ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে খণ্ডযুদ্ধ, আটক বিজেপি বিধায়ক-সহ 16
🎬 Watch Now: Feature Video
Published : 5 hours ago
ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে বিজেপি বিধায়কের নেতৃত্বে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ জনতার । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ৷ পাল্টা লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। ঘটনায় আটক বিজেপি বিধায়ক সহ-16 জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কাছারিপাড়ায় ।
জানা গিয়েছে, কাছারিপাড়া এলাকায় পুরসভার তত্ত্বাবধানে একটি ডাম্পিং গ্রাউন্ড চিহ্নিত জায়গায় পাঁচিল দেওয়ার কাজ চলছিল । হঠাৎ তাতে বাধা দেয় এলাকাবাসী । স্থানীয়দের নেতৃত্বে ঘটনাস্থলে যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়কের দাবি, আদালতের তরফে ওই জায়গাটির কাজের জন্য স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও পুরসভা জোর করে কাজ করছে । ওই এলাকায় প্রচুর চাষি রয়েছেন । যাঁরা চাষবাস করেন তাঁরা ডাম্পিং গ্রাউন্ডের গন্ধে আর চাষ করতে পারবেন না।
যদিও এই ঘটনার পরে বৃহস্পতিবার ফের কাজ শুরু করে পুরসভা। এবারও স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করতে যান। তাঁদের নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পরবর্তীকালে হঠাৎ কথা কাটাকাটির মধ্যেই পুলিশ লাঠিচার্জ শুরু করে । এরপরে জনতার তরফ থেকে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলতে থাকে । পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই সঙ্গে আন্দোলনকারী 16 জনকে আটক করে । এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী এলাকায় ।