কলকাতা, 25 জানুয়ারি: ‘‘আরজি করের ঘটনা খুবই দুঃখজনক ৷ কিন্তু এখন যা ঘটছে তার পিছনে ষড়যন্ত্র রয়েছে ৷ ষড়যন্ত্রকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন নির্যাতিতার বাবা-মা ৷ মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন তাঁরা ।’’ আরজি কর কাণ্ডে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এবার শুধু আন্দোলনকারীরা নন, তৃণমূলের প্রাক্তন মুখপাত্রের নিশানায় আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মাও ৷
এদিন কুণাল ঘোষ বলেন, ‘‘আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশ দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছে ৷ 24 ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তাকে শাস্তি দেওয়া হয়েছে ৷ কেন ফাঁসি হল না তা সিবিআই ও বিচারকের ব্যাপার ৷ কিন্তু যেভাবে নির্যাতিতার বাবা-মা একেক কথা বলছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন তা দূর্ভাগ্যজনক ৷ শুরু থেকেই মুখ্যমন্ত্রী বলে আসছেন এই ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে । কার ইশারায় অভয়ার বাবা-মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন ?’’
|
তৃণমূল নেতার কথায়, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের সঙ্গে যা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ । নির্যাতিতার বাবা-মাকে সম্ভাব্য সব ন্যায়বিচার দেওয়ার পথ প্রশস্ত করার চেষ্টা করেছিলেন এবং তা করতে সফল হয়েছেন । কিন্তু তাঁরা এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন ৷ নির্যাতিতার বাবা-মা কার্যত ষড়যন্ত্রকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন ৷