কলকাতা, 22 জানুয়ারি: ইডেনে আজ কুয়াশা ও শিশির পড়া নিয়ে চিন্তায় ভারত-ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়করা। শিশির ভেজা বল বোলারদের ভালো বোলিংয়ের অন্তরায় হবে। মাঘ মাসে শিশির এবং কুয়াশার দাপট থাকলেও প্রত্যাশিত ঠান্ডার দেখা নেই। বুধবার ভোর গভীর কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় আকাশ পরিষ্কার হবে। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি ও 16 ডিগ্রির আশেপাশে থাকবে।
কনকনে শীতে জুবুথুবু দশা চলতি শীতে আর পাওয়া যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কারণ আজ থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়াযর প্রবেশে বাধা ৷ ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমূখী থাকবে। 26 জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া বইবে। ফলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে।
উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। বুধবার ফের কুয়াশার দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী দুই দিন মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। তারপরের দিনগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ৷
দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের 9টি জেলা ও আগামিকাল অর্থাৎ 23 জানুয়ারি 12টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ঘন কুয়াশার দাপট থাকবে বেশি। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে দু-এক জায়গায় ৷ সব মিলিয়ে বঙ্গজুড়ে ভোরে কুয়াশার দাপট।
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 87 শতাংশ এবং সর্বনিম্ন 47 শতাংশ।