কলকাতা, 1 ফেব্রুয়ারি: মাঠ এবং মাঠের বাইরে প্রতিপক্ষ বেকায়দায় জেনেও হোসে মোলিনা সতর্ক। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। আপাতদৃষ্টিতে পয়েন্ট টেবিলে সবচেয়ে নীচে থাকা দলের বিরুদ্ধে লড়াই লিগ টপারদের। কিন্তু মোলিনা জানেন আত্মতুষ্টির ভাইরাস দলে সংক্রমিত হলেই বিপদ। তাই লিগ শিল্ড জয় কার্যত সময়ের অপেক্ষা হলেও ফুটবলারদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ বাগানের হেডস্যর।
মিনি ডার্বিতে নামার আগে মোলিনা বলছেন, "এখনও লিগ শেষ হতে ছ'টি ম্যাচ বাকি। অবশ্যই আমরা সুবিধাজনক জায়গায় রয়েছি। কিন্তু এখনও অনেকটা পথ বাকি রয়েছে বলে মনে করি। তাই আমাদের মনে শুধুমাত্র মহামেডান স্পোর্টিং ম্যাচ। অন্যকিছু নয় ৷" তাঁর কথায়, "পয়েন্ট টেবিলে অবস্থানের দিক থেকে অবশ্যই দু'টো দলের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু ডার্বিতে মহামেডান জ্বলে ওঠার চেষ্টা করবে। জেতার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে।"
শনিবারের ম্যাচে অনিরুদ্ধ থাপা যে খেলবেন না, তাও মোলিনা জানিয়েছেন। অনিশ্চয়তা রয়েছে ডিফেন্ডার টম আলড্রেডের খেলা নিয়েও। স্প্যানিশ ডিফেন্ডার গত দু'দিন বল নিয়ে অনুশীলনের বদলে ফিজিয়োর কাছে বেশি ব্যস্ত ছিলেন। তিনি না-পারলে আলবার্তো রড্রিগেজের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে খেলতে দেখা যাবে। তবে চোট-আঘাতের ছোটখাটো প্রতিকূলতা সরিয়ে সেরা দলই যে মিনি ডার্বিতে নামবে, সে ব্যাপারে আশ্বস্ত করেছেন মোলিনা।
বাগানে গোল করার ক্ষেত্রে অক্রমণ এবং রক্ষণভাগের ফুটবলাররা নিজেদের মধ্যে পাল্লা দিচ্ছেন। আক্রমণভাগের ভেদশক্তি নিয়ে প্রশ্নও উঠছে। যদিও সেই সমালোচনাকে পাত্তা না-দিয়ে মোলিনা জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংসদের পাশে দাঁড়িয়েছেন। একইভাবে মনবীর সিং এবং লিস্টন কোলাসোর প্রশংসা করেছেন। আক্রমণভাগের সামগ্রিক পারফরম্যান্সে খুশি তিনি।
Up next @MohammedanSC 💪🏻🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/dZiZmjJq4P
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 31, 2025
অন্যদিকে আন্দ্রে চের্নিশভ থেকে গেলেও শনির ডার্বিতে তাঁকে ছাড়াই নামছে মহামেডান ৷ তাঁর ইস্তফা নিয়ে সম্প্রতি প্রচুর জলঘোলা হয়েছে। পাশাপাশি ফুটবলারদের বকেয়া বেতনের সমস্যাও রয়েছে। যা প্রতিশ্রুতির মোড়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা মহামডান স্পোর্টিং ক্লাবের কর্তা এবং লগ্নিকারীদের তরফে। বাড়তি হিসেবে যোগ হয়েছে ক্লাবের সাবেক কর্তাদের সঙ্গে লগ্নিকারীদের মতপার্থক্য। ফলে মাঠ এবং মাঠের বাইরে অস্বস্তিতে সাদা-কালো।
চের্নিশভের অনুপস্থিতিতে হটসিটে মেহরাজউদ্দিন। তাঁর কোচিংয়ে মহামেডান স্পোর্টিং গতবছর কলকাতা লিগ জিতেছিল। তিনি সহকারি হিসেবে যোগ দেওয়ার পরে দলের খেলায় পরিবর্তন এসেছে। রক্ষণ অনেক জমাট হয়েছে ৷ মোহনবাগানের আক্রমণভাগকে থামাতে রক্ষণের জমাট পারফরম্যান্স চাইছেন কোচ। মেহরাজ বলেন, "প্রতিপক্ষ এগিয়ে থাকলেও আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। মাঠের বাইরের সমস্যা সরিয়ে দলের সকলেই মোটিভেটেড। আমরা সেরাটা দিয়ে পুরো পয়েন্ট পাওয়ার জন্য ঝাঁপাব।"