এরপর দ্বিতীয় পর্যায়ের অধিবেশন 10 মার্চ থেকে শুরু হবে, চলবে আগামী 4 এপ্রিল পর্যন্ত। বাজেটের আগে সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন । গত এক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কী অবস্থায় ছিল তা তুলে ধরেছেন অর্থমন্ত্রী ৷ গত এক বছরে দেশের আর্থিক পরিস্থিতির কী অবস্থা, জিডিপি বৃদ্ধির হার কেমন, তা এই রিপোর্টে বিস্তারিত উল্লেখ রয়েছে ৷ রাষ্ট্রপতির ভাষণের পর অর্থমন্ত্রী লোকসভা ও রাজ্যসভায় অর্থনৈতিক সমীক্ষা তুলে ধরেছেন ৷ আজ সংসদে বাজেট পেশ করবেন তিনি ৷ এনিয়ে টানা 8 বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
Union Budget 2025 LIVE: মধুবনী শাড়িতে সংসদে নির্মলা; খানিক পরেই বাজেট পেশ - UNION BUDGET 2025
Published : Feb 1, 2025, 10:54 AM IST
সংসদে 2025-'26 অর্থবর্ষের দেশের সাধারণ বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন সীতারামন । অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণি আসন্ন বাজেট থেকে কিছুটা ত্রাণ পেতে চাইছে। রাজ্যের উন্নয়নের জন্য এবার বাজেট (Budget 2025) থেকে বেশ কিছু প্রত্যাশা রয়েছে পশ্চিমবঙ্গেরও । প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষায় উঠে আসা বিষয়গুলি মোকাবিলায় কতটা সাহায্য করবে বাজেট, জানা যাবে খানিক পরেই ৷
LIVE FEED
টানা 8 বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
6 ফেব্রুয়ারি বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাজেট অধিবেশন চলবে 4 এপ্রিল পর্যন্ত। তবে টানা নয়, 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে বাজেট অধিবেশনকে ৷ প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকে, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে 5 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেদিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে ৷ আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখতে পারবেন সাংসদরা। রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনার জন্য 3 দিন নির্ধারণ করা হয়েছে ৷ আগামী 6 ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সীতারমনকে শাড়ি উপহার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধুবনী শিল্পকলা এবং পদ্মপুরস্কারপ্রাপ্ত দুলারী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি মধুবনী শাড়ি পরেছেন । দুলারী দেবী 2021 সালে পদ্মশ্রী পান । মিথিলা আর্ট ইনস্টিটিউটে পরিদর্শনকালে অর্থমন্ত্রী দুলারী দেবীর সঙ্গে দেখা করেন ৷ বিহারের মধুবনী শিল্পকলা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয় ৷ সে সময় দুলারী দেবী তাঁকে শাড়িটি উপহার দিয়েছিলেন এবং বাজেট দিবসে অর্থমন্ত্রীকে এটি পরতে বলেছিলেন ।
সংসদে 2025-'26 অর্থবর্ষের দেশের সাধারণ বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন সীতারামন । অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণি আসন্ন বাজেট থেকে কিছুটা ত্রাণ পেতে চাইছে। রাজ্যের উন্নয়নের জন্য এবার বাজেট (Budget 2025) থেকে বেশ কিছু প্রত্যাশা রয়েছে পশ্চিমবঙ্গেরও । প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষায় উঠে আসা বিষয়গুলি মোকাবিলায় কতটা সাহায্য করবে বাজেট, জানা যাবে খানিক পরেই ৷
LIVE FEED
টানা 8 বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
এরপর দ্বিতীয় পর্যায়ের অধিবেশন 10 মার্চ থেকে শুরু হবে, চলবে আগামী 4 এপ্রিল পর্যন্ত। বাজেটের আগে সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন । গত এক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কী অবস্থায় ছিল তা তুলে ধরেছেন অর্থমন্ত্রী ৷ গত এক বছরে দেশের আর্থিক পরিস্থিতির কী অবস্থা, জিডিপি বৃদ্ধির হার কেমন, তা এই রিপোর্টে বিস্তারিত উল্লেখ রয়েছে ৷ রাষ্ট্রপতির ভাষণের পর অর্থমন্ত্রী লোকসভা ও রাজ্যসভায় অর্থনৈতিক সমীক্ষা তুলে ধরেছেন ৷ আজ সংসদে বাজেট পেশ করবেন তিনি ৷ এনিয়ে টানা 8 বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
6 ফেব্রুয়ারি বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাজেট অধিবেশন চলবে 4 এপ্রিল পর্যন্ত। তবে টানা নয়, 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে বাজেট অধিবেশনকে ৷ প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকে, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে 5 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেদিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে ৷ আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখতে পারবেন সাংসদরা। রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনার জন্য 3 দিন নির্ধারণ করা হয়েছে ৷ আগামী 6 ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সীতারমনকে শাড়ি উপহার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধুবনী শিল্পকলা এবং পদ্মপুরস্কারপ্রাপ্ত দুলারী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি মধুবনী শাড়ি পরেছেন । দুলারী দেবী 2021 সালে পদ্মশ্রী পান । মিথিলা আর্ট ইনস্টিটিউটে পরিদর্শনকালে অর্থমন্ত্রী দুলারী দেবীর সঙ্গে দেখা করেন ৷ বিহারের মধুবনী শিল্পকলা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয় ৷ সে সময় দুলারী দেবী তাঁকে শাড়িটি উপহার দিয়েছিলেন এবং বাজেট দিবসে অর্থমন্ত্রীকে এটি পরতে বলেছিলেন ।