বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বেলুড় মঠের দুর্গাপুজো দেখুন সরাসরি - BELUR MATH DURGA PUJA 2024 LIVE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 7:48 AM IST

Updated : Oct 11, 2024, 12:42 PM IST

Belur Math Durga Puja 2024 Live: বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চিরাচরিত প্রথা, রীতি ও ঐতিহ্য বজায় রেখে মহাষ্টমীর পুজো বেলুড় মঠে। আজ, শুক্রবার বেলুড় মঠে মহাষ্টমী পুজো, কুমারী পুজো (Kumari Puja in Belurmath), সন্ধি পুজোর আয়োজন হয়েছে ৷ ভোরে মঙ্গলারতির পর উপাচার-সহ প্রস্তুতি-পুজো শুরু হয়েছে। দেবীপ্রতিমার পাশে বসিয়ে কুমারীকে পুজো করা হয় এখানে ৷ 1901 সালে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ কুমারী পুজোর সূচনা করেছিলেন। সেই সময় মা সারদার উপস্থিতিতে 9 জন কুমারীর পুজো হলেও, বর্তমানে একজন কুমারীর পুজো হয় বেলুড় মঠে । বেলুড় মঠে তিনদিনই ভোগের আয়োজন। পুজোর দিনগুলিতে দর্শনার্থী ও ভক্তদের জন্য সারাদিন খোলা থাকছে বেলুড় মঠ ৷ আজকের পুজোর নির্ঘণ্ট 2024: 25 আশ্বিন অর্থাৎ 11 অক্টোবর, শুক্রবার, ভোর 5টা 30মিনিট থেকে মহাষ্টমীর পুজো শুরু । ওই দিনই সকাল 9টায় কুমারী পুজো অনুষ্ঠিত হবে ৷ এরপর বেলা 11টা 43মিনিট থেকে 12টা 31 মিনিট পর্যন্ত সন্ধিপুজো অনুষ্ঠিত হবে ৷
Last Updated : Oct 11, 2024, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.