টানা অষ্টমবার বাজেট পেশ সীতারমনের ! সরাসরি দেখুন ইটিভি ভারতে - UNION BUDGET 2025 LIVE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/640-480-23448989-thumbnail-16x9-budgetlivenew.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Feb 1, 2025, 11:00 AM IST
সংসদে 2025-'26 অর্থবর্ষের দেশের সাধারণ বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এনিয়ে টানা 8 বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন সীতারামন । আগামী 6 ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণি আসন্ন বাজেট থেকে কিছুটা ত্রাণ পেতে চাইছে । রাজ্যের উন্নয়নের জন্য এবার বাজেট (Budget 2025) থেকে বেশ কিছু প্রত্যাশা রয়েছে পশ্চিমবঙ্গেরও । প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষায় উঠে আসা বিষয়গুলি মোকাবিলায় কতটা সাহায্য করবে বাজেট, জানা যাবে খানিক পরেই ৷ বাজেট বক্তৃতা সরাসরি দেখুন ইটিভি ভারতে...