঠিয়ে দেন । মুম্বইয়ের মাটিতে মুম্বই এফসির চোখে চোখ রেখে পয়েন্ট কাড়ার চেষ্টা এই গোলই কার্যত শেষ করে দেয় । পাঁচ মিনিট পরে দ্বিতীয় গোল মুম্বইয়ের । এবার ছাঙতের শট ফের গৌরবের বুকে লেগে গোলে চলে যায় । পড়ে পাওয়া চোদ্দ আনার মতো দু’টো গোল পেয়ে মুম্বই ম্যাচের রাশ পুরোটাই তুলে নেয় । 83 মিনিটে তৃতীয় গোল বক্সের বাইরে থেকে নেওয়া ক্রোমার শটে । বাকি সময় মহমেডানের যেন মাঠে থাকার জন্য থাকা ।
জামশেদপুরের কাছে তিন গোলে ঘরের মাঠে হেরেছিল মুম্বই । পঞ্জাব ম্যাচে ড্র ৷ 17 নম্বর ম্যাচে তিন গোলের ব্যবধানে জয়ী । পুরো ম্যাচে দাপিয়ে ফুটবল ছাঙতে-বিপিন-তিরিরা খেলেছেন বলা যাবে না । বলের দখল রাখার ক্ষেত্রে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ মহমেডান গোলমুখী শটে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল । কিন্তু দিনের শেষে মহমেডান ডিফেন্ডারের ভুল যাবতীয় চেষ্টায় জল ঢেলে দেয় ।
মাঠের বাইরে বকেয়া বেতন নিয়ে ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই চলছে সাদা-কালো ফুটবলারদের । এতদিন পারফরম্যান্স তাদের কথা বলার শক্তি যুগিয়েছে । মুম্বই ম্যাচে ফুটবলারদের আত্মঘাতী গোল হজম এবং তিন গোলে হার ফুটবলারদের অধিকারের লড়াইয়ে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিল । মহমেডান স্পোর্টিংয়ে সত্যিই দুঃসময় ।