বাংলাদেশের অসহায় মানুষ এখানে এলে বাংলা ফেরাবে না, একুশের মঞ্চে ঘোষণা মমতার - 21 July TMC Rally Live - 21 JULY TMC RALLY LIVE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 12:44 PM IST

Updated : Jul 21, 2024, 2:21 PM IST

TMC's Rally in Kolkata LIVE: 2024 লোকসভা নির্বাচন ও সদ্য সমাপ্ত চার বিধানসভার উপনির্বাচনে সাফল্য পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এরপর আজ 21 জুলাইয়ের শহিদ দিবস, তৃণমূলের মেগা-শো ৷ তৃণমূলের এই কর্মসূচিতে যোগ দিতে গতকাল থেকেই জেলা, শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী এবং সমর্থকরা মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ, বৃষ্টি মাথায় নিয়েও নেতা-কর্মীরা রয়েছেন মঞ্চের সামনে ৷ দলের প্রথম সারির নেতাও মন্ত্রীরা রয়েছেন সভামঞ্চে ৷ বেলা 12টা বাজতেই নেতারা তাঁদের বক্তৃতা দিতে শুরু করেছেন ৷ মঞ্চে রয়েছেন 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই সভা থেকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যেও দলকে দিশা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ধর্মতলা থেকে তৃণমূলের 21 জুলাইয়ের শহিদ সমাবেশ সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷  
Last Updated : Jul 21, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.